ট্রেনে তো চেপেছেন ! কিন্তু জানেন কি ট্রেনের ষ্টেশন, জাংশন , টারমিনাল, সেন্ট্রাল এগুলির মধ্যে কি পার্থক্য !!
ভারতীয় রেল ঃ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। যার রেল লাইন বিস্তৃত প্রায় ৯৩০০০ হাজার কিলোমিটার । প্রতিদিন প্রায় ২৪ মিলিওন যাত্রী পরিবহন করে থাকে !
ভারতীয় রেলের পরিষেবা গ্রহন করেন নি এরকম ব্যাক্তি খুঁজে ভারতে পাওয়া মুশকিল !
ভারতীয় রেলের পরিষেবা গ্রহন করেন নি এরকম ব্যাক্তি খুঁজে ভারতে পাওয়া মুশকিল !
আচ্ছা, আপনারা কখনও দুর্গাপুর ষ্টেশন গেছেন ! অথবা ব্যান্ডেল জাংশন ! আচ্ছা , মুম্বাই ই আজমল কাসভ কোথায় যেন গুলি চালিয়েছিল - হ্যাঁ , সিএসটি , ছত্রপতি শিবাজি টারমিনাস এ তাইনা !
দেখুন তো যে নাম গুলো বললাম সেগুলো সবই হল - রেলের সাথে জড়িত অর্থাৎ যাত্রী ওঠায় নামায় ইত্যাদি । কিন্তু তাদের নামের পাশে কোনটাই আছে ষ্টেশন , কোথাও আছে জাংশন তো কোথাও টারমিনাস !!
মনে তো প্রশ্ন আশা স্বাভাবিক এই নামের কি বিশেষ কিছু গুরুত্ব আছে নাকি এমনি এমনি !?
আপনারা কি জানেন ভারতবর্ষে প্রায় ৭২৫০টি রেলওয়ে ষ্টেশন আছে । কিন্তু তাদের সবার নাম ষ্টেশন নয় ! কারো নাম জাংশন , কেও পরিচিত সেন্ট্রাল নামে তো কারো নাম টারমিনাস ! আর বাকিরা আমাদের পরিচিত ষ্টেশন ।তাই, বোঝায় যাচ্ছে যে , সমস্ত রেল ষ্টেশনকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়েছে - ষ্টেশন, জাং শন , সেন্ট্রাল, টারমিনাল । এবার দেখে নেব কেন এই পৃথক নাম !? কেন সবগুলিকেই ষ্টেশন বলা হল না !?
১। প্রথমে আসি টারমিনাল এর কথায় -
ষ্টেশন কে টারমিনাল বলা হয় তখন ,- যখন ট্রেন গুলি কেবলমাত্র সেই ষ্টেশনে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে বেরতে পারে এক্মুখি ভাবে । অর্থাৎ সেখান থেকে আর অন্যদিকে যেতে পারে না। যেদিক দিয়ে প্রবেশ করে সেদিক দিয়েই বেরতে হয় ট্রেন গুলিকে । এক কথায় ধরা যেতে পারে সেখানেই সেই রেল ট্র্যাক টির শেষ। নিচে ভারতবর্ষের কয়েকটি রেল টারমিনাল এর উদাহরন দেওয়া হল -
হাওড়া টারমিনাস
ছত্রপতি শিবাজি টারমিনাস
লোক মান্য তিলক টারমিনাস
বান্দ্রা টারমিনাস ইত্যাদি
২। এবার জানব সেন্ট্রাল কোন ষ্টেশন গুলিকে বলা হয় ?
একটি ষ্টেশন যেটি খুব ব্যাস্ততম, পুরানো এবং সেই শহরের একটি গুরুত্বপূর্ণ ষ্টেশন যেখান দিয়ে প্রচুর যাত্রী ওঠা নামা করেন। পুরো ভারতবর্ষে মাত্র ৫টি সেন্ট্রাল ষ্টেশন আছে ! কি তাদের নাম জানতে চান -
মুম্বাই সেন্ট্রাল
চেন্নাই সেন্ট্রাল
কানপুর সেন্ট্রাল
মাঙ্গালোর সেন্ট্রাল এবং ট্রিবান্দ্রাম সেন্ট্রাল
এরপর তাহলে প্রশ্ন ঘুরছে মাথায় যে জাংশন তাহলে কাকে বলে !? আর ষ্টেশন যেগুলো আমরা বলতে অভ্যস্ত সেগুলিই বা কি !!?
আসুন এবার সেগুলিও জেনে নেব -
৩। জাংশন ঃ
আদ্রা জাংশন , বর্ধমান জাংশন বা ব্যান্ডেল জাংশন নাম শুনেছি সবাই তাইনা ! আজ জানে নেব ষ্টেশন থেকে এরা আলাদা কোথায় !?
যখন কোন ষ্টেশন থেকে আলাদা মিনিমাম ৩ দিকে যাওয়া যাবে অর্থাৎ সেই ষ্টেশন থেকে বিভিন্ন দিকের রুট বেরিয়েছে তখন সেই ষ্টেশন কে বলা হয় জাং শন ! বুঝলেন নিশ্চয় ! আচ্ছা যদি না বুঝেছেন তাহলে একবার আপনার নিকটবর্তী কোন জাং শন এর কথা ভাবুন , তারপর ভেবে দেখুন তো সেই জাংশন দিয়ে বিভিন্ন দিকের লাইন ভাগ হয়েছে কিনা ! অর্থাৎ সেই জাংশন দিয়ে অনান্য বিভিন্ন রুটের ট্রেন পাওয়া যায়।
আর পশ্চিমবঙ্গের কয়েকটি জাংশনের উদাহরন তো আগেই বললাম - বর্ধমান, ব্যান্ডেল বা আদ্রা ইত্যাদি ।
এবার শেষে আমাদের সবার পরিচিত - ষ্টেশন তাহলে কাকে বলে দেখি !?
৪। ষ্টেশন ঃ ষ্টেশন বলতে আর বিশেষ কিছু না ট্রেনের থামার একটা জাইগা , যেখান থেকে যাত্রী বা মালপত্র নামা বা চাপানো যাবে । যেমন- দুর্গাপুর ষ্টেশন, দমদম ষ্টেশন ইত্যাদি ।
কি এবার তো আশা করি একটা ধারনা তৈরি হল ! - এবার নিশ্চয় কোন ট্রেনে চড়ার আগে মনে থাকবে আপনি কোন ষ্টেশনে চাপছেন আর কোন টারমিনালে গিয়ে নামবেন !! আপনাদের যাত্রা শুভ হোক ।
এ ধরনের দৈনন্দিন জীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের ফেসবুক পেজ - DGITAL BARTA
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
No comments:
Post a Comment