"ওদের দাবী আকাশছোঁয়া, তাইতো তাদের মারতে যাওয়া !! " - সশস্ত্র আক্রমন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ওপর!
ডিজিটাল বার্তা' আগেই জানিয়েছিল প্রথমিক শিক্ষকদের PRT স্কেল সম্পর্কে সরকারের মনোভাব কি !?এবং জানিয়ে দেওয়া হয়েছিল যে , এই মুহূর্তে কোনোভাবেই সরকার পক্ষ শিক্ষকদের এই দাবী মানতে নারাজ। আর অন্যদিকে উস্থির ক্রমাগত আন্দোলনের চাপে সরকারের অবস্থা না ধরি না ফেলতে পারি!! কারন- সংগঠন টি মাত্র কয়েক মাসের মধ্যেই নিজেদের দাবীর সপক্ষে রাজ্য রাজনিতিতে সাড়া ফেলেছে। ডান-বাম সকলকেই নিজেদের দাবীর স্বপক্ষে নিয়ে এসেছেন। এমনকি বয়কট হয়েছে বিধানসভা পর্যন্ত ।
উস্থির এই দ্রুত উত্থান অনেকের কাছে চোখের বালি হয়ে দাড়ায় ! প্রথমদিকে উস্থিকে বিশেষ পাত্তা দিতে নারাজ ছিলেন রাজ্যের সরকার । তারপর ঘরোয়া আলোচনায় আসছিল উস্থি । এরপর , আর চুপ থাকতে পারেনি রাজ্যের শাসক দল। তড়িঘড়ি উস্থির পাল্টা হিসেবে নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে নজরুল মঞ্চে খোদ শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের তৃনমূল প্রাথমিক শিক্ষকদের প্রথম সম্মেলনের আওাহান জানান।
কিন্তু, কোথাও কোন ফল না হওয়ায় , ঠিক হয় কিভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়া যায় !! সে কথা আগেই ডিজিটাল বার্তা তে প্রকাশ করা হয়েছিল - " সরকার পক্ষ এখন দেখার অপেক্ষায় যে , আন্দোলন কতদিন টিকে থাকে !"
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
আর তাই, আন্দোলন থামাতে এবার একেবারে নির্লজ্জ পদক্ষেপ নেওয়া হল স্থানীয় ভাবে। সমাজ বিশেষজ্ঞ দের মতে এটা - " কোন আন্দোলনকে থামানোর একেবারে অন্তিম পর্যায়। কারন- পাল্টা সভা সমাবেশ, ধমক চমক, চাকুরিগত হুমকিতে যখন কাজ হয়নি তখন জানায় ছিল শেষ পর্যায়ে নামবে এই আন্দোলন থামানোর কৌশল!! তবে শিক্ষকদের এই অরাজনৈতিক আন্দোলন থামাতে যে এই ঘৃণ্য ও চূড়ান্ত নোংরামির পথ কেও বেছে নিতে পারেন টা একেবারেই ভাবার বাইরে ছিল !!"
তবে প্রাথমিক শিক্ষকদের উপর এই সসস্ত্র হামলার প্রতিবাদ জানিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যেই ঐক্যবন্ধ আন্দোলেনে পা মেলালেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষক৷ রবিবার ছুটির দিনে কলকাতা শহরের রাজপথের দখল নিলেন প্রাথমিক শিক্ষকেরা । শনিবার প্রাথমিক শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ শিয়ালদহ থেকে রাজা সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন বা UUPTWA৷ প্রায় হাজারখানিক প্রাথমিক শিক্ষক মিছিলে অংশ নিয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানান৷ প্রতিবাদ মিছিল থেকে সরকার পরিবর্তনেরও ডাক দেওয়া হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷
আর একটি আরাজনইতিক সংগঠনের তরফে রাজধানীর বুকে মাত্র ২৪ ঘন্টার ব্যাবধানে ধিক্কার মিছিল করে দেখান মুখের কথা নয়। তাই, বিশেষজ্ঞদের মতে , এই পর্যায়ে এসে আন্দোলন হয় ভেঙ্গে যাওয়ার দিকে এগোয় নাহয় অন্যকে ভাঙ্গার দিকে এগোয় ! আজকের মিছিলে পা মেলান শিক্ষক শিক্ষিকাদের মনোভাব দেখে তো মনে হচ্ছে ওনারা দ্বিতীয় পথেই এগোচ্ছেন । এবার সময় প্রমান দেবে বাকিটা।
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
No comments:
Post a Comment