ভয় নাকি ভরসা ! দোলাচলে শিক্ষকেরা !
মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত ৩১ শে জুলাই রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য উদ্বোধন করেছেন " উত্সস্রী " প্রকল্প , যার সুফল পাবেন প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা
শিক্ষামন্ত্রীর ঘোষনা মত এবার শিক্ষক শিক্ষিকারা চাইলেই বদলি নিতে পারবেন নিজের বাড়ির কাছাকাছি কোন স্কুলে এবং সেই জন্যই এই পোর্টাল চালু করেছে রাজ্য সরকার .....
গত ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......
স্বাভাবিকভাবে বলা যেতেই পারে শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য এরকম উদ্যোগ এই প্রথম তবে যাদের জন্য এই উদ্যোগ সেই শিক্ষক শিক্ষিকারা মিশ্র প্রতিক্রিয়া জানালেন -
ওনাদের কথায় , উদ্যোগ ভালো সন্দেহ নেই কিন্তু তাতে আরো কিছু নিয়ম নীতি লঘু করা বা সংযোজন করার প্রয়োজন আছে , এ প্রসঙ্গে পুরুলিয়া জেলার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা জানিয়েছেন ( মেল মারফৎ ) যে , এই প্রকল্পের ফলে ওনারা চরম ভাবে বঞ্চিত হতে চলেছেন !!
কারণ - নির্বাচনের আগেই রাজ্য সরকার দশ হাজার জনের বদলির এক তালিকা তৈরী করেন এবং সেই তালিকা থেকে ইতিপূর্বেই প্রায় সাত হাজার জন শিক্ষকের বদলি হলেও কোনো এক অজানা কারণে বঞ্চিত থেকে গেল পুরুলিয়া জেলায় কর্মরত বাকুড়া জেলার শিক্ষকেরা !!
এবার এই নতুন "উত্স্স্রী " প্রকল্পে সেই রকম অনেক শিক্ষক/শিক্ষিকা আবেদন করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন নিয়মের ঘেরাটোপে !
যেমন - একজন শিক্ষক মশায় , যিনি প্রায় বছর পনেরো চাকুরী করলেও, তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন না ! শুনতে অবাক লাগলেও নিয়মের বেড়াজালে এমনটাই হচ্ছে !
কারণ উনি হয়তো তিন বছর আগে প্রধান শিক্ষক হিসেবে প্রমোশন পান আর উত্সস্রী'র নতুন নিয়মে বলা আছে একই পোস্ট এ মিনিমাম পাঁচ বছর কাজ করলে তবেই আবেদন করা যাবে !
আবার সমস্যার কথা শুনিয়েছেন উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও , ওনাদের মতে কয়েকটি বিষয়ে বেশ কিছু ধোয়াসা থেকেই যাচ্ছে যা পোর্টাল পুরোপুরি শুরু না হলে বোঝা যাবে না এই পোর্টাল কতটা সুবিধা করে দিতে পারবে শিক্ষকদের !
GET CASHBACK ON SHOPPING & RETURN
উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে স্কুলের মোট শিক্ষকদের মধ্যে ১০% শিক্ষককে ছাড়া হতে পারে ! অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকা মাইল ১০ জন থাকলে তার মধ্যে একজনকে ছাড়া হবে , তার মধ্যে আবার মহিলাদের ক্ষেত্রে বেশ কয়েকটি অগ্রাধিকার দেওয়া হয়েছে নিয়মে ! তাই উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মধ্যেও কিছুটা হতাশা ধরা পড়ছে !
আবার আগে মিউচুয়াল ট্রান্সফার যেকোনো সময় আবেদন করে গেলেও এখন সেখানেও পাঁচ বছরের বেড়াজাল লাগু হয়েছে !
