প্রসঙ্গত, 2017 সালে প্রাথমিক স্কুলে নিয়োগের যে দ্বিতীয় তালিকা বের হয়েছিল তা ছিল বেআইনি এবং বিধি বহির্ভূত ভাবে সেই দ্বিতীয় তালিকায় থাকা প্রত্যেককে ১ নাম্বার করে বাড়তিও দেওয়া হয়েছিল..
কোর্টে সরকার পক্ষের আইনজীবী বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি কেনো ওই তালিকায় থাকা 269 জনকে আলাদা করে বাড়তি ১ নাম্বার করে দেওয়া হয়েছিল....
তখনই বিচারপতি জানান প্রাথমিকভাবে প্রমাণিত যে, নিয়োগ প্রক্রিয়াতে অনিয়ম হয়েছে এবং সেজন্য তিনি তৎক্ষণাৎ CBI তদন্তের নির্দেশ দেন... সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিব কে CBI দপ্তরে হাজিরার নির্দেশও দেন.....
আর যারা অবৈধ ভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের বরখাস্ত করা হয় এবং সাথে বেতন ফেরৎ এর ও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে....
এবার এই 269 জন কোন কোন জেলার এবং কোন জেলার কতজন আছে তা নিচে দেওয়া হলো.... প্রাথমিকভাবে যে যে DPSC সেই সমস্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে তাদের তালিকা দেওয়া হলো... ( যদিও Digital Barta কোনো তালিকা যাচাই করে দেখেনি)
পরবর্তী ক্ষেত্রে আরো বাকি DPSC গুলো থেকে যে তালিকা প্রকাশ হবে তা এখানেই দেওয়া হবে :
পূর্ব মেদিনীপুরের 30 জনের তালিকা
Bakura জেলা থেকে ১১ জনের নাম
বর্ধমান জেলা থেকে মোট 17 জনের নাম
নদিয়া জেল থেকে ১৪ জনের নাম আছে
হাওড়া জেলা থেকে ১২ জন
উত্তর দিনাজপুর থেকে 40 জন
কোচবিহার থেকে 32 জনের নাম আছে তালিকায়
হুগলি জেলা থেকে 68 জনের নাম রয়েছে
আলিপুরদুয়ার জেলার ১ জনের নাম আছে
দক্ষিণ চব্বিশপরগনা জেলার 38 জনের নাম আছে তালিকায়
আপাতত এই সাতটি জেলা থেকে মোট 263 জনের নাম পাওয়া গেছে, বাকি 6 জন কোন কোন জেলার তার তালিকা শীঘ্রই প্রকাশিত হবে...
সেই সমস্ত তালিকা DPSC থেকে প্রকাশিত হলেই দেওয়া হবে এখানে অথবা আমাদের ফেসবুক পেজ #Digital_Barta তে...
তবে পুরুলিয়া জেলার DI (প্রাথমিক) জানিয়েছেন, সেই জেলায় সেইরকম কোনো তালিকা এসে পৌঁছয়নি....
সম্পূর্ণ তালিকা পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন....
Digital Barta : https://www.facebook.com/DigitalSpeech/
No comments:
Post a Comment