Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 7 October 2018

GST !! আপনি কি যাচায় করে দেখেছেন আপনাকে কেও ঠকাচ্ছে নাতো !! মনে রাখুন ১০ টি পয়েন্ট - জানুন বিস্তারিত

GST !! আপনি কি যাচায় করে দেখেছেন আপনাকে কেও ঠকাচ্ছে নাতো !!

মনে রাখুন ১০ টি পয়েন্ট

কি ভাবছেন - কিভাবে বুঝবেন আসল বিল আপনি পেলেন কিনা !? 

এক দেশ এক ট্যাক্স । অর্থাৎ , GST ( Goods & Services Tax ), এতদিনে আপনারা সকলেই অভস্ত্য হয়ে গেছেন নিশ্চয় কথাটার সাথে। তাই, এখানে আর GST  এর সমন্ধে ইতিহাস বলে কাজ নেই । সরাসরি কাজের কথায় আসা যাক । নতুন জিনিস প্রথমবার যখন লাগু হয় তখন সেটা নিয়ে পক্ষে বা বিপক্ষে মতামত থাকবেই। তাই, GST ভালো না খারাপ সেটা নিয়েও নাহয় অন্য একদিন মাথা ঘামাব।

আজ বরঞ্চ দেখে নেওয়া যাক , GST  বিল সম্পর্কে জানা জরুরি এরকম কিছু কথা বা তথ্য।
আমরা একটা কথা প্রায় শুনে  থাকি পাকা বিল দেবো স্যার , দাম তো একটু লাগবেই !! তো এই পাকা বিল কি জিনিস !?
আপনি হয়ত পাকা বিলের চক্করে কিছু টাকা বেশিও  দিলেন ! কিন্তু এটা কি ঠিক ? অর্থাৎ দোকানদার যদি পাকা বিল দেয় তাহলে কি তিনি বেশী টাকা চাইতে পারেন !! ? দোকানদারের কি পাকা বিল দিতে বেশী খরচা  হয় ?

অথবা ধরুন ,পাকা বিল পেয়ে আপনি হয়ত একটু খুশি  হয়েই বাড়ি ফিরলেন আর ভাবলেন যাক না পঞ্চাশটা  টাকা বেশী  , পাকা বিল তো পেলাম। কিন্তু কিভাবে আপনি বুঝলেন  যে সেটা আপনার পাকা বিল !! কিভাবে নিশ্চিত হলেন যে দোকানদারের দেওয়া বিলটা একটা ছাপানো কাগজ ছাড়া আর কিছুই নয়!!? 

এরকম ঘটনা আমাদের প্রতিদিনের সাথে জড়িত । অথচ আমরা বুঝতেই  পারিনা কেও আমাদের ঠকাল নাকি আমরা সঠিক বিল পেলাম।

আবার, দেখা গেলো হয়ত আপনি কোন জিনিস কিনলেন যেটার মুল্য ২০০/- টাকা । আপনি বিল চাইলেন । অমনি দোকানদার হয়ত বলল বিল নিলে GST TAX  লাগবে এক্সট্রা !!  আপনি রাজিও হলেন । দেখা গেলো দোকানদার ২০০/- টাকার ওপর ৮% ।। চাপিয়ে ২১৬/- টাকা নিল আপনার থেকে ।

- এখানে দুটো প্রশ্ন আসা স্বাভাবিক । এক -  কোন জিনিসে  কত % GST  কাটবে সেটা আপনি কিভাবে বুঝবেন !! ? আবার একটা প্রশ্ন আসে,- যে বিলটা দিল সেটা কি সঠিক GST BILL ? অর্থাৎ আপনার দেওয়া ট্যাক্সের টাকা কি দোকানদার সরকারের খাতাই জমা করবে !!? কিভাবে বুঝবেন সেটা!!? সর্বোপরি দোকানদার যে বিক্রয়মুল্যের ওপর GST  চাইলেন , সেটা কি সঠিক !!?

এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় কিন্তু আমরা যেহেতু জানিনা তাই, শুধু ফিস ফিসিয়ে বলি - " ট্যাক্স কি আর জমা দেবে নিজেরাই মেরে নেবে " !! ব্যাস, এটুকুই।

Advertisement

চলুন, আজ তাহলে দেখে নেওয়া যাক, GST  এর বাপ্যারে কিছু নিয়ম যেগুলো আমাদের কাজে লাগতে পারে। আর সামনেই তো পুজো !! কেনাকাটা নিশ্চয় করতে হবে । তাহলে এবার একটু স্মার্ট ভাবেই প্রশ্ন করব যাতে কেও ঠকাতে না পারে ।

প্রসঙ্গত, GST  একটি আইন এবং এর অনেক ধারা , উপধারা  আছে কিন্তু , আমরা আজ শুধু ততটুকুই জানব যতটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে।

প্রথমেই আসি বিল এর ফরম্যাট এর বাপ্যারে । অর্থাৎ , GST  বিল কি কোন নির্দিষ্ট ফরম্যাট মেনে হওয়ার কথা  ! এক্ষেত্রে , জেনে রাখা ভালো যে ।। এর জন্য নির্দিষ্ট কোন প্যাটার্ন না ফরম্যাট নেই ! অর্থাৎ, GST  বিল এর জন্য কোন আলাদা  রং বা বিলের কাগজের গুনগত মান বা বিলের দৈর্ঘ্য, প্রস্থ- উচ্চতা ইত্যাদি বলা নেই । অর্থাৎ , যেকোনো পরিস্কার পরিচ্ছন কাগজেই কিন্তু দোকানদার আপনাকে GST বিল দিতে পারে।

তাহলে প্রশ্ন আসা স্বাভাবিক আমরা বুঝবো কিভাবে  যে কোনটা GST বিল আর কোনটা জাল বা মিথ্যা!
সেকথায় আসছি পরে , তার আগে দেখে নেওয়া যাক দোকানদার কি বিক্রয়মুল্যের ওপর GST চাইতে বা বসাতে পারে ?
- না। কক্ষনো পারে না। কারন - GST  নিয়মে পরিস্কার বলা আছে জিনিসপত্রের মুল্য আর সাথে GST  ট্যাক্স যোগ করে বিক্রয়মুল্য নির্ধারিত হবে। চলুন, বিষয়টা পরিস্কার বোঝার জন্য একটা উদাহরন দেখি-
ধরুন , আপনি কিনলেন দুটো প্লাস্টিক চেয়ার । যার মুল্য ৬০০/- টাকা । আপনি টাকা দেওয়ার পর পাকা বিল চাইলেন -
দোকানদার  বলল পাকা বিল নিতে গেলে GST  ট্যাক্স  এক্সট্রা লাগবে !! - এটা কিন্তু কখনই  হতে পারে না। কারন ।। নিয়ম অনুযায়ী ওই বিক্রয়মূল্য অর্থাৎ ৬০০/- টাকার মধ্যেই আপনার ট্যাক্স ইনক্লুড আছে। আলাদা করে আর GST  ট্যাক্স বিক্রয়মুল্যের ওপর হবে না।
=====================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
========================================================================
এবার ধরুন , আপনি প্রতিবাদ করলেন এবং দোকানদার আপনাকে GST  বিল দিতে বাধ্য হল । কিন্তু , বিলটা দেখে আপনার কিছুতেই পাকা বিল বলে মনে হচ্ছেনা! কেমন যেন কিন্তু কিন্তু ! অথচ কিছু বলতেও পারছেন না । কারন - আমরা তো জানি না পাকা বিল কিভাবে বুঝবো !
অগত্যা , সেই কিন্তু কিন্তু ভাব নিয়েই বাড়ি ফিরতে হল। কি আর করা যায় !!
তাহলে উপায় !
উপায়  খুব ই সহজ । শুধু কয়েকটা জিনিস জেনে রাখুন। ।। বিল পাওয়া মাত্রই প্রথমে  দেখে নিন কয়েকটা পয়েন্ট  তাহলেই বুঝবেন বিল'এ কোন গরমিল আছে কিনা !!

