Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 2 August 2021

ট্রান্সফার প্রকল্পের বেশ কিছু নিয়মের বেড়াজাল ! খুশি নন বহু শিক্ষক !

 উত্সস্রী ! নিয়মের বেড়াজালে আটকে বহু শিক্ষক !


গত  ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......

ওনাদের কথায় , উদ্যোগ ভালো সন্দেহ নেই কিন্তু তাতে আরো কিছু নিয়ম নীতি লঘু করা বা সংযোজন করার প্রয়োজন আছে  -

আসুন এক নজরে দেখে নেওয়া যাক বেশ কয়েকটি  গুরুত্বপূর্ন নিয়মের বেড়াজাল  : 

১. একই  পোস্টে  এবং একই  স্কুলে  নুন্যতম ৫ বছর না হলে আবেদন করতে পারবেন না !
 - নতুন নিযুক্ত শিক্ষকদের কথা ভেবে বা যারা স্বেচ্ছায় ইতিমধ্যেই বদলি নিয়েছেন ওনাদের কথা ভেবে নিয়ম তৈরী করা হলেও , এই নিয়মের বেড়াজালে আবেদনের সুযোগ টুকুও পাচ্ছেন না বহু শিক্ষক শিক্ষিকা ! বিশেষভাবে প্রাথমিক শিক্ষকদের অনেকেই আটকে পড়ছেন , কারণ - নিজেরা না চাইলেও রাজ্য সরকার rationalization এর নামে ওনাদের বছর দুয়েক আগে অন্য স্কুলে বদলি করেন ! ফলত ওনারা সর্বমোট ৫ বছরের বেশি কাজ করলেও হারাচ্ছেন আবেদনের সুযোগ !!

একই পোস্টে নুন্যতম পাঁচ বছর কাজ না হলে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না !
এখানেও বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষক ! কারণ - এমন অনেক শিক্ষক আছেন যাদের চাকুরিকাল পাঁচ বছরের অনেক বেশি কিন্তু হয়ত বছর দুয়েক আগে ওনারা প্রধান শিক্ষক হিসেবে প্রমোশন পান ...ফলত ওনারাও বঞ্চিত থেকে যাবেন আবেদন করার সুযোগ থেকে 

__________________________________________________________________________________

কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে উত্স্স্রী তে আবেদনের  পূর্বে দেখে নিন একনজরে এবং আবেদব করার আগে সেগুলি  হাতের কাছে রেডি রাখুন  - নয়টি গুরুত্বপূর্ন ডকুমেন্ট  ক্লিক করুন দেখার জন্য

 _______________________________________________________ 

২. উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য লাগু হবে ১০% নিয়ম !

অর্থাৎ কোনো উচ্চ মাধ্যমিক স্কুলের সর্বমোট শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুধুমাত্র ১০% শিক্ষক কে ট্রান্সফারের জন্য বিবেচিত করা হতে পারে , সংখ্যাটা ১০ জনে ১ জন !


৩. আগে ছিল নুন্যতম দুই বছর , এখন সেটা পাঁচ বছর !

আগে ট্রান্সফারের আবেদনের  জন্য নুন্যতম দুই বছর বা চাকুরী কনফার্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো , তা বর্তমান উত্সস্রী তে অপেক্ষা করতে হবে নুন্যতম পাঁচ বছর ! 

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


৪. মিউচুয়াল ট্রান্সফারে পাঁচ বছরের ফাঁস :
এক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকারা খুসি নন ! কারণ - মিউচুয়াল ট্রান্সফার আগে প্রাথমিক ও মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিছুটা শিথিল থাকলেও এখন তাতেও পরেছে নুন্যতম পাঁচ বছরের বেড়াজাল ! 

যেকোনো তথ্য সরাসরি আপনাদের ফেসবুকে
আপডেট পেতে  লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ
 - DigitalBarta

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 


No comments:

Post a Comment