Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 16 June 2022

এক বিচারপতির সাহসে, উদ্বেগে শাসক দলের একাধিক নেতা, ব্যাবস্থা নিতে...!!


গত কয়েকমাস ওনার একের পর এক রায়ে নাস্তানাবুদ হয়েছে রাজ্য সরকার, মুখ পুড়েছে রাজ্য জুড়ে... চাকরি থেকে বরখাস্ত হয়েছে একের পর এক মন্ত্রী কন্যা থেকে গ্রাম প্রধানের ছেলে মেয়ে....!! 

পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার মাথায় বন্দুক রাখলেও অন্যায় এর বিরুদ্ধে আমার এই লড়াই জারি থাকবে...

ওনাকে আটকাতে হাইকোর্ট চত্বরে ওনাকে প্রবেশের পথে বাধা দিয়েছেন সরকার পন্থী আইনজীবীরা... 
... না... তবু ওনাকে আটকাতে পারা যায়নি.....

একের পর এক আমলা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তৎক্ষণাৎ CBI অফিসে হাজিরা দিতে.... 

এহেন বিচারপতি যে শাসক দলের গলার কাঁটা তা আর বলার প্রয়োজন বোধ হয় নেই.....

বর্তমানে তিনি প্রাইমারিতে বেআইনি চাকরি সংক্রান্ত বিষয়ের দায়িত্বে আছেন..... প্রথমেই 269 জনের চাকরি বরখাস্ত করেছেন, যারা ঘুষ দিয়ে / প্রভাব খাটিয়ে চাকরিতে নিয়োগ পেয়েছিলেন.... যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় জেলায় জেলায় এবং রাজ্য জুড়ে..... 

এবার সেই বিচারপতি পরিষ্কার জানিয়েছেন আগামীতে হাজার হাজার চাকরি গেলেও অবাক হবেন না...!!
যা নিয়ে শাসক দলের অন্দরে কাঁপুনি ধরেছে....

বাধ্য হয়ে জেলায় জেলায় যারা টাকা তুলেছিলেন এবং চাকরি দিয়েছিলেন তারা এক যোগে রাজ্য নেতৃত্বের কাছে দরবার করছেন কিছু একটা বিহিত করার জন্য....! 

বলাই বাহুল্য, সরকার পুরোপুরি এক গলা জলে পড়েছে.... এবার সারা রাজ্য জুড়ে এতো অনৈতিক নিয়োগ হয়েছে স্কুল গুলিতে যে, ঠগ বাঁচতে গা উজাড় হওয়ার সম্ভাবনা....

সেরকম কিছু হলে সমস্যায় পড়বেন দল... তাই, দলের মধ্যেই আলোচনা শুরু হয়েছে বিচারপতি কে কিভাবে আটকানো যায় তা নিয়ে...!!

আপাতত, সরকার বিচারপতির রায়ের বিপক্ষে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আগামী সোমবার কিন্তু, তাতে যদি কিছুটা হলেও সুরাহা হয়..... সেই আশায়

তবে, দলের জেলার নেতৃত্ব অবশ্য এর কিছু একটা স্থায়ী সমাধানের পক্ষে..... কিন্তু, কিভাবে?? 
তাই নিয়ে গোপন আলোচনা চলছে মাঝে মধ্যেই... তবে, তা নিয়ে সবার মুখেই কুলুপ....!!

যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাই শাসক দল ও খুব সাবধানে রয়ে সয়ে পা ফেলার পক্ষপাতী.... তাই, আপাতত আগামী সোমবার আইনি ভাবে ডিভিশন বেঞ্চে মোকাবিলা হবে... তারপর পরিস্থিতি দেখে আগামী পদক্ষেপ নেওয়া হবে দলের তরফ থেকে...

তবে, একটা কথা পরিষ্কার যে, এক বিচারপতি পুরো শাসক দলের অন্দরে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছেন....
ওনার নাম কি আর আলাদা করে বলার প্রয়োজন আছে..?? তার চেয়ে বরং এই মহান বিচারপতির নাম আপনারাই কমেন্ট জানান Hastag (#) সহযোগে..... 

রাজ্যবাসিও দেখার অপেক্ষায় আগামী দিনে আর কতো চাকরি থেকে বরখাস্ত হয় এবং সরকার সেটা কিভাবে সামলায়...

প্রসঙ্গত, জানিয়ে রাখি এ বিষয়ের যেকোনো আপডেট সরাসরি আপনার ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ Digital Barta 🙏 

No comments:

Post a Comment