পৃথিবীর উচ্চতম স্ট্যাচু আমরা দেখেছি কিন্তু জানেন কি পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ'ও কিন্তু ভারতে
পৃথিবীর সবচেয়ে উচু স্ট্যচু আমরা সবাই দেখলাম সদ্য । যা নিয়ে বিতর্কও কম হয়নি ! তবে আজকের এই খবরে বিতর্কের কোন অবকাশ নেই বরং ভারতীয় হিসেবে গর্বের নিঃসন্দেহে ।
এটাকে একটা বিরল সাফল্য উল্লেখ করে NFR ( North-East Frontier railway ) এর একজন মুখপাত্র জানালেন যে, এই রেলওয়ে ব্রিজ, ১১১ কিলোমিটার লম্বা জিরিবাম-টুপুল-ইম্ফল রেলওয়ের একটি অংশ। দুর্গম এই রেলওয়ে প্রোজেক্টে রয়েছে ৪৫ টি টানেল ! আর সবচেয়ে লম্বা টানেল ১০.২৮ কিমি দীর্ঘ! এটাও নর্থ ইস্ট এর সবচেয়ে লম্বা টানেল ।
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
আর যে ব্রিজটির কথা বলা হচ্ছে সেটি ৭০৩ মিটার দীর্ঘ । এটি ১০০ মিটার লম্বা লম্বা পিলারের সাহাজ্যে তৈরি হচ্ছে । সম্পূর্ণ হলে এটি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে ব্রিজ ।
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
No comments:
Post a Comment