জেনে  নিন কিভাবে বুঝবেন দোকানদারের দেওয়া বিল আসল পাকা বিল নাকি জাল !!  

10 POINTS OF A GST BILL WILL KEEP YOU SAFE 

GST  নিয়ম অনুযায়ী পাকা বিলের বা GST  বিলের নির্দিষ্ট কোন রং বা ফরম্যাট না থাকলেও কয়েকটা জিনিসের উল্লেখ অবশ্যই থাকতে হবে  বিলে । নচেৎ, তা কখনই GST  বিল বলে গ্রাহ্য হবে না। আসুন দেখে নেওয়া যাক কি কি সেই ১০ টি  পয়েন্ট , যেগুলো একটা পাকা বিল বা GST  বিলে অবশ্যই থাকতে বাধ্য-

১। দোকানদারের GST  নাম্বার -  এর উল্লেখ অবশ্যই সেখানে থাকবে। এ প্রসঙ্গে অবশ্যই জেনে রাখা ভালো GST  নাম্বার হল ১৫ ডিজিট  একটা আলফা-নিউমেরিক  সংখ্যা। যেমন ধরুন- 19AYZPD1246W1ZT
এই সংখ্যা দেখে কিন্তু আপনি বিক্রেতার সম্পর্কে অনেক কিছুই জেনে যেতে পারবেন ।যদি আপনি সেই সংখ্যা কিভাবে দেওয়া হয়েছে জানেন। এই GST  সংখ্যা ও তার থেকে কি কি জানা যাবে তা নিয়ে অবশ্য একবার আর্টিকেল বের করা হয়েছে - চাইলে পড়তে পারেন- এখানে পড়ুন ।

২। GST RATE -  বিলে উল্লেখ থাকবে আপনার কত % TAX  কাটা হয়েছে এবং জিনিসের দাম কত ছিল । তারপর একসাথে টোটাল টাকার পরিমান উল্লেখ থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার বাপ্যার যে, আপনি জানবেন কিভাবে কোন জিনিসের ট্যাক্সের রেট বা % কত। সেক্ষেত্রে দেখে নিতে পারেন - GST  রেট চার্ট কিছু রেগুলার ব্যবহৃত জিনিসের।

৩। NAME & ADDRESS -  দোকানের নাম ও ঠিকানা ।

৪। RECEIPINT ADDRESS -  ক্রেতার ঠিকানাও ।। বিলে উল্লেখ থাকবে । বিশেষ করে ক্রেতা কোন রাজ্যের বাসিন্দা তা থাকবে বিলে।

৫।  PAN NUMBER - থাকবে দোকানদারের প্যান নাম্বার । প্রসঙ্গত, প্যান নাম্বার  GST  নাম্বেরের সাথে ইনক্লুড থাকে।

৬। INVOICE -  ইনভয়েস নাম্বার ও তারিখ ।

৭। IGST/CGST/SGST/ UGST - আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন - যেটা হল আপনার বিলে কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে কি ধরনের ট্যাক্স আপনার থেকে দোকানদার কাটল। অর্থাৎ, CGST/IGST/SGST
এ প্রসঙ্গে জানিয়ে রাখি - GST  তে কিন্তু ক্ষেত্র বিশেষে মূলত ৩ ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। যথা- CGST/SGST/IGST
আপনার জন্য কখন কি ট্যাক্স কাটবে তা কিভাবে জানবেন আগে আলোচনা করা হয়েছিল। জানতে চাইলে চোখ বোলাতে পারেন একবার- এখানে পড়ুন ।

৮। 'TAX INVOICE' TERM - যেটা না বললেই নয় , বিলে কিন্তু "ট্যাক্স ইনভয়েস" কথাটা অবশ্যই লিখা থাকবে।
প্রসঙ্গত, অনেক ধরনের বিল হয় । যেমন- লেখা থাকতে পারে - " বিল অফ সাপ্লাই / ক্যাশ মেমো " ইত্যাদি। কিন্তু সবসময় মনে রাখবেন আসল GST  বিলে কিন্তু  ' TAX INVOICE ' কথাটা অবশ্যই লিখা থাকবে।

