হাতের কাছে যা যা রাখবেন ট্রান্সফার পোর্টালে আবেদন করার আগে দেখে নিন ও তৈরী রাখুন
তাড়াহুড়ো করে ভুল করবেন না
২ রা অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির জন্য আবেদন গ্রহনের কাজ ....স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের পাখির চোখ এখন "উত্সস্রী " !
তবে, পোর্টাল চালু হতেই নানাবিধ সমস্যায় জেরবার হতে হচ্ছে শিক্ষকদের ! অভিযোগ যে , স্কুল চয়েস করতে গেলে যে স্কুল গুলি দেখানো হচ্ছে ,বাস্তবে খোজ নিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো পদ আসলে খালিই নেই !!
এই উত্সস্রী রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উত্সে ( বাড়ির কাছে ) পৌছে দিতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা মাস !!
তবে আপনি যদি রাজ্য সার্কের অধীন স্কুল গুলির শিক্ষক / শিক্ষিকা হন এবং আবেদন করার কথা ভাবছেন তাহলে দেরী না করে এখন থেকেই তৈরী রাখুন সমস্ত ডকুমেন্ট ...আসুন এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ নয়টি ডকুমেন্ট কি কি ??
▶️(1) নিজের সার্ভিস ইউনিক আইডি (৮ ডিজিট) ও প্যান কার্ড নম্বর (10 ডিজিট) রেডি রাখুন।
▶️(2) রেজিস্টার্ড মোবাইল নম্বর(iOSMS) যে নম্বরে ট্রেজারি থেকে স্যালারি মেসেজ আসে , সেই নম্বরটি...
▶️(3) আপনার ইমেল আইডি 📧 ঠিক করে রাখুন। মোবাইলে মেল আইডি খুলে রাখুন।
▶️(4) উৎসশ্রী সাইটটি সেভ করে রাখুন ও লগইন করুন আবেদনের পূর্বে ও আবেদনের সময় ।
▶️(5) সব প্রয়োজনীয় ডকুমেন্ট ২০০ কেবির মধ্যে পিডিএফ তৈরি করে রেডি রাখুন। ডিসটেন্স সার্টিফিকেট এর জন্য গুগল ম্যাপ থেকে প্রিন্ট করে পিডিএফ( 200 KB) করে রাখুন।
▶️(6) ট্রান্সফার আবেদন করার আগে আপনার সাবজেক্ট, সেকশন, কোন জেলার কোন ব্লক ও সাবডিভিশনের স্কুলগুলি সিলেক্ট করবেন বলে মনস্থ করেছেন মোটামুটি ঠিক করে রাখুন। স্কুল VACANCY ড্রপ ডাউনেই পাওয়া যাবে।
প্রাথমিকের ক্ষেত্রে মনস্থির করে রাখুন কোন সার্কেল এ আপনি যেতে চান সেটি এবং তার পার্শবর্তি দুইটি সার্কেল জেনে রাখুন , কারণ - একটি সার্কেল এ যদি শিক্ষক পদ খালি না পাওয়া যায় , তাহলে অন্য সার্কেলে সার্চ করবেন .....
▶️(7) স্কুল সিলেক্ট করার সময় নিশ্চিত ভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অপশন দেবেন।
▶️(8) ডিসটেন্স সার্টিফিকেট এর জন্য গুগল ম্যাপ থেকে প্রিন্ট বের করে স্থানীয় BDO অফিস থেকে আবেদন করে সংগ্রহ করে রাখুন , আবেদন করার সময় সাথে দেবেন গুগল ম্যাপ এর প্রিন্ট / নিজের এপয়েন্টমেন্ট / এড্রেস প্রূফ (আধার/ভোটার ) / কারেন্ট পে স্লিপ ➡
মেডিকেল ডকুমেন্ট BMOH থেকে সংগ্রহ করতে হবে। সেটি ডিআই CMOH কে দিয়ে ভেরিফাই করাবেন।
▶️(9). মেডিকেল গ্রাউন্ড যারা দেখাবেন বলে ভেবেছেন সঠিক মেডিকেল থাকলেই দেবেন, ভুল তথ্য পেশ করবেন না।
________________________________________________________________________________
" উত্সস্রী " ভয়ের নাকি ভরসার ! দোলাচলে শিক্ষক শিক্ষিকারা ! কি বলছেন এই উত্সস্রী সম্পর্কে রাজ্যের শিক্ষক / শিক্ষিকারা - জানতে ক্লিক করুন এখানে
___________________________________________________________________________________
No comments:
Post a Comment