Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Tuesday, 5 March 2019

দিল্লি কি পারবে বাংলার শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার কোন সুরাহা করতে ! - অপেক্ষা মাত্র আর কয়েক ঘণ্টার

দিল্লি কি পারবে বাংলার শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার কোন সুরাহা করতে !UUPTWA DELHI AGITATION


পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের বেতন বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সংগঠিত হয়েছে বিক্ষোভ আন্দোলন আর  বিগত এক বছরে তা ক্রমশ প্রবেশ করেছে  রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শিরায় শিরায়।
রাজপথে নিজেদের দাবীর স্বপক্ষে পা মিলিয়েছেন একত্রে । শাসককুলের শাসানি ও রক্তচক্ষু উপেক্ষা করে স্থির থেকেছেন নিজেদের সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে। এমনকি কারাগারের অন্তরাল থেকেও ঠিকরে বেরিয়েছে প্রত্যয় ও প্রতিজ্ঞা । 

তবে, এবার সেই প্রত্যয় ও প্রতিজ্ঞা দেখবে দিল্লি বাসী । রাজ্য সরকারকে বারংবার সামনা সামনি বসার আওহান জানিয়েও কোন লাভ হয়নি ! রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুটা চোর পুলিশ খেলতেই ভালবেসেছেন আন্দোলনকারীদের সাথে! 
কারন - "মিডিয়ার সামনে উনি বলেন রাস্তায় না নেমে ওনার সাথে বসার পরামর্শ দেন আর ওনার সামনে বসতে গেলে উনি থাকেন না "! 
এমন অবস্থায় রাজ্য থেকে জাতীয় স্তরে না গিয়ে আর উপাই ছিল না যে - এমনটাই জানা গেলো আন্দোলনকারীদের সাথে কথা বলে । 

কিন্তু, প্রশ্ন একটাই ! দিল্লি কি পারবে !? 
দিল্লি কি পারবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বঞ্চনার অবসান ঘটাতে কোন সদর্থক ভুমিকা নিতে !?

প্রসঙ্গত, উস্থি উনাইটেডের পক্ষ থেকে সম্পাদিকা পৃথা বিশ্বাস এর কথায় - " আগামিকাল দিল্লির জন্তর মন্তরে একদিনের অনশন ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ও তার সাথে দেখা করা হবে সংশ্লিষ্ট মন্ত্রকের  বিভাগীয় অধিকর্তা ও মন্ত্রীবর্গের সাথে এবং জাতীয় স্তরে তুলে ধরা হবে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার কথা। "
-
-------------------------------------------------------------------------------------------------------------------------

 এ জাতীয় খবরের যেকোনো আপডেট সরাসরি আপনার ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের ফেসবুক পেজ - ডিজিটাল বার্তা 

No comments:

Post a Comment