" রাস্তায় যখন নেমেছি জিতেই থামব, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক'রা খুব জলদি যাতে তাদের ন্যায্য অধিকার পান সেই চেষ্টা চলছে " - পৃথা বিশ্বাস
![]() |
পৃথা বিশ্বাস - ৭ই অগাস্ট এর সমাবেশের ফাইল চিত্র |
পৃথা বিশ্বাস বর্তমানে UUPTWA এর রাজ্য সাম্পাদিকা
বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে যে সংগঠন সবচেয়ে বেশী সোচ্চার তা হল UUPTWA ( Usthi United Primary Teachers' Wellfare Association ). আর এই সংগঠন ইতিমধ্যেই কোলকাতার বুকে ৪০ হাজার শিক্ষকের জমায়েত করে একদিকে যেমন নিজেদের সংগঠনের অস্তিত্ব প্রমানে সফল অন্যদিকে হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের মনের মধ্যেও সঞ্চার করতে সফল হয়েছে আশার আলো।
দীর্ঘদিনের বেতন বৈষম্য ঘোচাতে নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ। কিন্তু, সেই সব পদক্ষেপ এর ফলাফল কি ? বা , আগামি দিনে নিজেদের ন্যায্য দাবি আদায়ে সংগঠন কি কি পদক্ষেপ নিতে চলেছে তা রাজ্যের অধিকাংশ প্রাথমিক শিক্ষকের মনের প্রস্ন ছিল।
তাই, ডিজিটাল বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সংগঠনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস এর সাথে। সাথে ছিল রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের দেওয়া প্রস্ন........
আসুন দেখে নেওয়া যাক আপনাদের করা বিভিন্ন প্রস্নের উত্তরে কি কি বললেন UUPTWA এর রাজ্য সাম্পাদিকা পৃথা বিশ্বাস ঃ
আমাদের কাছে ( DigitalBarta ) অনেক প্রস্ন এসেছিল বিভিন্ন সোর্স মারফৎ যথা- ইমেল, কমেন্ট এমনকি সরাসরি ফোন করেও অনেকে প্রস্ন দিয়েছিলেন । যদিও সেগুলির মধ্যে থেকে আমরা বাছায় করা ১০ টি প্রস্ন নিয়ে হাজির হয়েছিলাম রাজ্য সাম্পাদিকার কাছে । নিচে সেই প্রস্ন এবং তার উত্তরে কি বললেন দেওয়া হল.........
প্রস্ন ১। UUPTA এর নাম বদলে এখন UUPTWA , কিন্তু এই নাম পরিবর্তন কেন ?
পৃথা বিশ্বাস - UUPTA নামের সঙ্গে ওয়েলফেয়ার শব্দটি যোগ হওয়াতে রেজিস্ট্রেশান পেতে সুবিধে হয়েছে তাই এখন UUPTWA । এর পিছনে অন্য কোন কারন নেই।
প্রস্ন ২। আপনাদের ৭ই অগাস্ট সমাবেশ কি সফল বলে মনে করেন আপনারা ?
পৃথা বিশ্বাস - জমায়েতের নিরিখে ৭ই অগাস্ট এর সমাবেশ অবশ্যই সফল। আবার আমাদের উদ্দেশ্য ছিল আইন সভার সমস্ত পক্ষ কে আমাদের দাবি সম্পর্কে অবহিত করা। তাতেও আমরা সফল। সেদিন আমরা আমাদের দাবি শিক্ষা সচিব, বিরোধী দলনেতা সহ বাম পরিষদ এর নেতা সবার কাছেই আমাদের দাবিপত্র পৌছতে পেরেছি।
![]() |
ন্যায্য দাবীর আবেদন প্রাথমিক শিক্ষকদের |
প্রস্ন ৩। আপনাদের মূল দাবি কি ?
