কলকাতার রাজপথে শিক্ষক আন্দোলনের ছায়া
"শীত , গ্রীষ্ম, বর্ষা ...... নার্সরা ভরসা"
এই স্লোগানে এখন কাপছে কলকাতার এস এস কে এম চত্ত্বর ! এই প্রবল বৃষ্টির মধ্যেও ওরা আছে ত্রিপল খাটিয়ে , ওনারা কাজের যাবতীয় চাপের মধ্যেও রোজ পালি করে এসে বসছেন একসাথে , ওনারা কেও আবার এই করোনা কালে হারিয়েছেন নিজেদের সহকর্মীদের !!
প্রতিটি রাজ্যবাসী যখন হয় ছুটি কাটাচ্ছেন বা ওয়ার্ক ফরম হোম করছেন ,তখন ওনাদের যাবতীয় ছুটি বাতিল হয়েছে ! রাত দিন এক করে সামলেছেন ভিড় সীমিত পরিকাঠামো আর অপ্রতুল লোকবলের মধ্যেও!
জুনিয়র ডাক্তারেরা যখন কর্মবিরতিতে, ঠিক তখনও এভাবেই সব ছুটি বাতিল হয়ে হাসপাতলে রোগী পরিসেবা সচল রেখেছিলেন ওনারা .......
আর আজ ওনারা বঞ্চিত হচ্ছেন নিজেদের প্রাপ্য অধিকার থেকে !!
আসুন দেখে নেওয়া যাক রাজ্যের নার্স দিদিরা কোন দিকে বঞ্চিত হচ্ছেন !?
- বর্তমানে প্রায় প্রতিটি রাজ্যে এবং প্রায় প্রতিটি পেশায় রাত্রিকালীন ডিউটি করার জন্য আলাদা ভাতা বরাদ্দ থাকে ....আমাদের পশ্চিমবঙ্গেও অন্য অনেক পেশার ক্ষেত্রেও এই ভাতা বরাদ্দ থাকলেও বঞ্চিত শুধুমাত্র নার্সিং ক্যাডার !! কিন্তু কেন তারা এই ভাতা থেকে বঞ্চিত থাকবেন !!?
- আমরা সকলেই জানি উচ্চ মাধ্যমিক পাস করার পর সাড়ে তিন বছরের নার্সিং ডিপ্লোমা কোর্স করার পর ওনারা নিজেদের রেজিস্ট্রেশন করানোর সুযোগ পান একজন প্রশিক্ষিত নার্স হিসেবে ....অথচ ডিপ্লোমা কোর্স করার পরে যখন ওনারা কাজে যোগ দিচ্ছেন তখন ওনারা কিন্তু আবার বঞ্চিত হচ্ছেন !! কারণ - ওনাদের ডিপ্লোমা স্কেলের বেতন কাঠামো দেওয়া হচ্ছে না !
ওনাদের জন্য বরাদ্দ করা হয়েছে একজন সাধারণ উচ্চ মাধ্যমিক ক্যাডার এর বেতন ভাতা !!
মূলত উপরের এই দুটি প্রধান বঞ্চনা নিয়ে ওনারা একাধিকবার সাক্ষাত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং বিভাগীয় আধিকারিক যারা আছেন তাদের সাথে .....তবে কাজের কাজ কিছুই হয়নি !! প্রতিবার নতুন নতুন আশ্বাস মিলেছে নতুন নতুন মোড়কে !!
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
তাই, ওনাদের এবার দৃঢ় সংকল্প এর শেষ দেখে ছাড়া , কারণ - "এভাবে তো বছরের পর বছর চলতে পারেনা , তাই আমরা পথে নামতে বাধ্য হয়েছি ! এখন দেখার কতদিন এই পথে পড়ে থাকতে হয় !!"
সরকারের পক্ষ থেকে অবশ্য এখনো তেমন কোনো সাড়া পাওয়া যায়নি ! তবে সূত্রের খবর , মাননীয় মুখ্যমন্ত্রীর কানে গেছে নার্সদের এই অবস্থান আন্দোলনের খবর , উনি যেরকম চাইবেন অধিকারীরা সেই মতো এগোবেন ......
GET CASHBACK EVERYTIME ....ON PURCHASE & ON RETURN
তাই হাঁক দিয়েছেন এবার শীত ,গ্রীষ্ম , বর্ষা , ...........নার্স রা ই ভরসা ! সত্যিই তাই কারণ - পুরো কলকাতা তথা পশ্চিমবঙ্গ জলমগ্ন হলেও ছুটি নেই ওনাদের !! ওনারা আছেন নিজের নিজের কর্তব্যে অবিচল .......
#WeSupportOurNurse
ShareFast Article
__________________________________________________________________________________
কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে উত্স্স্রী তে আবেদনের পূর্বে দেখে নিন একনজরে এবং আবেদব করার আগে সেগুলি হাতের কাছে রেডি রাখুন - নয়টি গুরুত্বপূর্ন ডকুমেন্ট ক্লিক করুন দেখার জন্য
No comments:
Post a Comment