Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 6 August 2021

কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করবেন? দেখে নিন এক নজরে

কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করবেন ! এখনো যারা করেননি তাদের জন্য


জেনে নিন অনলাইনে স্টেপ বাই স্টেপ পদ্ধতি :


১) পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।

২) ওয়েবসাইট খুলে বাঁ-দিকে 'Ration Card' অপশনটি সিলেক্ট করুন।

৩) এরপর 'Apply Online'-করুন।

৪) তারপর 'Apply for updating Aadhaar No. and Mobile No. for already existing Digital Ration Card Submit'-তে ক্লিক করুন।

৫) প্রয়োজনীয় তথ্যাবলী ভরুন।

৬) আধার কার্ডের কপি আপলোড করুন। এরপর 'Submit' করুন।


এক্ষেত্রে জানিয়ে রাখা এখন অনলাইনে আর করা যাচ্ছে না প্রযুক্তিগত সমস্যার জন্য , তাই এখন আপাতত প্র্যতেককে বায়ো মেট্রিক পদ্ধিতিতে বা নিজের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে নতুন ভাবে আপলোড ও সংসধনের যাবতীয় কাজ করতে হচ্ছে !

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN

অফলাইন :

নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন দোকান থেকে আধার-রেশন কার্ড সংযোগ হবে। সঙ্গে লাগবে মোবাইল নম্বরও।
__________________________________________________________________________________

কিভাবে বাড়িতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন : ক্লিক করুন বিস্তারিত 

 সরকারিভাবে অবশ্য বহুবার চেষ্টা করা হয়েছে  - দালাল চক্র হাটিয়ে সাধারন মানুষ কে যতটা সম্ভব সরিকারি পরিষেবা দেবার। সেই চেষ্টার নবতম সংযোজন  - ড্রাইভিং লাইসেন্স ।

হ্যাঁ , এবার থেকে আপনি বাড়ীতে বসেই পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স । আর আপনাকে যোগাযোগ করার কোন প্রয়োজন নেই দালালদের সাথে।

বিস্তারিত জানতে জানুন এখানে ক্লিক করে :



এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনি করতে পারবেন অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। সুতরাং, আর আপনাকে গুণতে  হবেনা কোন  অতিরিক্ত টাকাও।

________________________________________________________________________________



No comments:

Post a Comment