"প্রাথমিকে সারপ্লাস ট্রান্সফার এর নামে যা হল তা এক প্রকার প্রহসন " - প্রাথমিক শিক্ষক
সরকারী নির্দেশমতো রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে শুরু হয়েছে সারপ্লাস ট্রান্সফার । তড়িঘড়ি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রয়োজনের তুলনায় বেশী আছে সেখান থেকে তাদের অন্যত্র সরানো হবে এবং ৫ই ফেব্রিয়ারির মধ্যে শিক্ষকদের নতুন স্কুলে কাজে যোগদান করতে হবে ।
সেই মত রাজ্যের ৮টি জেলায় কাজ শুরু হয় । প্রায় তিন হাজার শিক্ষক এর আওতায় পড়ছেন। দূর দুরান্তের অনেক শিক্ষক শিক্ষিকা এতে অল্প হলেও আশার আলো দেখছিলেন যদি একটু বাড়ীর কাছাকাছি যেতে পারা যায় ! তাই, বলাই বাহুল্য এই সারপ্লাস ট্রান্সফার নিয়ে শিক্ষক শিক্ষিকাদের আগ্রহ ছিল। কিন্তু , প্রত্যেকেই আকাশ থেকে পড়েন যখন জেলায় জেলায় সেই সারপ্লাস ট্রান্সফার এর তালিকা প্রকাশিত হয় !
সেখানে দেখা যাচ্ছে সেই সারপ্লাস ট্র্যান্সফারের না আছে কোন নিয়ম নিতি না আছে কোন ভিত্তি! কোথাও দেখা যাচ্ছে সারপ্লাস যারা তারা যেমন ছিলেন তেমনই আছেন তো কোথাও দেখা যাচ্ছে কোন স্কুল শিক্ষকের দূরত্ব আরও বহুগুন বেড়ে গেছে ! যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকেরা ।
প্রাথমিক শিক্ষকদের কথায় - ' কিছু তো একটা মিনিমাম নিয়ম নীতি অনুসরন করে করা প্রয়োজন এই সারপ্লাস ট্রান্সফার ! যাকে যেদিক ইচ্ছে ছুঁড়ে দেওয়াকে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট বলে না !
জেলার ডি আই স্যার দের সাথে যোগাযোগ করলে ওনারা এক কথা বলেই খালাস - " কারো কিছু করার নেই যা হওয়ার ওপর থেকেই হয়েছে এবং সারপ্লাস ধরেই করা হয়েছে "
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
আর কয়েকটি জেলায় আগামিকালের মধ্যে সেই কাজ সম্পন্ন হতে চলেছে । এমতবস্থায় , কিছু কিছু শিক্ষক কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন , ওনাদের বক্ত্যব্য - সম্পূর্ণ এক তরফা ভাবে এভাবে যাকে যেখানে খুশী পাঠিয়ে দিতে পারেন না, আমরা প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে সামনে র্যাঙ্ক করে নিজের পছন্দমত স্কুল বেছে নিয়েছিলাম । যদি সেই স্কুলে শিক্ষক প্রয়োজন না থাকে তাহলে কউন্সেল্লিং এর সময় সেই স্কুল কেন ছিল তালিকা'তে !? এ কার দোষ !?
ঘটনা যায় হোক এ নিয়ে কিন্তু শাসক দলের মধ্যেও চাপা অসন্তোষ রয়েছে। এখন দেখা যাক আগামিদিনে সরকার কি পদক্ষেপ নিতে চলেছে এই সব অভিযোগের !
আবার, প্রাথমিকের এই প্রক্রিয়া শেষ হলে রাজ্যের আপার প্রাইমারি গুলিতেও শুরু হবে এই সারপ্লাস ট্রান্সফার ।
এই জাতীয় খবরের আপডেট সরাসরি আপনাদের ফেসবুকে পেতে লাইক করুন ফেসবুক পেজ - DIGITAL BARTA
No comments:
Post a Comment