৯। QUANTITY - কতগুল  জিনিস কিনেছেন সেটাও অবশ্যই থাকবে বিলে।

১০। AUTHORIZED SIGNATORY - দোকানদারের বিধিবদ্ধ সই। যা তিনি GST  পোর্টালে আপলোড করেছেন।


- উল্লিখিত  এই ১০টি জিনিস একান্তই থাকতে হবে GST বিলে ।

তারমধ্যে বিশেষ ভাবে খেয়াল রাখবেন - কি ধরনের ট্যাক্স আপনার কাটা হল (CGST/SGST/IGST) , কত % ট্যাক্স কাটা হল, সেই ট্যাক্সের পরিমান কত এবং জিনিসের দাম কত আর একত্রে কত হল। 

প্রসঙ্গত, GST  ট্যাক্স বলে কিছু হয় না ! আপনার বিলে GST  ট্যাক্স বলে লেখা থাকবেনা । হয় থাকবে CGST - SGST  আর নাহয় থাকবে IGST এখন প্রশ্ন হল - কখন আপনার কি ট্যাক্স কাটবে তা জানবেন কিভাবে !!? খুবই সহজ বাপ্যার। আগেও আলোচনা করা হয়েছিল । চাইলে পড়ে নিতে পারেন পুনঃরাই ।

আর , দেখবেন দোকানদারের ১৫ ডিজিট আলফা-নিউমেরিক সংখ্যা যুক্ত GST  নাম্বারইনভয়েস তারিখ ও ইনভয়েস নাম্বার, দোকানদারের ঠিকানা, আপনার ঠিকানা এবং দোকানদারের বিধিবদ্ধ সই।

সবশেষে আপনাদের জানিয়ে দেওয়া যাক কোন কোন দোকানদার কিন্তু আপনাকে GST  বিল দিতে বাধ্য নয়। বাধ্য নয় বললে হয়ত ভুল বলা হবে তারা দিতে পারবে না । তাতে যত টাকারই জিনিস আপনি কিনুন। কারন - সরকার তাদেরকে বারন করেছে !!  অবাক লাগলেও এটাই সত্যি। 
কেন ? বা তারা কারা অথবা ভাবছেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন দোকানদার  আপনাকে GST বিল দিতে বাধ্য আর কাকে সরকার GST বিল দেওয়ার অনুমতি দেয়নি !!?
এ বাপ্যারে অন্য একটি আর্টিকেল পাবলিশ হয়েছিল - কারা আপনাকে GST  ট্যাক্স দিতে বাধ্য আর কারা চাইলেও দিতে পারবেন না !! - পড়ুন এখানে।

 তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।

এবার একটা খুব'ই গোপন জিনিস বলা যাক - ধরুন আপনার দোকানদার ওপরের ১০ টি পয়েন্ট মেনে আপনাকে GST  বিল দিলো এবং GST  বাবদ আপনার থেকে ট্যাক্স কাটল। আপনিও দেখে নিলেন ১০টি পয়েন্ট ঠিক আছে।
এখন প্রশ্ন - দোকানদারের GST  নাম্বার টা  সঠিক নাকি সেই নাম্বার টা  জাল !! সেটা আপনি কিভাবে বুঝবেন !! অর্থাৎ আপনার দেওয়া ট্যাক্সের নামে বাড়তি টাকা সরকারের ঘরেই জমা হচ্ছে নাকি দোকানদার নিজের কাছেই রাখল !! কিভাবে যাচায় করবেন !!? ঘাবড়ে গেলেন নাকি ! এক্কেবারে ঘাবড়াবেন না। এর সমাধানও আমরা বলেছিলাম - কিভাবে GST  নাম্বার যাচায় করবেন আলচনায়- সেখানেই এর সমাধান সুত্র দেওয়া হয়েছে।

চলুন এবার দেখে নেওয়া যাক একটা GST  বিলের প্রতিরুপ -

A SAMPLE GST BILL IN INDIA 


No comments:

Post a Comment