ক্রেতার কাছ থেকে কাগজের ক্যারিব্যাগের জন্য ৩ টাকা ছেয়েছিল "বাটা", দেখুন ফলাফল কি হল বাটা'র !!
আপনিও নিশ্চয় এরকম ঘটনার মধ্য দিয়ে পেরিয়েছেন তাহলে পুরোটা পড়ুন ও পরিচিতদের মধ্যে শেয়ার করে নিন
আগেকারদিন ছিল আলাদা । বাজার করতে হবে ? জাস্ট টাকা নিয়ে বেরিয়ে পড়লেই হত। আর প্রতিদিন বাড়ীতে জমা হত গুচ্ছের প্লাস্টিকের ক্যারিব্যাগ ! কিন্তু , এখন দিন পাল্টেছে, মানুষ পাল্টেছ্ পাল্টেছে পরিবেশ আর তার সাথে পরিবেশকে রক্ষা করার জন্য পাল্টেছে পরিবেশ সংক্রান্ত কিছু নিয়ম কানুন , বন্ধ হয়েছে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যাবহার ।
সারা দেশেই নিষিদ্ধ হয়েছে সেই ক্যারিব্যাগ । অগত্যা, নিজেদেরই বাড়ি থেকে নিয়ে যেতে হয় বাজার করার থলি বা অন্য কিছু। তবে সমস্যা কি হয়না !? নিশ্চয় মাঝে মধ্যে আমরা প্রত্যেকেই সমস্যায় পড়েছি দুই একবার, যখন হুট করে কিছু কিনতে হয়।
তখন বেসিরভাগ দোকানদার কি করে !?
প্রায় অধিকাংশ দোকানদার একটা প্লাস্টিক বা কাগজের ব্যাগ দেওয়ার জন্য ২-৩ টাকা এক্সট্রা নেয় আমাদের কাছ থেকে তাইনা !?
ঠিক এমনটাই চেয়েছিল জুতোর কোম্পানি "বাটা "ও .........! আর তারপর কি হল ? তাহলে পড়ুন -
বাটা তার এক ক্রেতার কাছ থেকে ৩ টাকা চেয়েছিল একটা পেপার ক্যরিব্যাগ দেওয়ার জন্য , যেহেতু প্লাস্টিক নিষিদ্ধ তাই ! ক্রেতা তা দিতে অস্বীকার করেন। ক্রেতার মতে সেই প্লাস্টিকের জন্য মুল্য দোকানদারকেই বহন করতে হবে। ক্রেতার আরও অভিযোগ - পরিবেশ রক্ষার নামে এভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারে না কোন দোকানদার ! ক্রেতা কেন বহন করবে সেই খরচ !?
চন্ডিগড়ের ক্রেতা , দীনেশ প্রসাদ আরও জানান, - যেহেতু কোম্পানির দেওয়া কাগজের ব্যাগের মধ্যে "বাটা" নাম লেখা আছে তাই, এটা আসলে বাটা' র একপ্রকার বিজ্ঞ্যাপন আমরা বহন করছি এটা পরিবেশ রক্ষার নাম করে তো নিজেদের বিজ্ঞ্যাপন হচ্ছে!
চন্ডিগড়ের ক্রেতা , দীনেশ প্রসাদ আরও জানান, - যেহেতু কোম্পানির দেওয়া কাগজের ব্যাগের মধ্যে "বাটা" নাম লেখা আছে তাই, এটা আসলে বাটা' র একপ্রকার বিজ্ঞ্যাপন আমরা বহন করছি এটা পরিবেশ রক্ষার নাম করে তো নিজেদের বিজ্ঞ্যাপন হচ্ছে!
শেষমেশ, সমস্যা গড়াই ক্রেতা সুরক্ষা দপ্তর পর্যন্ত ! আর সেখানে বাটা' কে ফাইন করা হয়েছে ৩ হাজার গুন টাকা । অর্থাৎ, ৩ টাকা ক্রেতার থেকে চাওয়ার জন্য বাটা' কে ৯০০০/- টাকা ফাইন দিতে হল।
৯০০০/ টাকার মধ্যে ৩০০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে, ১০০০/ টাকা ক্রেতা সুরক্ষায় কেস করার খরচ হিসেবে আর ৫০০০/ টাকা ক্রেতা সুরক্ষা সাহাজ্যের জন্য জমা করতে বলা হয়েছে।
চন্ডিগড়ের ক্রেতা সুরক্ষা আদালতের তরফে বাটা ইন্ডিয়া কে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আর কোন ক্রেতার কাছ থেকেই এরকম এক্সট্রা টাকা না নেন কাগজের ক্যরিব্যাগ দেওয়ার জন্য।
বাটা' র তরফে এ ব্যাপারে কিছু বলতে চাইনি কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের রায় হাঁতে পেলে তা নিশ্চয় পালন করা হবে ।
আর ক্রেতার বক্তব্য - আমরা প্রত্যেকেই এই সব সমস্যায় মাঝে মধ্যে পড়ি । কিন্তু, আমাদের মধ্যে সচেতনতার অভাব এর জন্য অনেকটাই দায়ী। আমরা ২-৩ টাকা ছোট খাট ব্যাপার বলে এড়িয়ে যায় আর সমস্যা বাড়তে থাকে।
--------------------------------------------------------------------------------------------------------------------------
আপনাদের জন্য আজকের প্রশ্ন - ভারতবর্ষে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
সঠিক উত্তরদাতা ( একাধিক উত্তরদাতা সঠিক হলে লটারি করে বাছা হবে ) পেতে পারেন একটি বিশেষ গিফট।
শর্ত ঃ বিশেষ কিছু শর্ত নেই, শুধু মাত্র লাইক করুন আমাদের ফেসবুক পেজ "ডিজিটাল বার্তা" আর উত্তর দিন ফেসবুক পেজের কমেন্টে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।
-------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
No comments:
Post a Comment