Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Tuesday, 7 May 2019

ছুটি - ছুটি বিতর্ক ! শিক্ষক সংগঠনের অতি সক্রিয়তা নাকি বিভ্রান্তিকর সরকারী নির্দেশ ! বিতর্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না শিক্ষকরা !

এবার ছুটিতে ,"ছুটি- ছুটি" বিতর্ক !!
দেখেনিন বিজ্ঞপ্তি কি বলে, সরকার কি বলছে আর শিক্ষকেরা কি চান !  


পশ্চিমবঙ্গ রাজ্য সারকারি , আধা সরকারী এবং সরকারী  সাহায্প্রাপ্ত  স্কুল গুলিতে তিমধ্যেই সরকার ছুটির নোটিশ জারী করে জানিয়ে দিয়েছে যে, পুনরায় কোন নোটিশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলি আগামী ২৯ শে জুন পর্যন্ত ছুটি থাকবে শুরু হয় বিতর্ক ! অবশ্য বিতর্ক শিক্ষকদের মধ্যেই । শিক্ষকদের একাংশের মতে এই ছুটি কোনমতেই প্রয়োজন ছিল না এমনকি সরকারকে এক হাত নিতেও পিছপা নন তারা । পরিস্কার জানিয়ে দিয়েছেন এর বিরুদ্ধে প্রয়োজন হলে গন আন্দোলনে যাবেন । কারন - হিসেবে ওনারা জানান যে, রাজ্যে এই মুহূর্তে ছুটির বিন্দুমাত্র পরিবেশ ছিল না । আর এমনিতেও এত ছুটি দিলে ছাত্রছাত্রীদের পাঠ্যসূচী কিভাবে শেষ হবে তাই নিয়ে চিন্তিত।


  • তবে, শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ হলে উনি নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ  বিতর্কের অবসান ঘটাতে জানান যে, এই ছুটি তিন ধাপে কার্যকরী হবে । অর্থাৎ, ৩/০৫/২০১৯ - ০৪/০৫/২০১৯ ছুটি থাকবে ঘূর্ণিঝড়  ফনি এর জন্য , এবং তারপর ১৭/০৫/২০১৯ পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির জন্য স্কুল বন্ধ থাকবে আর তারপর ১৮/০৫/২০১৯ থেকে এমনিতেই রাজ্যের বিদ্যালয় গুলিতে গ্রীষ্মকালীন ছুটি থাকতো, এরপরের ছুটি' টা অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর থেকে আগামী ২৯/০৫/২০১৯ পর্যন্ত যে ছুটি সেটা রাজ্যের তাপমাত্রার কথা মাথায় রেখে পুনরায় বিবেচনা করে দেখা হবে এবং সেটা ছুটির নোটিশেও পরিস্কার ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে । মন্ত্রির মতে,  তাহলে আর এত বিতর্কই বা কিসের ! 


তবে মন্ত্রী যাই বলুন, শিক্ষকদের  নিজেদের মধ্যে বিতর্ক আব্যাহত ! কোথাও বিতর্ক শিক্ষক- শিক্ষিকাদের  স্কুলে আসতে হবে কিনা ! কোথাও বিতর্ক ছুটি দেওয়া উচিৎ হয়েছে কিনা ! 
এমন অবস্থায়, শিক্ষকদের কিছু কিছু সংগঠন এক ধাপ এগিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন ছুটির বিরুদ্ধে এবং শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছেন। যদিও শিক্ষকদের একাংশ এই আন্দোলন বা ডেপুটেশন ভালো চোখে দেখছেন না ! 

আবার এই ভেদাভেদ প্রকট হয়েছে , ঘূর্ণিঝড় পেরিয়ে তাপমাত্রা আরও তেজী হওয়ার জন্য। অঞ্চল ভেদে আবার মতামত ভিন্ন - যেমন, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা এমনিতেই রাজ্যের যেকোনো স্থানের চেয়ে বেশী থাকে তাই, শিক্ষকেরা এবং অভিভাবকরাও এই ছুটির পক্ষেই । কারন - বাঁকুড়া ,পুরুলিয়া বা বর্ধমান জেলার তাপমাত্রা এমনিতেই লাগামছাড়া হয়ে উঠে ।

তবে, হটাত কিছু কিছু শিক্ষক সংগঠন ছুটির বিরুদ্ধে এত সক্রিয় হয়ে উঠলেন কেন , সে প্রশ্ন ভাবাচ্ছে অবশ্যই। কারন সরকার তার বিজ্ঞপ্তিতেই জানিয়ে রেখেছেন পরিস্থিতি অনুযায়ী ছুটির নির্দেশিকা পরিবর্তন করা হতে পারে যেকোনো সময়।

পরিস্থিতি যাইহোক দেখা যাক , আন্দোলনের জেরে ছুটির কোন দিনক্ষণ পরিবর্তন হয় নাকি ছুটি তার  তার পূর্ব পরিকল্পনা মত চলতে থাকে ।



এই জাতীয় তথ্যের যাবতীয় আপডেট আপনাদের ফেসবুকে পেতে  লাইক করুন আপনাদের ফেসবুক পেজ ডিজিটাল বার্তা - 


No comments:

Post a Comment