Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 9 June 2024

লিড পায়নি TMC! তাই জল ও আলো বন্ধ!!

💧💦 রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তখন বন্ধ হলো পানীয় জলের সরবরাহ!!
ভোটে লিড পায়নি তৃণমুল তাই এবার পানীয় জল ও রাস্তার বিদ্যুৎ বন্ধ বাঁকুড়া জেলার বেশ কিছু ওয়ার্ডে।।

ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন থেকেই কার্যত সন্ধ্যার পর বাঁকুড়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ড অন্ধকার এবং দিনের বেলায় নল বাহিত পানীয় জল আসছে না ! 

নাম প্রকাশে অনিচ্ছুক, এমন এক স্থানীয় ব্যক্তি জানালেন ( প্রানবনন্দা পল্লীর বাসিন্দা ) , সেখানকার কাউন্সিলর পরিষ্কার হুমকির স্বরে জানিয়ে দিয়েছেন ওনার এলাকা থেকে লিড দিতে না পারার জন্য এই অবস্থায় ভুগতে হবে বাসিন্দাদের!! 

একদিকে, বাঁকুড়ার বিভিন্ন এলাকা এমনিতেই জল সংকটে , তার ওপর নল বাহিত জল সরবরাহ বন্ধ থাকায় চরম অব্যবস্থার মধ্যে স্থানীয় বাসিন্দারা !! 
সন্ধ্যের দিকে সাহানা পল্লি, প্রানবন্ন্দপল্লী , পাম্প মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তা সমেত অনেক জায়গায় রাস্তার আলো বন্ধ থাকায় অন্ধকারে ডুবে শহরবাসী ।। 
বিশেষ করে , পাম্প মোড় থেকে হাসপাতাল রাস্তাটি অন্ধকারে থাকায় রোগীদের আত্মীয় পরিজনদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ।

No comments:

Post a Comment