Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 4 March 2019

আজব কমিশনের গাজব ফলাফলে হতবাক নেটিজেন থেকে সিটিজেন প্রত্যেকেই ! - প্রসঙ্গ রাজ্যের উচ্চপ্রাথমিক

আজব কমিশনের গাজব ফলাফলে হতবাক নেটিজেন থেকে সিটিজেন প্রত্যেকেই !
উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের ফলাফল
" হয় আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না , নাহয় আপনি কল পাননি ! "


ফলাফল যে এরকমও হতে পারে তা এর আগে বোধহয় জানা ছিলনা পশ্চিমবঙ্গবাসীর ! তাও আবার সেটা যখন শিক্ষক নিয়োগের পরীক্ষা !

সোজা কথা, হয় আপনি পাস করেছেন অথবা আপনি ফেল ! কিন্তু , আপনার রেজাল্টে যদি উল্লেখ থাকে - " আপনি পাস ও ফেলের মধ্যবর্তী কোন এক পর্যায়ে আছেন " ! তাহলে এর অর্থ উদ্ধার করতে ভিরমি খাবেন শহরের তাবড় তাবড় ব্যাকরণবিদও ! আর ঠিক এমনই এক ভূতুড়ে ফলাফলের সাক্ষী থাকল রাজ্যের হাজার হাজার  বেকার শিক্ষিত চাকরি প্রার্থী । আর সেই কৃতিত্বের দাবিদার  - পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন !

এমনিতেই রাজ্যের সরকারী চাকরীর পরিস্থিতি বেহাল ! গত এক দশকে নিয়োগ প্রায় নেই বললেই চলে ! রাজ্যের শতকরা ৮০ ভাগ চাকরি প্রার্থীদের কাছে আশার একমাত্র আলো শিবরাত্রির সলতের মতো টিম টিম করে জ্বলতে থাকা এই স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই কমিশনও যদি রাজ্যের শিক্ষিত বেকারদের সাথে এমন মস্করা করে তাহলে বলাই বাহুল্য ! 

প্রসঙ্গত, রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিসন ২০১৬ সালে। শেষমেশ ২-৩ টি বসন্ত পেরিয়ে প্রকাশ হয় তার প্রথম ধাপের  ফলাফল ,যার নিয়োগ এখনও সম্পন্ন হয়নি !
--------------------------------------------------------------------------------------------------------------------------
 এ জাতীয় খবরের যেকোনো আপডেট সরাসরি আপনার ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের ফেসবুক পেজ - ডিজিটাল বার্তা 

এরপর কাশ্মিরে অনেক গোলাগুলি পেরিয়ে সেই উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয় । আশায় বুক বাঁধে রাজ্যের চাকরি প্রার্থীরা । কিন্তু বাস্তবে যা দেখা গেলো তাতে শুধু আশাভঙ্গই  হলনা গ্রাস করল একরাশ হতাসাও ! 

রেজাল্টের যে লিঙ্ক দেওয়া হয়েছে তাতে নিজেদের এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দেওয়ার পর রেজাল্ট আসছে " হয় আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না , নাহয় আপনি কল পাননি ! " যা দেখে রীতিমত তাজ্জব সকলেই । রেজাল্ট কি এরকমও হতে পারে ! 

রেজাল্টের মধ্যে ধরা পড়ছে অসংখ্য অসঙ্গতি ! প্রথমত, স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট হল - www.westbengalssc.com  আর রেজাল্ট প্রকাশ যেখানে হয়েছে তার ওয়েবসাইট - www.wbssc.net
দ্বিতীয়ত, রেজাল্ট দেখার জন্য এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দেওয়ার পর রেজাল্ট আসছে - " হয় আপনি ডাক পাননি নাহয় আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না " !

তৃতীয়ত, যে রেজাল্ট আসছে তাতে কোথাও পরীক্ষার্থীর নাম বা রোল নাম্বার বা ছবি বা  অন্য কোনপ্রকার কোন তথ্য আসছে না যা দেখে বোঝা যাবে যে এটা সেই নির্দিষ্ট পরীক্ষার্থীর ফলাফল।

চতুর্থত, কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি রেজাল্ট সম্পর্কিত কোন তথ্য ! অর্থাৎ, কোন কোন বিষয়ে কতজন ডাক পেলেন দ্বিতীয় পর্যায়ে , কোন বিষয়ের কাট অফ নাম্বার কত , বা ফলাফলের কোন পিডিএফ তালিকা ! পুরোটাই যেন এক গোপন কাগজে মুড়ে রাখতে চাইছে কমিশন ! কিন্তু কেন !? 

একজন পরীক্ষার্থীর অধিকারের মধ্যে পড়ে সেই পরিক্ষায় কে কে পাস করল তার তালিকা দেখা , ফলাফলের কাট অফ নাম্বার জানা তথা একটি নির্দিষ্ট ফলাফল - " পাস/ফেল " ( হয় পাস করেননি নচেৎ আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বর্তমান একবিংশ শতাব্দীর সেরা মস্করা হতে পারে রেজাল্ট হতে পারে না !  আর তথ্য যদি খুঁজে পাওয়া না যায় তার দায়ও কমিশন কোনমতেই এড়াতে পারে না । সেক্ষেত্রেও তার জবাবদিহি করতে হবে কমিশনকে 

শুধু তাই নয় , আপনি আপনার এপ্লিকেশন আইডি এর পরিবর্তে সাপ , ব্যাং , ভুত আর জন্ম তারিখের পরিবর্তে হ য ব র ল যা খুশী বসান সব এক্সেপ্ট করে নেবে সার্ভার ! আর ফলাফল দেখাবে একই ! 

তাই, এই ফলাফলকে সর্ষের মধ্যে ভুত হিসেবেই দেখছেন চাকরী প্রার্থীরা ! মিনিমাম তথ্যটুকু রাখা হয়নি এই ফলাফলে । এরই মধ্যে সোশ্যাল মিডিয়া তে ঘোরা ফেরা করছে বেশ কিছু "পাস" করা প্রার্থীর বিস্তারিত তথ্য- যাতে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশী নাম্বার পাওয়া প্রার্থীরা ডাক পাননি !! 

তাই, এই ফলাফল দেখে রীতিমত হতাশ রাজ্যের চাকরি প্রার্থীরা । এমনকি , প্রথম ধাপে ডাক পাওয়া প্রার্থীরাও কিছুটা শঙ্কায় ও বিরক্তিতে কারন - এই ভূতুড়ে রেজাল্ট এর পর কোন প্রার্থী যদি কেস করেন ও পুরো নিয়োগ যদি আটকে যায় আবার ! 

যদিও কমিশনের তরফ থেকে এ ব্যাপারে কোন উচ্চ বাচ্য নেই । এক আশ্চর্য রকম নিরবতা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কমিশনের ছোট, বড় মেজ প্রত্যেকেই । 

1 comment:

  1. If nothing is not entered,yet the result comes "entered details does not match or you are not called......."
    How it's possible ????

    ReplyDelete