বিজেপির বিকাশ যাত্রার পর এবার আমাজন শুরু করল "ফেস্টিভ যাত্রা "
'প্যালেস অন হুইল' শুনেছেন কিন্তু 'হাউস অন হুইল' শুনেছেন কি !? ঠিক ধরেছেন একটা মডার্ন হাউস বা বাড়ি বলতে ঠিক যা বোঝায় বা তার মধ্যে যা যা সুযোগ সুবিধা থাকার কথা এমনিই একখানা আস্ত বাড়ি এবার চাকার সাহায্যে গড়িয়ে চলবে ভারতের বিভিন্ন শহর গুলিতে !
অর্থাৎ , গাড়ির ওপর আস্ত একখানা বাড়ি ! শুধু তাই নয় , সেই বাড়িতে কি নেই ! পাবেন বর্তমান মডার্ন জীবন ধরণের সমস্ত সুযোগ সুবিধা, আর আরো মজার ব্যাপার হল সেই বাড়িটির ভেতরের সমস্ত জিনিস যা কিছু আছে সেগুলি সমস্ত আমাজন থেকে কেনা !
অর্থাৎ সেই বাড়িটি সাজানো হয়েছে আমাজন এ যা যা জিনিস পাওয়া যায় তাই দিয়ে ! এই বাড়িটি আগামী ১ মাস ঘুরবে ভারতের বিভিন্ন শহরে শহরে , যার পোশাকি নাম - " ফেস্টিভ যাত্রা "
দেখবেন নাকি একবার কেমন সেই বাড়ি ! আসুন নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন কেমন দেখতে সেই বাড়ি .....
আমাজন এর সি ই ও গোপাল পিল্লাই জানালেন , বর্তমানে ৫ লক্ষের বেশি সেলার আমাজন এর সাথে জুড়েছেন এবং তারা নিরন্তর ভারতের মানুষ তথা তাদের ফেস্টিভ এর কথা মাথায় রেখে যোগান দিয়ে যাচ্ছেন ক্রেতাদের চাহিদা মত প্রতিটি জিনিস ....... আর এখন থেকে শুরু হচ্ছে ভারতের প্রতিটি প্রান্তে উত্সবের মরশুম , কেরালার ওনাম এর পর বাংলায় দুর্গাপূজা , কালী পূজা তথা সারা ভারতে দীপাবলি ! তাই , আমরা এই যাত্রার নাম দিয়েছি ফেস্টিভ যাত্রা .........
[ আমাজন ইন্ডিয়ার সাথে আপনার ব্যবসাকে জুড়তে চাইলে বা আমাজন ই ব্যবসা করতে চাইলে বিস্তারিত পড়ুন -
![]() |
ক্লিক করুন পুরো আর্টিকেল পড়তে |
------------------------------------------------------------------------------------------------------------------------
আর সাথে আরো জানান যে , আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে আমাজন এ শুরু হচ্ছে - " গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল " যাতে থাকছে আকর্ষনীয় সব অফার ! যা থেকে চোখ ফিরিয়ে রাখা মুস্কিল এবং শুধু ছাড় নয় সাথে কাশব্যাক থেকে শুরু করে সুদ বিহীন ইনস্টলমেনটে কেনাকাটার সুবিধা !
থাকছে ফ্রি ডেলিভারি , থাকছে লটারি আরো নানান অফার !
- আমাজন এর "গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল" এর সমস্ত অফার গুলি দেখতে চাইলে এখানে ক্লিক করুন -
No comments:
Post a Comment