পৃথা বিশ্বাস - দেখুন NCTE নর্ম অনুযায়ী সারা দেশের মত আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা এখন উচ্চ-মাধ্যমিক পঞ্চাস শতাংশ ও সাথে দুই বছরের ডি এল এড প্রশিক্ষন । যেটা আগে ছিল মাধ্যমিক । রোপা ২০০৯ এ শিক্ষকদের বেতন কাঠামো ক্ষেত্রে সেন্ট্রাল পে কমিশন ৬ মেনে চলার কথা বলা হয়েছে। তাতে প্রাথমিক শিক্ষিক দের জন্যে ৯৩০০-৩৪৮০০ স্কেল এবং গ্রেড পে ৪২০০ দেওয়ার কথা বলা হয়েছে।
কিন্তু দুর্ভাগ্য বশত আমাদের রাজ্যে হাই স্কুলের শিক্ষকদের বেলায় রোপা ২০০৯ মেনে বেতন দেওয়া চালু হলেও প্রাথমিকে সেটা দেওয়া হয়না !!
বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ৫৪০০-২৫২০০ সাথে গ্রেড পে ২৬০০ !! যেটা মাধ্যামিক যোগ্যতার বেতন কাঠামো !
--------------------------------------------------------------------------------------------------------------------------
school teacher dancing
--------------------------------------------------------------------------------------------------------------------------
এ প্রসঙ্গে, ২০১০ সালে রাজ্য সরকার শিক্ষকদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এন সি টি ই নর্ম মেনে নেয় এবং শিক্ষক'রা সেই মত নিজেদের যোগ্যতা বাড়াতে বাধ্য হন। তবে যোগ্যতা বাড়ালেও বেতন কাঠামর পুনরবিন্নাস করা হয়নি । ফলস্বরুপ - অন্যান্য রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সাথে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতনের ফারাক বিস্তর ! ফারাক এ রাজ্যের অনান্য শিক্ষকদের সাথেও। এতে আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বঞ্চিত হচ্ছি ও বর্তমান দুর্মূল্যের বাজারে জীবনধারণ করার পক্ষেও কষ্টকর।![]() |
LIKE FACEBOOK PAGE FOR UPDATE EVERY NEWS |
প্রস্ন ৪। সরকারের তরফ থেকে কি কোণ পজিটিভ সাইন পেয়েছেন আপনারা ?
পৃথা বিশ্বাস - আমরা বিভিন্ন ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ এর চেষ্টা করেছি। জেলায় জেলায় ডেপুটেসন দিয়েছি, শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকেও ডেপুটেসন দিয়েছি, কলকাতায় সমাবেশ করলাম, সহকর্মীদের সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
প্রস্ন ৫। আচ্ছা, বর্তমানে তো আপার-প্রাইমারি দের গ্রেড পে ৪১০০ টাকা । আর আপনাদের দাবি ৪২০০ টাকা গ্রেড পে !! এটা কি সম্ভব বলে মনে হয় আপনার ?
পৃথা বিশ্বাস - দেখুন আমাদের যোগ্যতা মান এখন সর্বভারতীয় । তাই, আমরা সর্বভারতীয় বেতন কাঠামো অনুযায়ী ন্যায্য বেতন চাইছি মাত্র।
![]() |
www.digitalbarta.in |
প্রস্ন ৬। এখন UUPTWA কি ভাবছে পরের পদক্ষেপ?
পৃথা বিশ্বাস - আমরা সকলেই শিক্ষক এবং প্রত্যেকেই আমরা সমাজের প্রতি দায়িত্বশীল তাই এখনও এমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি যাতে আমাদের স্কুলের বাচ্চাদের কোনরূপ কোন ক্ষতি হয়। এরপর আমরা রাজ্যপালের সাথে দেখা করে আমাদের দাবিপত্র ওনার হাতে তুলে দেব।
এতেও যদি কাজ না হয় অর্থাৎ সরকার যদি আমাদের আলোচনায় না ডাকেন, আমাদের দাবীর প্রতি উদাসীন থাকেন তাহলে আমাদের আন্দোলন তীব্রতর করতে বাধ্য থাকব আমরা। আর তার জন্য আমরা সবরকম ভাবে প্রস্তুত আছি।
প্রস্ন ৭। আন্দোলন তীব্রতর বলতে ঠিক কি বলতে চাইলেন ? যদি একটু বিস্তারিত বলেন ?
