আপনিও জেনে রাখুন অনলাইন ব্যবসার সুবিধা এবং কিভাবে যুক্ত হবেন আমাজন বা ফ্লিপ্কার্ট এর সাথে অনলাইন ব্যবসা পথ দেখাচ্ছে সকলকে
বর্তমানে যখন দিন দিন সরকারি চাকরির বাজার কমে আসছে বাড়ছে শিক্ষিত বেকারের হার , অন্যদিকে ঠিক তেমন দিন দিন সুযোগ বাড়ছে অনলাইন ব্যবসার .. ভারতের বাজারে মাত্র ৬ বছর আগে শুরু হওয়া অনলাইন সংস্থা আমাজন ইন্ডিয়া ইতিমধ্যেই দেশের মধ্যে সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা , ব্যবসার পাসাপাসি তারা সুযোগ দিয়েছে বিকল্প কর্মসংস্থানের ... তাদের মাধ্যমে সত্যিকারের দূর হয়েছে আজ নিকট .....
আসামের চা হোক বা কেরালার কাঞ্জিভরম শাড়ি , জাপানের জুত হোক বা কাশ্মীরের কেশর সবই এখন অনলাইন সংস্থাগুলির সৌজন্যে পৌছে যাচ্ছে আপনাদের বাড়ির দরজায় ! আজ থেকে ১০ বছর আগে যা ছিল কল্পনার অতীত !
আর এই জিনিসটির পিছনে অর্থাৎ যিনি আপনাকে পাঠাচ্ছেন তিনি একজন আমার আপনার মতই মানুষ ! যাকে আমরা ' সেলার ' নাম জানছি .... যিনি আসলে একজন ব্যবসায়ী এবং নিজেকে আমাজন ইন্ডিয়ার ব্যবসার সাথে যুক্ত করেছেন মাত্র ! ব্যাস ..এটুকুই !
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
অথবা ধরুন , বি এ পাস করা শিক্ষিত ছেলেটি বা মেয়েটি ! চাকরির অপেক্ষা করতে করতে পাঁচ পাঁচটা বছর এদিক ওদিক নষ্ট হল ! অথচ চাকরির চেষ্টা করতে করতেই নিজের বাড়ি থেকেই আমাজন বা ফ্লিপ্কার্ট এর সাথে নিজের ব্যবসাও চালাতে পারত !
ঠিক , এ ভাবেই গৃহ বধু থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মী প্র্যতেকেই এখন ঝুকছে অনলাইন ব্যবসার দিকে ! এমনকি শুধু তাই নয় , যুগের সাথে তাল মিলিয়ে বাজারের প্রতিটি বড় বড় দোকান বা ছোট দোকান প্র্যতেকেই নিজেদের ব্যবসাকে অফলাইনের সাথে সাথে অনলাইনেও নিয়ে আসছে !
আসলে আমি আপনি প্র্যতেকেই বুঝতে পারছি যে , যেভাবে শহর ছাড়িয়ে প্র্যতন্ত গ্রামে গঞ্জে ঢুকে পরেছে অনলাইন মার্কেট তাতে তাকে আর অবজ্ঞা করা মুস্কিল !
আসুন কিভাবে নিজেকে অনলাইন ব্যবসার সাথে যুক্ত করবেন তা জানার আগে একবার দেখে নেব কেন অনলাইন ব্যবসার প্রতি কলেজ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত , গৃহবধু থেকে বেকার সবার প্রথম পছন্দ কেন ?
- সবচেয়ে যেটা বেশি সুবিধার সেটা হল এই ব্যবসার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ! যা প্র্যতেকের কাছেই সুবিধার অর্থাৎ আপনি নিজের বাড়িতে বসে যখন আপনার ইচ্ছা তখনি আপনি সময় দিতে পারবেন -
- যেভাবে অনলাইন মার্কেট দিন দিন বাড়ছে তাতে অনলাইন সেলার বা বিক্রেতাদের কদর দিন দিন বাড়ছে -
- অনলাইন এ ব্যবসা করার রিস্ক এক্কেবারে নেই ! অর্থাৎ , অফলাইনের মত আপনাকে মত টাকার বিনিময়ে বাজারের মাঝে কোনো দোকান নেওয়ার প্রয়োজন নেই ! গুনতে হবে না কোনো লেবার খরচ ! দিতে হবে না কোনো ইলেকট্রিক বিল ! সর্বপরি গ্রাহকের জন্য সকাল থেকে দোকান খুলে বসে থাকারও কোনো প্রয়োজন নেই অনলাইন ব্যবসায় !
