Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 2 August 2021

কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন উত্সস্রী প্রকল্পে ! দেখে নিন

 ট্রান্সফার পোর্টালে আবেদন করার পদ্ধতি দেখে নিন



মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত ৩১ শে জুলাই রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য উদ্বোধন করেছেন " উত্সস্রী " প্রকল্প , যার সুফল পাবেন  প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা 

শিক্ষামন্ত্রীর ঘোষনা মত এবার শিক্ষক শিক্ষিকারা চাইলেই বদলি নিতে পারবেন নিজের বাড়ির কাছাকাছি কোন স্কুলে এবং সেই জন্যই এই পোর্টাল চালু করেছে রাজ্য সরকার .....

গত  ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......

কিন্তু , আবেদনের আগে ভালো ভাবে দেখে নিন ধাপে ধাপে কিভাবে নির্ভুল আবেদন জমা করবেন আপনার উর্ধতন কর্তৃপক্ষের কাছে ? 
কারণ - একবার আবেদন ফায়নালায়জ করে দিলে তা আর এডিট করা সম্ভব হবে না!


----------------------------------------------------------------------------------------------------------------------------
তবে , আবেদন করার পদ্ধিতি জানার আগে জেনে নিন কি সেই গুরুত্বপূর্ন নয়টি পয়েন্ট এবং রেডি রাখুন হাতের কাছে ....: জানার জন্য ক্লিক করুন এখানে 

----------------------------------------------------------------------------------------------------------------------------


▶️(1) উৎসশ্রী পোর্টালে  লগইন করে " টিচার ট্রান্সফার " অপশনে ক্লিক করুন এবং ইউনিক আইডি, প্যান নম্বর দিয়ে লগইন করুন। মোবাইলে OTP এলে ওটিপি  দিয়ে এগিয়ে যান।

▶️(2).পরবর্তী  Window-3   খুললেই নিজের  Code, Academic Section, School Name, District Name, Gender, Subject, School Category, District, Sub Division অপশনগুলি চেক করে নেবেন ।
 
▶️(3)  টিচার ট্রান্সফার  ডাউনলোড করে আগেই পড়ে নেবেন।  জেলার 3টি স্কুল ভেকেন্সি অনুসারে অপশন বাছাই করতে পারেন..... 

▶️(4) পরবর্তী Window-5 5 মেনমেনুর মধ্যে 6 টি অপশনের মধ্যে যেকোন একটি ( 5a, 5b,5c,5d, 5e, 5f) অপশন Applicable  সেটির প্রয়োজনীয় ডকুমেন্টস  রেডি করে রাখুন হার্ড কপি এবং সফট কপি  (পিডিএফ)। 
(I) 5a- Medical Reason Self- বিভিন্ন রোগ
(II) 5b- Female Teacher Transfer Ground- সন্তান, ডিভোর্স
(III) 5c- Teacher Of Age 57 Reason- হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার
(IV) 5d-Medical Reason Others -
(V) 5e-Any Other Reason ( Distance) -ডিস্ট্রেন্স ( বাড়ি থেকে স্কুল, সার্ভিস) 
( VI) 5f- Physical Handicapped ( PH) প্রতিবন্ধী শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মী -40%

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


▶️(5) Window-6 এ উপরের তথ্য ও ডকুমেন্ট আপলোড করার পর আপডেট ও ফায়নালায়জ  করতে হবে।
 
▶️(6) " ফাইনালাইজ " করার পর কোন তথ্য এডিট ও পরিবর্তন করা যাবে না। সুতরাং, অত্যন্ত সতর্কভাবে আপলোড করবেন। 

▶️(7) ফায়নালায়জ  করার পর তিনটি সিলেক্টেড  স্কুল ও সেলফ ট্রান্সফার  প্রোপসাল আইডি  পাবেন, সেটি লিখে রাখুন ও ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

▶️(8) আবেদন করার পর তার স্টেটাস দেখতে পাবেন Window-8 এ। HOI, DI, WBSED ,WBCSSC, WBBSE কোন লেভেলে Application আছে। 

▶️(9) Window-9 তে Teacher Transfer Eligibility Marks দেখতে পাবেন।


যেকোনো তথ্য সরাসরি আপনাদের ফেসবুকে
আপডেট পেতে  লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ
 - DigitalBarta

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 



1 comment:

  1. Merkur & Ferencia: Merkur & Ferencia Merkur
    Merkur & Ferencia merkur - Merkur & Ferencia Merkur in kadangpintar Solingen, 출장안마 Germany - https://febcasino.com/review/merit-casino/ Merkur - Merkur Merkur - bsjeon MERKUR - Merkur & Ferencia Merkur

    ReplyDelete