Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Wednesday, 12 December 2018

পৃথিবীর উচ্চতম স্ট্যাচু আমরা দেখেছি কিন্তু জানেন কি পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ ও কিন্তু ভারতে

পৃথিবীর উচ্চতম স্ট্যাচু আমরা দেখেছি কিন্তু জানেন কি পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ'ও কিন্তু ভারতে 


পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ এখন ভারতের 


পৃথিবীর সবচেয়ে উচু স্ট্যচু আমরা সবাই দেখলাম সদ্য । যা নিয়ে বিতর্কও কম হয়নি ! তবে আজকের এই খবরে বিতর্কের কোন অবকাশ নেই বরং ভারতীয় হিসেবে গর্বের নিঃসন্দেহে ।

পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ কিন্তু আমাদের ভারতবর্ষের বুকেই হতে চলেছে জানেন কি আপনি !? হ্যাঁ, আমাদের উত্তরপূর্বের পাহাড়ি অঞ্চলে সেই রেল ব্রিজের কাজ শুরু হয়েছে । যা তৈরি করার দায়িত্বে রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে । মনিপুরে তৈরি হচ্ছে এই Noney ব্রিজ ।



এটাকে একটা বিরল সাফল্য উল্লেখ করে NFR ( North-East Frontier railway ) এর  একজন মুখপাত্র জানালেন যে, এই রেলওয়ে ব্রিজ,  ১১১ কিলোমিটার লম্বা জিরিবাম-টুপুল-ইম্ফল রেলওয়ের একটি অংশ। দুর্গম এই রেলওয়ে প্রোজেক্টে রয়েছে ৪৫ টি টানেল ! আর সবচেয়ে লম্বা টানেল ১০.২৮ কিমি দীর্ঘ! এটাও নর্থ ইস্ট এর সবচেয়ে লম্বা টানেল ।


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

আর যে ব্রিজটির কথা বলা হচ্ছে সেটি ৭০৩ মিটার দীর্ঘ । এটি ১০০ মিটার লম্বা লম্বা পিলারের সাহাজ্যে তৈরি হচ্ছে । সম্পূর্ণ হলে এটি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে ব্রিজ । 



এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

No comments:

Post a Comment