Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 2 August 2021

উত্সস্রী : আবেদনের আগে গুরুত্বপূর্ণ নয়টি ডকুমেন্ট দেখে নিন

 হাতের কাছে যা যা রাখবেন ট্রান্সফার পোর্টালে আবেদন করার আগে দেখে নিন ও তৈরী রাখুন
তাড়াহুড়ো করে ভুল করবেন না 


২ রা অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির জন্য আবেদন  গ্রহনের কাজ ....স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের  শিক্ষক/শিক্ষিকাদের  পাখির চোখ এখন "উত্সস্রী " !

তবে, পোর্টাল চালু হতেই নানাবিধ সমস্যায় জেরবার হতে হচ্ছে শিক্ষকদের ! অভিযোগ যে , স্কুল চয়েস করতে গেলে যে স্কুল গুলি দেখানো হচ্ছে ,বাস্তবে খোজ নিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো পদ আসলে খালিই নেই !!

এই উত্সস্রী রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উত্সে ( বাড়ির কাছে ) পৌছে দিতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা মাস !!

তবে আপনি যদি রাজ্য সার্কের অধীন স্কুল গুলির শিক্ষক / শিক্ষিকা হন এবং আবেদন করার কথা ভাবছেন তাহলে দেরী না করে এখন থেকেই তৈরী রাখুন সমস্ত ডকুমেন্ট ...আসুন এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ নয়টি  ডকুমেন্ট কি কি ??


▶️(1) নিজের সার্ভিস  ইউনিক আইডি (৮ ডিজিট) ও প্যান কার্ড নম্বর (10 ডিজিট) রেডি রাখুন।

▶️(2) রেজিস্টার্ড মোবাইল নম্বর(iOSMS) যে নম্বরে ট্রেজারি থেকে  স্যালারি মেসেজ আসে , সেই নম্বরটি...


▶️(3) আপনার ইমেল আইডি 📧 ঠিক করে রাখুন। মোবাইলে মেল আইডি খুলে রাখুন।

▶️(4) উৎসশ্রী সাইটটি সেভ করে রাখুন ও লগইন করুন আবেদনের পূর্বে ও আবেদনের সময় । 

▶️(5) সব প্রয়োজনীয় ডকুমেন্ট ২০০ কেবির মধ্যে পিডিএফ তৈরি করে রেডি রাখুন। ডিসটেন্স  সার্টিফিকেট এর জন্য গুগল ম্যাপ  থেকে প্রিন্ট করে পিডিএফ( 200 KB) করে রাখুন।

▶️(6) ট্রান্সফার আবেদন করার আগে আপনার সাবজেক্ট, সেকশন, কোন জেলার কোন ব্লক ও সাবডিভিশনের স্কুলগুলি সিলেক্ট করবেন বলে মনস্থ করেছেন মোটামুটি ঠিক করে রাখুন। স্কুল VACANCY ড্রপ ডাউনেই পাওয়া যাবে। 

প্রাথমিকের ক্ষেত্রে মনস্থির করে রাখুন কোন সার্কেল এ আপনি যেতে চান সেটি এবং তার পার্শবর্তি দুইটি সার্কেল জেনে রাখুন , কারণ - একটি সার্কেল এ যদি শিক্ষক পদ খালি না পাওয়া যায় , তাহলে অন্য সার্কেলে সার্চ করবেন .....

DOWNLOAD THE APP NOW
TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


▶️(7) স্কুল সিলেক্ট করার সময় নিশ্চিত ভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অপশন দেবেন। 

▶️(8) ডিসটেন্স সার্টিফিকেট  এর জন্য গুগল ম্যাপ থেকে প্রিন্ট বের করে স্থানীয় BDO অফিস থেকে আবেদন করে সংগ্রহ করে রাখুন , আবেদন করার সময় সাথে দেবেন গুগল ম্যাপ এর প্রিন্ট / নিজের এপয়েন্টমেন্ট / এড্রেস প্রূফ (আধার/ভোটার ) / কারেন্ট  পে স্লিপ  ➡ 

 মেডিকেল  ডকুমেন্ট BMOH থেকে সংগ্রহ করতে হবে। সেটি ডিআই CMOH কে দিয়ে ভেরিফাই  করাবেন। 


▶️(9). মেডিকেল গ্রাউন্ড  যারা দেখাবেন বলে ভেবেছেন সঠিক মেডিকেল থাকলেই দেবেন, ভুল তথ্য পেশ করবেন না। 

________________________________________________________________________________

" উত্সস্রী " ভয়ের নাকি ভরসার ! দোলাচলে শিক্ষক শিক্ষিকারা ! কি বলছেন এই উত্সস্রী সম্পর্কে রাজ্যের শিক্ষক / শিক্ষিকারা - জানতে ক্লিক করুন এখানে 


___________________________________________________________________________________

No comments:

Post a Comment