Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 12 August 2018

অপর্ণা মাহাত ও একটি জীবন যুদ্ধের বাস্তবিক কাহিনি

 সমাজে শিক্ষকদের ভুমিকা বিন্দুমাত্র কমেনি... প্রমান মিলল আবারও 

১১ই অগাস্ট,বড়্গড়িয়া, পুরুলিয়া ঃ কোন কোন ঘটনা সত্যি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে, সমাজটা এখনও বোধহয় শেষ হয়ে যায়নি । শিক্ষকদের ভুমিকা এখনও সমাজে কোন অংশে কমেনি বোধহয় !! চারিদিকে এত হানাহানি মারামারির মধ্যেও  মানুষের বিবেক, মনুষ্যত্ব বিসর্জন হয়নি এখনও বোধহয় !!
আর সেটা প্রমান করে দিল - অপর্ণা আর তাকে কেন্দ্র করে ঘটনা প্রবাহ। নাম অপর্ণা মাহাত। বাড়ি - পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের বড়্গড়িয়া তে।

বর্তমানে অপর্ণা মাহাত পুরুলিয়া জেলার মানবাজার ২ নাম্বার ব্লক এর বড়্গড়িয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ে । কিন্তু, এখন সে ক্লাস রুম ছেড়ে পড়ে আছে কলকাতা পিজি হসপিটাল এ !! সঙ্গে আছে এক জটিল রোগ ।

হ্যাঁ , অপর্ণা এখন ব্রেন টিউমার এ আক্রান্ত বাড়ির অবস্থা নুন আনতে পান্তা ফুরায় !! কি করে সারবে এই জটিল রোগ ! বাবার সঞ্চয় বলতে কিছুই নেই...তিনি ঠিকা  শ্রমিকের  কাজ করেন  এদিকে অস্ত্রোপচার এর জন্য লাগবে নুন্যতম ৩-৪ লক্ষ টাকার মত!!

তাই, বাবা সুনীল মাহাতো ...... হাল ছেড়ে দিয়েছিলেন। দিন গুণছিলেন কেবল, আর কটা দিন ! চোখের কোণ ছল ছল করলেও যে উপায় নেই ......চোখের জল ফেলা মানা  মেয়ের সামনে ! শুধু অস্পস্ট স্বরে একটাই কথা - " ভাগবান তুমি এত নির্দয় কেন !!? ...... মেয়েটা তো জানেই না যে, সে আর বাড়ি ফিরবে না !! "

  এভাবেই আর কয়েকটা দিনের মধ্যেই  হয়ত ফুরিয়ে যেত সে .........! হয়ত ফুরিয়ে যেতো অষ্টম শ্রেণির খাতা থেকে একটা নাম - অপর্ণা মাহাত!!

এমন অবস্থায় এগিয়ে আসেন বরগড়িয়া গ্রামের দুলাল চন্দ্র মাহাত। প্রাথমিক ভাবে দুলাল বাবু সমস্ত কিছু শোনার পর, পরামর্শ নেন নিজের বন্ধুবান্ধবদের । সেই পরামর্শ মত তিনি অপর্ণা'র চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুক এ ছড়িয়ে দেন। দিন কয়েক' এর মধ্যে  সাড়া পান পরিচিত দের কাছ থেকে। সেই ভরসা'তেই আয়োজন হয় অপর্ণা'র অস্ত্রোপচার এর।

কিন্তু, যেহেতু বিশাল অঙ্কের টাকা তাই যোগাযোগ করেন স্থানিয় পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ মাহাত বাবুর সাথে। বিকাশ বাবু ও পার্টি'র তরফ থেকে সাহায্যের আশ্বাস দেন।

এদিকে , অস্ত্রোপচার এর সময় আসন্য ............!! এমন অবস্থায় সাহাজ্য এর জন্য এগিয়ে আসেন সেখানকার প্রাথমিক শিক্ষক'রা......।

মাননীয় বিকাশ বাবুর কথায় - " খবর পাওয়া মাত্র জামতড়িয়া  চক্রের ও মানবাজার 2 নম্বর ব্লকের প্রাথমিক শিক্ষক'রা স্বেচ্ছায় এগিয়ে আসেন সাহাজ্যের জন্য। তড়িঘড়ি আয়োজন করেন আলোচনা এবং সেইমত শুরু হয় টাকা সংগ্রহ । সেদিনই প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে উঠে আসে প্রায় ৩০ হাজার টাকা। আর বাকি শিক্ষক'রা খবর পেয়ে যে যার মত অনলাইনে সরাসরি অপর্ণা'র ব্যাংক আওউন্ট এ পাঠিয়ে দেন টাকা। এভাবেই চলতে থাকে টাকা  সংগ্রহ ।"
প্রসঙ্গত, বিকাশ বাবু ও সেই চক্রের একজন প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক দের পাশাপাশি স্কুল গুলি থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই তবে আরো সাহায্য প্রয়োজন আছে


[[ পড়ুন - কিভাবে তলিয়ে গেল কংক্রিটের আস্ত একটা বাড়ি বাঁকুড়াতে !!  ]]


আশার আলো উদ্ভাসিত হয় মেঘের আড়াল হতে। আশায় বুক বাঁধেন বাবা। সাথে শুরু হয় তোড়জোড়  অপারেশন এর।

দুলাল বাবুর কথায় - অনেকটা টাকা অনলাইন এ উঠে এসেছে । মাঝে মধ্যে বিভিন্ন জন খবর পেয়ে সাহাজ্যের হাত বাড়িয়ে দিচ্ছেন । তবু আরও কিছুটা টাকার প্রয়োজন আছে । আশাকরি সেটাও উঠে আসবে শীঘ্রই।
দুলাল বাবু জানান , ইতি মধ্যে মেয়েটির 2 টি অপারেশন সফল হয়েছে আর আগামী সপ্তাহে ব্রেন টিউমার এর অপারেশন হবে

এখন সবার একটাই চিন্তা - " অপারেশন'টা ভালোই ভালোই মিটুক। তারপর বাকি চিন্তা ।

প্রসঙ্গত, অপর্ণা'র জন্য খোলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট , যদি কোন পাঠক সাহাজ্য পাঠাতে চান নিচে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এ টাকা সরাসরি পাঠাতে পারেন-

Name :                     Aparna Mahato
Village :                   Bargoria,Manbazar, Distrit -                                     Purulia
Account Number :      23738100002454
Bank :                      Bank of Baroda , 
                                 Jamtoria Branch
IFSC:                          BARB0BARGAR

PHONE :                7602717831 (Dulal Mahato)

টাকা পাঠান বা না পাঠান পরিবারের তরফ থেকে একটাই আর্জি - " দয়া করে খবরটি  ছড়িয়ে দিন অন্যের কাছে বা আপনার Facebook এবং WhatsApp এ .........যাতে অন্য সাহাজ্যকারির কাছে পৌঁছে যায় খবরটি। " 



[[ পড়ুন শিক্ষক দিবসের আগে ...... বর্তমান দিনের  সভেয়ে বড় শিক্ষক আন্দোলনের  এর কথা  ]]


আপনার এলাকার খবর জানাতে মেইল করুন - digitalbarta18@gmail.com 
সাথে অবশ্যই ছবি ও আপনার নাম, মোবাইল, ও ঠিকানা পাঠাতে হবে .... 




5 comments:

  1. তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই আশীর্বাদ করি ..

    ReplyDelete
  2. Share this as fast as you can ..

    ReplyDelete
  3. May GOD bless your life......!!!

    ReplyDelete