Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 6 August 2021

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বই! অবাক হবেন না, এটাই সত্যি - দেখুন কি সেই বই

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বই!

একটা বই ! তাও আবার ভয়ঙ্কর ! এটাও কি সত্যি হতে পারে !
আপাত অবাক লাগলেও এটাই সত্যি ! একটি বই যা পৃথির ভয়ঙ্করতম বই হিসেবে পরিচিত...!! কি সেই বই ? 
আসুন জেনে নিই - 

প্রথমেই বলি বিজ্ঞানী মেরি কুরি'র নাম শুনেছেন নিশ্চয় , যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিস্কার করার জন্য ...উনি এবং অনার স্বামী পিয়েরি কুরি দুইজনেই পেয়েছিলেন নোবেল পুরস্কার ........

সেই মেরি কুরি -র 'ল্যাবরেটরি নোটবুক'-কে বিশ্বের সবচেয়ে বিপদজনক বই হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু কেন ? কি এমন আছে তাতে !!?


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

মেরি কুরি  এবং তার স্বামী পিয়েরি কুরি  তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম  এবং রেডিয়াম  আবিষ্কার করেছিলেন এবং এই তেজস্ক্রিয়তার গবেষণা করতে গিয়ে মেরি কুরি নিজেই  তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন এবং মারা যান।
________________________________________________________________________________

" উত্সস্রী " ভয়ের নাকি ভরসার ! দোলাচলে শিক্ষক শিক্ষিকারা ! কি বলছেন এই উত্সস্রী সম্পর্কে রাজ্যের শিক্ষক / শিক্ষিকারা - জানতে ক্লিক করুন এখানে 


___________________________________________________________________________________

মেরি কুরি নিজের তেজস্ক্রিতা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার  কাজে যে নোটবুক ব্যবহার করত তাতে  এতটাই তেজস্ক্রিয়তা জড়িয়ে আছে যে ,সুরিক্ষিত প্রটেকশন ছাড়া নোটবুকটি ব্যবহার করা বিপদজনক।
এই অতিরিক্ত বিপদজনকের কারণে বইটি তার বাড়ি থেকে সরিয়ে Byliotext National-এ সুরক্ষায় সহিত রাখা হয়েছে.... 

1 comment:

  1. Sahara Casino | SG Casino
    Sahara Casino offers a 24/7, live dealer febcasino and live dealer gaming experience. Visit SG Casino 샌즈카지노 today and 1xbet korean enjoy a fantastic welcome bonus!Casino Promotion: Sahara CasinoNo Deposit Bonus: 50 Spins

    ReplyDelete