- এমনকি অনলাইনে যদি আপনার ব্যবসা নাও চলে তবু চিন্তার কোনো কারণ নেই , কারণ - সেখানে বিক্রি বাটা না হলে ১ টাকা ও আপনার পকেট থেকে খরচ করতে হবে না ..
- আর অনলাইন ব্যবসার পরিধি ! সে তো আপনিও বোঝেন নিশ্চয় ! একবার অনলাইনে আপনি জুড়লেন মানে পুরো ভারতবর্ষ আপনার গ্রাহক ! ভাবুন তো একবার - আপনি আপনার গ্রামে একটা দোকান খুলে বসতে গেলে ব্যবসা অনুপাতে মিনিমাম ২-৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হত , ব্যবসা চলুক বা না চলুক প্রতি মাসে আপনার বাড়ি ভাড়া , ইলেকট্রিক বিল , লেবার খরচ সবই গুনতে হতো ! আর যদি চলত তাহলে আপনার দোকানের গ্রাহক হত শুধুমাত্র আপনার এলাকার লোকজন !
- আর উল্টোদিকে অনলাইন এ ব্যবসা শুরু করার খরচ বলা চলে প্রায় শুন্য ! অথচ আপনার ব্যবসার পরিধি হবে - পুরো ভারতবর্ষের গ্রাহক !
- অনলাইন ব্যবসায় আপনাকে সকাল সন্ধ্যে দোকান খুলে বসে গ্রাহকের অপেক্ষা করতে হবে না , এখানে আপনার প্লাটফর্ম অর্থাৎ আমাজন বা ফ্লিপ্কার্ট আপনাকে গ্রাহক এনে দেবে -
- আর যদি জানতে চান অনলাইন সেলারদের ইনকাম কত !? বা প্রতিদিন তারা কতগুলি অর্ডার পায় তাহলে আপনাকে এই পোস্টটি পড়তেই হবে !!
- উপরে শুধুমাত্র কয়েকটি আসল কারণ উল্লেখ করা হল অনলাইন ব্যবসার .. এছাড়াও আরো নানান সুবিধার জন্য ৮ থেকে ৮০ , গৃহবধু থেকে কাজের মাসি প্র্যতেকেই নিজেদের কাজের পাশাপাশি নাম লেখাচ্ছেন অনলাইন ব্যবসায় -
চলুন একটা তথ্য় শেয়ার করা যাক - আজ থেকে মাত্র ৬ বছর আগে আমাজন ভারতবর্ষে তাদের পথ চলা শুরু করেছিল মাত্র ১০০ জন সেলার কে সঙ্গে নিয়ে ! আর আজ আমাজন এর সেলার সংখ্যা যেকোনো অনলাইন মার্কেট প্লেস থেকে বেশি এবং সংখায় সেটা ৫০০,০০০ !!
আপনিও যদি আগ্রহী থাকেন তাহলে নিজে নিজেই বাড়িতে বসে আজি নিজের নাম রেজিস্টার করুন আমাজন ইন্ডিয়ার সাথে সেলার হিসেবে আর শুরু করুন আপনার ব্যবসার যাত্রা -
----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
আরো বিস্তারিত সাহায্যের জন্য যোগাযোগ করুন : আপনার এলাকার ATES [ Amazon Trained E - Commerce Specialist ] দের সাথে -
আরো বিস্তারিত সাহায্যের জন্য যোগাযোগ করুন : আপনার এলাকার ATES [ Amazon Trained E - Commerce Specialist ] দের সাথে -
No comments:
Post a Comment