চূড়ান্ত হতাশ রাজ্যের সরকারী কর্মচারীবৃন্দ - আজকেও হলনা মহার্ঘ্য ভাতার শুনানি
আজ রাজ্য সরকারের করা পিটিশনের শুনানি হল না কোলকাতা উচ্চ আদালতে । প্রসঙ্গত, জানিয়ে রাখি , রাজ্য সরকারী কর্মীরা কেন্দ্রের তুলনায় প্রায় ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা কম পাচ্ছেন এবং সাথে পিছিয়ে আছেন পে-কমিশনের নিরিখে। তাই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে।
এদিকে কর্মীদের করা মহার্ঘ্য ভাতা সংক্রান্ত কেস, যেটি উচ্চ আদালত পাঠিয়েছিল স্যাট'এ নিস্পত্তির জন্য সেটির চূড়ান্ত রায় দান হতে পারে আগামী ১৯ ই ডিসেম্বর । তবে তার আগে রাজ্য সরকার উচ্চ আদালতে পুনরায় রিভিউ পিটিশন দাখিল করে যার শুনানি আজ ছিল ।
" রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন ডিফেক্টিভ থাকার কারনে কোর্ট গ্রহন করেন নি এবং আগামী ১৪ই ডিসেম্বর পুনরায় জমা দিতে বলা হয়েছে ।
তারপর বিচারপতিরা তা শুনবেন আগামী ১৮ই ডিসেম্বর "
আবার এদিকে ১৯ ই ডিসেম্বর এর মধ্যে স্যাট'কে মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলার রায়দান করবে বলে জানা যাচ্ছিলো। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্য সরকারী কর্মীদের মধ্যে কিছুটা হতাশার ছায়া ! কারন- যেভাবে একের পর এক ডেট বেড়েই চলেছে তাতে স্বাভাবিক ভাবেই কিছুটা নিরাশ রাজ্য সরকারী কর্মচারী মহল।
যাই হোক এখন সবাই তাকিয়ে ১৮ ই ডিসেম্বর কি হয় তার দিকে নাকি আরও কোন নতুন ডেট পাওয়া যাবে সেদিন !!
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
লাইক করে সঙ্গে থাকুন - রায়দান যাই হোক আমরা সরাসরি জানাব কোর্ট থেকে .........🙏
এই সম্পর্কে আরও যাবতীয় খবরের জন্য লাইক করে সঙ্গে থাকুন আপনাদের পেজ ------------>
No comments:
Post a Comment