Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 18 August 2018

ঐতিহ্য আর বিতর্ক সঙ্গে নিয়ে পুরুলিয়ায় এবারও সাড়ম্বরে পূজিত হল মা মনসা

আছে বিতর্ক ! আছে ঐতিহ্য ! আছে আবেগ , আর এই সব সঙ্গে নিয়ে আছে পুরুলিয়াবাসির মা মনসা 

পুরুলিয়ার হাঁস মেলা - মনসা পূজা উপলক্ষ্যে

সবাই বলে পুরুলিয়া হল পিছিয়ে পড়া ! কেও বা বলে আদিবাসির শহর ! কিন্তু যে যাই বলুক পুরুলিয়ার একটা নিজস্বতা আছে যেটা  কক্ষনো অস্বীকার করা যায়  না। পুরুলিয়ার ইতিহাস দেখলে সেই কথাটাই উঠে আসে।

পুরুলিয়ায় আছে  ঝুমুর , টুসু, ভাদু, আছে পার্ল ট্রি এর মত ৫ তারা হোটেল আছে সৈনিক স্কুল, আছে বিজ্ঞান কেন্দ্র। আছে ঐতিহ্য আর আধুনিকতার মেল বন্ধন। 

তাই , বিতর্ক থাকলেও পুরুলিয়া বাসী কিন্তু নিজের আবেগ দিয়েই সেই ঐতিহ্য কে টিকিয়ে  রেখেছে । আর তাই  ৫ টা মনসা পুজা অপেক্ষা পুরুলিয়াবাসির মনসা পূজা আবেগের আর ঐতিহ্যের।

সেই আবেগ পুরুলিয়া না গেলে  বোঝায়  যাবে না! আর যদি যান তাহলে হাড়ে হাড়ে টের পাবেন পুরুলিয়ার মনসা পূজা কি জিনিস ! আর কতটা আবেগের!
এই মনসা পুজাতে পুরুলিয়া শহরে যেন চলে অলিখিত বনধ ! বন্ধ  থাকে দোকানপাট, স্কুল-কলেজ , হাট-বাজার সব কিছুই। গাড়ি-ঘড়াও খুব একটা পাবেন বলে মনে হয় না।

এক কথায় মা মনসা যেন জারি করেছেন ১৪৪ ধারা! আর তা শুধুমাত্র পুরুলিয়া শহর টুকু নয় ! এই একই অবস্থা পুরো পুরুলিয়া জেলা জুড়ে। 

আর ভাবছেন পুরুলিয়াবাসি কি করেন তখন!! ওনারা তখন ব্যাস্ত কোথায় !!? - আরে ওনারা তখন তো হাঁস কেনার চিন্তাই মশগুল! হাঁ। ঠিক ই শুনলেন ......পুরুলিয়ার মনসা পূজা মানেই একপ্রকার হাঁস উৎসবও বলা যায়!

পুরুলিয়াবাসির কথায় - " মোটামুটি দিন সাতেক বা তার আগের থেকেই শুরু হয়ে যায় হাঁস কেনা বেচা। আর তা চরম আকার ধারন করে দিন দুই-তিন আগে। বাজার জুড়ে হাঁসেদের সম্মিলিত ধ্বনিতে আপনার এক অন্যরকম অনুভূতি হওয়া বাধ্য। ঠিক যেন প্রখর বর্ষায় ব্যাং ডাকে ! "


এক হাঁস ব্যবসায়ীর কথায় - " বাবু, এই দিনটার লাগেই ত হাঁস গুলানকে বড় করি। আগে আগে ত সাপ্লাই দিতে লারথি ...এখন বাজার  আগের মতন আর নাই । তবে মা মনসার আসিব্বাদে চলছে।"

আর আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য যখন শুনবেন সেইসব হাঁসেদের দাম ! এক একটা হাঁস এর দাম মোটামুটি ৫০০-১৫০০ হয়ে ২০০০ ও হতে পারে বাজার, সময় আর চাহিদা অনুযায়ী ! আর চাহিদা যে আকাশছোঁয়া তা আর বলার অপেক্ষা রাখে না । সব পুরুলিয়াবাসির লক্ষ তখন একটাই - "হাঁস "
সোশ্যাল  মিডিয়া তে  ভাইরাল ছবি 
কারন  - " মা মনসা কে হাঁস না দিলে নাই ভাল লাগে মনটা " ।

কিন্তু , বিতর্ক এখানেই ......! এই প্রাণীটিকে নিয়েই ভুরি ভুরি অভিযোগ আছে কিছু প্রকৃতি প্রেমি, পশুপ্রেমি ও শিক্ষিত বিদ্বজনের । প্রস্ন - কেন এই নিরীহ প্রানিটিকে প্রান দিতে হবে মা মনসার ভেট  স্বরুপ !?

 যদিও আপামর পুরুলিয়াবাসি এসব নিয়ে ভাবতেই নারাজ। কারন- এটাই তাদের ঐতিহ্য । আর ঐতিহ্য পালন করার জন্য আছে আবেগ। এই দুই নিয়েই এগিয়ে চলেছে শহর পুরুলিয়া।


 লাবন্য প্রভা দেবি থেকে গম্ভির সিং মুরা,  সারাদা প্রাসাদ কিস্কু থেকে সিন্ধুবালা দেবী, দেবেন মাহাত থেকে নিবারান চন্দ্র দাসগুপ্ত এর শহর সর্বোপরি আপনার শহর আমার শহর - 
শহর পুরুলিয়া।


1 comment:

  1. আমার শহর পুরুলিয়া .... I am proud about this .

    ReplyDelete