নিয়োগের অর্ডার কপি পুড়িয়ে বিক্ষোভ
রাজ্যের নার্সিং স্টাফদের
দীর্ঘদিন ধরে বিভিন্ন বঞ্চনার কথা বহুবার সরকারি আধিকারিকদের বলেও কোনো সুরাহা মেলেনি ! মিলেছে সুধু আশ্বাস - দেখছি ! ভাবছি ! জানাচ্ছি ! প্রাপ্তি বলতে ওটুকুই ! অথচ রাজ্যের প্রতিটি হাসপাতালের চালিকাশক্তি সেই নার্সিং স্টাফ .....
তাই, এবার কিছুটা বাধ্য হয়েই তাদের বেছে নিতে হয়েছে অবস্থান বিক্ষোভ ! গত কয়েকদিন ধরেই তারা তাদের দাবি নিয়ে অবস্থান করছিলেন .. তবে নিজেদের কাজ করেই তারা প্রত্যেকে পালা করে যোগ দিচ্ছিলেন অবস্থানে , তাই ওনাদের এই অবস্থান বিক্ষোভে ক্ষতিগ্রস্থ হয়নি স্বাস্থ্য পরিষেবা ....
তবে , ওনারা স্পষ্টতই জানিয়ে রেখেছিলেন এবার যদি ওনাদের দাবি না মানা হয় তাহলে কর্মবিরতির পথে যেতেও পিছপা হবেন না !
তাই, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বয়ং দেখা করেন এবং আশ্বাস দেন খুব শিগ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং বৈষম্যের অবসান করবেন ....
নিচে দেওয়া হলো সেই ভিডিও দেখুন -
এখন দেখার স্বাস্থ্য় প্রতিমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিব রাজ্যের নার্সিং স্টাফদের যে আশ্বাস দিয়েছেন তা কতটা কার্যকরী করেন এবং কবে থেকে তার সুফল রাজ্যের নার্স রা পাবেন... এ ব্যাপারে স্বাস্থ্য় দপ্তরে যোগযোগ করা হলে ওনারা জানান - " আমরা ওনাদের দাবিপত্র সংগ্রহ করেছি এবং আমাদের দপ্তর ও অর্থ দপ্তর একসাথে সেগুলি বিবেচনা করে দেখবে তারপর যতটা সম্ভব আমরা চেষ্টা করব ওনাদের দাবিগুলি পূরণ করার , তবে কবে হবে তা এক্ষুনি জানাতে পারবনা ,সেটা যথাসময়ে জেনে যাবেন সবাই ....."
No comments:
Post a Comment