বেলা সাহা মামলার গুরুত্বপূর্ণ শুনানি ২৭ই অগাস্ট কোর্ট কি বলল !!?
বেলা সাহা মামলার সমস্ত খবর পাবেন এখানেই সরাসরি ২৭ই অগাস্ট
![]() |
কোলকাতা হাইকোর্টে বেলা সাহা মামলার শুনানি হবে ২৭ই অগাস্ট দুপুর ২ টার সময় |
প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার বিরুদ্ধে কোলকাতা হাই কোর্টে যে কেস চলছে তা বেলা সাহা মামলা নামেই পরিচিত সকলের কাছে। দীর্ঘদিন কেসটির শুনানি বন্ধ ছিল। কিন্তু, বিচারপতি সমাপ্তি চ্যাটারজির এজলাসে কেসটি উঠবে আগামি ২৭ই অগাস্ট বেলা ২ টার সময়। তিনি আশ্বাস দিয়েছেন ওই দিন থেকে কেসটির হিয়ারিং তিনি শুনবেন।
তাই স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে পুনরায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার স্বীকার। যোগ্যতা মান বাড়ালেও সেই যোগ্যতা মান অনুযায়ী এন সি টি ই নর্ম মেনে সরকার তাদের বেতন কাঠামো এখনও পরিবর্তন করেনি। সেই পুরানো মাধ্যামিক যোগ্যতার বেতন পাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা। অন্যদিকে দেশের বেশিরভাগ রাজ্যেই চালু হয়েছে নতুন বেতন কাঠামো। যদিও এ রাজ্জ্যে নতুন বেতন কাঠামো চালু হয়েছে তাবে তা শুধুমাত্র হাই-স্কুলের শিক্ষক/শিক্ষিকা দের জন্য।
![]() |
হাইকোর্টে বেলা সাহা মামলার প্রমিলা বাহিনী |
তাই, একদিকে আইন এর মাদ্ধমে নিজেদের দাবি আদায়ের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আর অন্যধারে জেলায় জেলায় ডেপুটেসন ,সই সংগ্রহ, সমাবেশ এর আয়োজন চলছে।
২৭ই অগাস্ট বেলা সাহা মামলার শুনানির সরাসরি খবর পাবেন এখানেই.........
LIKE OUR FACEBOOK PAGE FOR ALL NEWS UPDATE - DigitalBarta
পড়ুন --- "রাস্তায় যখন নেমেছি , জিতেই থামব" - জানালেন UUPTWA এর রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস

PLEASE DO LIKE OUR FACEBOOK PAGE FOR QUICK & EASY UPDATE - CLICK HERE

PLEASE DO LIKE OUR FACEBOOK PAGE FOR QUICK & EASY UPDATE - CLICK HERE
This is really a situation like do or die. This is all about our basic right.
ReplyDelete