বৃষ্টিতে ভেসে গেলো বাঁকুড়া,ভেঙ্গে পড়ল আস্ত দোতলা বাড়ি
![]() |
ভেঙ্গে পড়ল এই দোতলা বাড়িটি - ভিডিও নিচে দেওয়া হল |
৭ই অগাস্ট, সোমবার, বাকুড়া ঃ বৃষ্টি আগেও দেখেছে বাকুড়াবাসি । এমনকি টানা বর্ষাও না দেখা নয়। কিন্তু সোমবার বাকুড়াবাসি এককথায় যা দেখল তা এর আগে কবে দেখেছে বা আদৌ দেখেছে কিনা যানা নেই কারো !!
রবিবার রাত্রি থেকেই বৃষ্টি হালকা ভাবে চলছিল মাঝেমদ্ধে। মাঝ রাত্রির পর তা কিছুটা জোরাল হয়। এরপর সেই বৃষ্টি চলতে থাকে সকাল পর্যন্ত। ব্যাস !! তাতেই আর রক্ষে নেই.........!!
![]() |
Add caption |
দকানপাত, ঘরবাড়ি সব ভেসে গিয়েছে সেই জলের তোড়ে । বাড়ির দোতলাই ঠাই নিতে হয় বৃষ্টির মদ্ধেই। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে যখন ইলেক্ট্রিক অফিস এর পাসের দোতলা বাড়িটি পুরো ভেঙ্গে পড়ে জলের স্রোতে ।সেই দৃশ্য বাকুড়া বাসী বোধহয় এর আগে দেখেনি। পুরপুরি নিশ্চিহ্ন হয়ে যায় বাড়িটি। বাড়ির লোকজনের কিছু না হলেও ভেসে গিয়েছে সব। মুহূর্তের মদ্ধে আতঙ্ক ছড়াই । শেষমেশ প্রশাসন ও স্থানিয়দের সহযোগিতাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এর জেরে যান চলাচল ও ব্যাহত হয় । বিকেল দিকে কিছুটা স্বাভাবিক হয়।
কিন্তু, সমগ্র বাকুড়া বাসীর প্রশ্ন একটাই - " এই বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তাহলে টানা বরষাই কি হবে "!!
অবশ্য এই ঘোলা জলে রীতিমত শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জাও ...! বিরোধীদের বক্তব্য মুলত শাসক দলের সাংসদ কে নিয়ে ......প্রসঙ্গত , বাকুড়ার সাংসদ হলেন শ্রীমতী দেব ভারমা বা যাকে আমরা সকলে মুনমুন সেন নামেই চিনি । বিরোধীদের প্রস্ন এই বিপদের দিনে তিনি কোথায় !? যে এলাকার সাংসদ তিনি সেই এলাকার লোকজনের বিপদে তিনি নেই কেন !?
![]() |
তলিয়ে গিয়েছে সব |
শাসক দল অবশ্য এ বাপ্যারে কথা বলতে নারাজ । তাদের বক্তব্য এই বিপদের সময় রাজনীতি করাটা মোটেও তাদের সভাব নয়। প্রসাসন কে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব শহর কে পূর্বাবস্থাই ফিরিয়ে আনতে।
তবে এই রাজনীতির তরজার মদ্ধে ঢুকতে এক্কেবারেই নারাজ সাধারন মানুষ । তাদের একটাই বক্তব্য শহরের জল নিকাশি বাব্যস্থা সেই মান্ধাতা আমলের তাই, দ্রুত তার উন্নতিকরন চাই এবং তাদের দাবি সতীঘাট এর কাছে অবশ্যই ওভার ব্রিজ প্রয়োজন।
শহরের বিশিষ্ট জন দের মতে এই ঘটনা এক দিন না একদিন হওয়ার ই ছিল। কারন- যে ভাবে পুকুর ,ডোবা বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে ক্রমাগত তা মোটেই শহরের পক্ষে ভাল না। আর একদিকে যেভাবে গন্ধেশ্বরী নদি দিন দিন সঙ্কীর্ণ হচ্ছে সেটাই সমস্ত ঘটনার মুল কারন।
আরও পড়ুন ঃ বর্তমান কালের সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন পশ্চিমবঙ্গে
বাকুড়া বাসী অবশ্য প্রশাসনের দিকেই তাকিয়ে আগামিতে কি বাব্যস্থা হয় ............।
![]() |
জলমগ্ন সতীঘাট এলাকা |
এ যেন নদি সত্যিই চিনিয়ে দিয়েছে আপন সীমানা .........।
বাড়ি ভেঙ্গে পড়ার ভয়াভহ মুহূর্ত
manuser tobu to chetona nei.....
ReplyDelete