Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 7 October 2018

জিনিস কিনলে GST ট্যাক্স তো দেন , কিন্তু জানেন কি GST TAX বলে কিছু হয় না !! - জেনে তাখুন দোকানদার ঠকাতে পারবেনা !!

জিনিস কিনলে GST ট্যাক্স তো দেন , কিন্তু জানেন কি, কখন কি ধরনের  ট্যাক্স প্রযোজ্য আপনার জন্য !!

ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত 
দোকান থেকে যখন আমরা কোন জিনিস কিনি তখন দোকানদার আমাদের কাছ থকে ট্যাক্স কাটে । যাকে আগে বলতাম ভ্যাট আর এখন বলি GST ।  তো,  এই GST  যখন কাটে তখন বিল লক্ষ করে দেখেছেন কখনও !! কারন - GST  নিয়ম অনুযায়ী দোকানদার আপনাকে যে GST  বিল দেবে তাতে পরিস্কার করে ম্যানশন করা থাকতে হবে যে কি ট্যাক্স দোকানদার কাটল আপনার কাছ থেকে । অর্থাৎ, বিলে শুধুমাত্র GST  ৮% এরকম হয়না !! যদি এরকম হয়েছে -   সেক্ষেত্রে জেনে রাখুন দোকানদার আপনাকে ঠকাচ্ছে,  কারন- GST  বিলে উল্লেখ থাকতে হবে সেটা CGST/SGST/IGST/UGST ।

অর্থাৎ, GST  নিয়ম অনুযায়ী ভারতবর্ষে মূলত ৪ ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। দেখেনিন কখন কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য -

১ । CGST  - এর পুরো নাম হল - CENTRAL GOODS & SERVICES TAX  অর্থাৎ যখন আপনি কোন জিনিস কিনবেন আপনার রাজ্যে তখন আপনার দেওয়া ট্যাক্সের একটা অংশ চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে CGST মাধ্যমে।
GST  জানুন আর ঠকা থেকে দূরে থাকুন 

২। SGST  - এর পুরো নাম হল STATE GOODS & SERVICES TAX  - এর দ্বারা বোঝা যায় যে, যখন আপনি SGST  দিচ্ছেন তখন আপনার টাকা রাজ্য সরকারের ঘরে যাচ্ছে।

৩। IGST  - অর্থাৎ INTEGRATED GOODS & SERVICES TAX  এক্ষেত্রে যখন আপনি আপনার নিজের রাজ্যের বাইরে কেনাকাটা করেন বা করবেন যেমন ধরুন - অনলাইন কেনাকাটা । সেক্ষেত্রে কোন বাইরের রাজ্যের জিনিস আপনি কিনলেন তখন আপনার জন্য প্রযোজ্য হবে IGST

এবার , নিয়ম অনুযায়ী যদি আপনি আপনার রাজ্যের মধ্যেই কেনাকাটা করেন তাহলে আপনাকে CGST  এবং SGST  দুটোই দিতে হবে।
আর রাজ্যের বাইরে কিনলে শুধুমাত্র IGST । কিন্তু প্রশ্ন হল তাহলে আপনি কি ভাবছেন যে নিজের রাজ্যে কেনাকাটায় আপনাকে ডবল ট্যাক্স দিতে হচ্ছে !! তা কিন্তু একেবারেই না। একটা উদাহরন দেওয়া যাক - 

ধরুন আপনি আপনার নিজের রাজ্যের মধ্যেই কোথাও কেনাকাটা করলেন একটা শাড়ি । যার দাম ৫০০ টাকা ( GST TAX  বাদে ) ।  শাড়িতে  TAX  রেট ৫% । এখন নিয়ম অনুযায়ী দোকানদার আপনার বিল বানাবে এরকম ভাবে -             
                                   
                                          শাড়ি -                 ৫০০/- 
                                          CGST - ২.৫% = ১২.৫/-
                                          SGST - ২.৫ % = ১২.৫
                               -------------------------------------------------
                                                          মোট = ৫২৫/-

অর্থাৎ, দুই ধরনের ট্যাক্স লাগলেও আপনাকে কোন বাড়তি ট্যাক্স দিতে হবে না । ট্যাক্সের যে রেট তা দুই ভাগ হয়ে যাবে ।

এবার ধরুন ওই একই শাড়ি আপনি একই দামে অনলাইনে অন্য কোন রাজ্য থেকে কিনলেন তাহলে আপনার বিল কেমন হত দেখে নেওয়া যাক -
                        শাড়ি -  ৫০০/-
                         IGST  - ৫% = ২৫/-
                     ----------------------------------------
                          মোট= ৫২৫/- 

অর্থাৎ, যেহেতু আপনি বাইরের কোন রাজ্য থেকে কিনলেন তাই আপনার জন্য প্রযোজ্য হল - IGST কিন্তু ভালভাবে লক্ষ্য করে দেখুন দুই ক্ষেত্রেই আপনার দেওয়া ট্যাক্সের পরিমান কিন্তু একই।

GST  জানুন- ঠকা থেকে দূরে থাকুন
প্রসঙ্গত , মনে রাখুন আসল GST  বিলে কিন্তু এভাবেই  উল্লেখ থাকতে হবে কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য হল । যদি তা না থাকে তাহলে জানবেন দোকানদার GST  বিল দেওয়ার নামে আপনাকে ঠকাচ্ছে !! তাই, আপনার প্রিয়জনদেরও সাবধান করে দেবেন যাতে কোন অসৎ ব্যবসায়ী আপনাদের ঠকাতে না পারে এবং আপনাকে যাতে আসল GST  বিল দিতে বাধ্য হয়।



তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।


প্রসঙ্গত, দোকানদার আপনাকে সঠিক  GST বিল দিচ্ছে নাকি আপনাকে ঠকাচ্ছে  !! - তা সহজেই সেই GST  বিল দেখলেই বোঝা যাবে কারন- আসল GST  বিল দিতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিতে হয় । যা উল্লেখ অবশ্যই থাকতে হবে সেই বিলে। এ নিয়ে পড়ে দেখতে পারেন - আপনি যে ট্যাক্স সরকারকে দেন তা কি সরকারের ঘরে পৌছায় ! নাকি দোকানদারের পকেট ভর্তি করে !! কিভাবে যাচায় করবেন আপনাকে যে বিল দেওয়া হল তা সঠিক GST  বিল নাকি নিছক ভাঁওতাবাজি !!

এবার , বাকি রইল UGST - যার নাম থেকেই এবার আপনারাই বলুন কমেন্টে এই ট্যাক্স কোথাকার জন্য প্রযোজ্য !!? - আশা রাখছি সঠিক উত্তর পাবো।
======================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

========================================================================

Advertisement

No comments:

Post a Comment