পৃথা বিশ্বাস - তীব্রতর করার জন্য যা যা করনীয় সব কিছুই করতে আমরা প্রস্তুত । তবে এই মুহূর্তে আমরা সেইসব পদক্ষেপ কি কি তা এখনই প্রকাশ্যে আনতে চাইছি না। কিছু মনে করবেন না। ক্ষমা করবেন ।
প্রস্ন ৮। আপনাদের কোর্ট কেস এর আপডেট কি ? অনেকেই এটা জানতে চাই ?
পৃথা বিশ্বাস - কোর্ট কেস অর্থাৎ যেটা সবাই বেলা সাহা মামলা নামে জানে সেটা দীর্ঘদিন শুনানি বন্ধ ছিল। অনেক চেষ্টার পর সেই কেসের শুনানি শুরু হবে আগামি ২৭ই অগাস্ট থেকে বিচারপতি সমাপ্তি চ্যাটারজির এজলাসে। এখেত্রেও আমরা খুব আশাবাদী।
--------------------------------------------------------------------------------------------------------------------------
[[ ২৭ই অগাস্ট ঃ বেলা সাহা মামলার গুরুত্বপূর্ণ আপডেট জানতে আপনার ই-মেল দিয়ে রাখুন আমরা পৌঁছে দেব প্রতিটি আপডেট আপনার নিকট অথবা চোখ রাখুন www.digitalbarta.in ]]
![]() |
বেলা সাহা কেসের প্রমিলা বাহিনী |
প্রস্ন ৯। আপনার কি মনে হয় UUPTWA সফল হবে ন্যায্য দাবি আদায়ে ?
পৃথা বিশ্বাস - সফল আমাদের হতেই হবে । এ লড়াই আমাদের নিজেদের মর্যাদার লড়াই। এ লড়াই আমরা জিতবোই। এ বাপ্যারে আমি বিশ্বাসী ।
প্রস্ন ১০। সদস্যদের প্রতি কোন বার্তা যদি থাকে ?
পৃথা বিশ্বাস - " আপনারাই আমাদের শক্তি। আমরা সবাই মিলে আমাদের সম্মান আদায়ের জন্য লড়ছি। সামনে আরও জোর লড়াই। এ লড়াই শুধু নিজেদের আর নিজেদের পরিবারের জন্য নয়! আগামি প্রজন্মের প্রাথমিক শিক্ষকদের জন্যও এ লড়াই। রাস্তাই যখন নেমেছি জিতেই থামব। আপনারা শিক্ষক আন্দোলনের ইতিহাস তৈরির কারিগর । সাথে থাকুন পাসে থাকুন।"
ডিজিটাল বার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। আপনাদের ন্যায্য দাবীর জন্যও রইল শুভেচ্ছা।
পৃথা বিশ্বাস - ধন্যবাদ।
পৃথা বিশ্বাস
UUPTWA এর রাজ্য সাম্পাদিকা।
--------------------------------------------------------------------------------------------------------------------------
এ সম্পর্কিত আরও খবর পড়ুন -
বর্তমান কালের সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন-
--------------------------------------------------------------------------------------------------------------------------[[ ২৭ই অগাস্ট ঃ বেলা সাহা মামলার গুরুত্বপূর্ণ আপডেট জানতে আপনার ই-মেল দিয়ে রাখুন আমরা পৌঁছে দেব প্রতিটি আপডেট আপনার নিকট অথবা চোখ চোখ রাখুন www.digitalbarta.in ]]
![]() |
পেজটির নিচে গিয়ে এই অপশন এ আপনার ইমেল দিয়ে সাবমিট করুন |
LIKE OUR FACEBOOK PAGE FOR ANY UPDATE AT A GLANCE- DigitalBarta
বেলা সাহা মামলার যাবতীয় আপডেট পেতে ক্লিক করুন
--------------------------------------------------------------------------------------------------------------------------
অনান্য খবর -
অপর্ণা মাহাত ঃ জীবন যুদ্ধের বাস্তবিক কাহিনী
বাঁকুড়াই বন্যা ঃ জলের তোড়ে তলিয়ে গেল কনক্রিটের আস্ত বাড়ি - ভিডিও দেখুন
মা মনসা ঃ বিতর্ক ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সাড়ম্বরে পুরুলিয়ায় পালিত হল মনসা পূজা
Well done.... We all are with you Madam
ReplyDelete