অন্যদিকে , প্রাথমিক শিক্ষকদের মধ্যে এমন অনেক শিক্ষক আছেন যারা ইতিমধ্যেই ১০ বছরের বেশি কাজে আছেন কিন্তু আবেদন করতে পারবেন না ! কারণ হিসেবে জানতে পারা গেল রাজ্য সরকার rationalization এর নমে বছর দুয়েক আগে অন্য স্কুলে তাদের বদলি করেন , ফলে নতুন স্কুলে যোগ দেওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়ায় ওনারাও আবেদন করতে পারবেন না বদলির জন্য ! অথচ ওনারা আজ দীর্ঘদিন বাড়ি থেকে ১০০ -১৫০ কিমি দুরের স্কুলে কাজ করে চলেছেন .....
__________________________________________________________________________________
_______________________________________________________
এই সমস্ত বিষয়গুলি রাজ্যের শিক্ষা আধিকারিকদের কাছে তুলে ধরলে ওনারা জানান , মাননীয় শিক্ষামন্ত্রী উদ্বোধনের দিনই জানিয়েছিলেন , রাজ্যের শিক্ষক শিক্ষিকারা নিজেদের অভাব /অভিযোগ / প্রস্তাব যা কিছুই থাক সেগুলি আমাদের কাছে পাঠাতে পারেন আগামী ৩১শে অগাস্ট এর মধ্যে এবং আমরা আগামীদিনে প্রয়োজন ভিত্তিক পরিবর্তন যদি কিছু করার থাকে তাহলে তা নিশ্চয় করা হবে ......
প্রসঙ্গত ২ রা অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির জন্য আবেদন গ্রহনের কাজ ....স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের পাখির চোখ এখন "উত্সস্রী " !
তবে, পোর্টাল চালু হতেই নানাবিধ সমস্যায় জেরবার হতে হচ্ছে শিক্ষকদের ! অভিযোগ যে , স্কুল চয়েস করতে গেলে যে স্কুল গুলি দেখানো হচ্ছে ,বাস্তবে খোজ নিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো পদ আসলে খালিই নেই !!
এই উত্সস্রী রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উত্সে ( বাড়ির কাছে ) পৌছে দিতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা মাস !!
আপডেট পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ - DigitalBarta
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
মাননীয়
ReplyDelete১) *জুনিয়র হাইস্কুল গুলিতে সর্বোচ্চ 5টি পোস্ট sanctioned,তাই কখনো 10 জন শিক্ষক হবেন না। এই স্কুলগুলিতে কোনো HM ও থাকেন না, তাই সংশ্লিষ্ট S.I. অফ স্কুলস বা কমিটি গুলিকে(যেখানে যেমন প্রযোজ্য) সুনির্দ্দিষ্ট নির্দেশ দিতে হবে।এই স্কুল গুলো থেকে কমপক্ষে 1 জন শিক্ষক যেন জেনারেল ট্রান্সফার এ সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে । এক্ষেত্রে 10 % শিক্ষক এর বদলির নিয়ম কার্যকর করা যাবে না ।।*
**২) ❤️"priority groups" এর মধ্যে"female teacher with divorce, widow"রাখা হয়েছে।
এখানে"female teacher with baby upto 10 years age"রাখা খুবই জরুরি ❤️❤️
৩)এই স্কুল গুলোর জন্য subject এর single শিক্ষক/ শিক্ষিকা ও যেন বদলিতে অনুমতি পায় তা নিশ্চিত করতে হবে । *NOC এর কারন দেখিয়ে যেন আটকে না রাখা হয় ও এই বিষয়টি তুলে দেয়ার জন্য ভাবতে অনুরোধ করছি।*
৪) এই সব বিষয় গুলো পরিষ্কার করে ও জুনিয়র হাইস্কুল এর বিষয় গুলো পরিষ্কার করে একটা G.O. বের করতে হবে ।
- JOYSHREE
bankura district 🙏🙏
ধন্যবাদ সঠিক কথা...
DeleteThank you madam ,
DeleteWe will highlight the issues mentioned above in the next article.
Thank You.
ঠিক কথা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম
ReplyDelete