Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 7 February 2019

‘‘আমরা আল্লার প্রার্থনা করি। বন্দেমাতরম মানে ভারতের বন্দনা বা পুজো করা। যা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী। সংবিধানের উচিত নয় এই গান গাওয়া বাধ্যতামূলক করা।’’

‘‘আমরা আল্লার প্রার্থনা করি। বন্দেমাতরম মানে ভারতের বন্দনা বা পুজো করা। যা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী। সংবিধানের উচিত নয় এই গান গাওয়া বাধ্যতামূলক করা।’’- বিহারের শিক্ষক 
বিহারের সেই শিক্ষক ,  ছবি - সোশ্যাল সাইটের সৌজন্যে 

প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে ‘জন গণ মন’, ‘বন্দেমাতরম’ এই দেশাত্মবোধক গান গাওয়া হয়ে থাকে। ছাত্র ছাত্রীদের সঙ্গে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও গলা মেলান। কিন্তু বিহারের কাটিহার জেলার একটি প্রাথমিক স্কুলে এ বারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাইতে অস্বীকার করলেন সেই স্কুলের শিক্ষক আফজল হুসেন।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পরেই এই ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই স্কুলে। সেই সময় সেখানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় মানুষজন তাঁকে মারধর করে বলে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক।
‘বন্দেমাতরম’ না গাওয়া নিয়ে নিজের যুক্তিও দিয়েছেন অভিযুক্ত শিক্ষক আফজল। তিনি বলেছেন, ‘‘আমরা আল্লার প্রার্থনা করি। বন্দেমাতরম মানে ভারতের বন্দনা বা পুজো করা। যা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী। সংবিধানের উচিত নয় এই গান গাওয়া বাধ্যতামূলক করা।’’
এই ঘটনার পরই বিতর্ক ছড়িয়ে সারা বিহার জুড়ে। বিহারের শিক্ষামন্ত্রী দীনেশচন্দ্র দেব বলেছেন, ‘‘এ রকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সঙ্গীতের অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’’

No comments:

Post a Comment