কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করবেন ! এখনো যারা করেননি তাদের জন্য
জেনে নিন অনলাইনে স্টেপ বাই স্টেপ পদ্ধতি :
১) পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।
২) ওয়েবসাইট খুলে বাঁ-দিকে 'Ration Card' অপশনটি সিলেক্ট করুন।
৩) এরপর 'Apply Online'-করুন।
৪) তারপর 'Apply for updating Aadhaar No. and Mobile No. for already existing Digital Ration Card Submit'-তে ক্লিক করুন।
৫) প্রয়োজনীয় তথ্যাবলী ভরুন।
৬) আধার কার্ডের কপি আপলোড করুন। এরপর 'Submit' করুন।
এক্ষেত্রে জানিয়ে রাখা এখন অনলাইনে আর করা যাচ্ছে না প্রযুক্তিগত সমস্যার জন্য , তাই এখন আপাতত প্র্যতেককে বায়ো মেট্রিক পদ্ধিতিতে বা নিজের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে নতুন ভাবে আপলোড ও সংসধনের যাবতীয় কাজ করতে হচ্ছে !
GET CASHBACK ON SHOPPING & RETURN
অফলাইন :
নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন দোকান থেকে আধার-রেশন কার্ড সংযোগ হবে। সঙ্গে লাগবে মোবাইল নম্বরও।
__________________________________________________________________________________
কিভাবে বাড়িতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন : ক্লিক করুন বিস্তারিত
সরকারিভাবে অবশ্য বহুবার চেষ্টা করা হয়েছে - দালাল চক্র হাটিয়ে সাধারন মানুষ কে যতটা সম্ভব সরিকারি পরিষেবা দেবার। সেই চেষ্টার নবতম সংযোজন - ড্রাইভিং লাইসেন্স ।
হ্যাঁ , এবার থেকে আপনি বাড়ীতে বসেই পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স । আর আপনাকে যোগাযোগ করার কোন প্রয়োজন নেই দালালদের সাথে।
এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনি করতে পারবেন অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। সুতরাং, আর আপনাকে গুণতে হবেনা কোন অতিরিক্ত টাকাও।
________________________________________________________________________________
No comments:
Post a Comment