জিনিস কিনলে GST ট্যাক্স তো দেন , কিন্তু জানেন কি, কখন কি ধরনের ট্যাক্স প্রযোজ্য আপনার জন্য !!
![]() |
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত |
অর্থাৎ, GST নিয়ম অনুযায়ী ভারতবর্ষে মূলত ৪ ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। দেখেনিন কখন কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য -
১ । CGST - এর পুরো নাম হল - CENTRAL GOODS & SERVICES TAX অর্থাৎ যখন আপনি কোন জিনিস কিনবেন আপনার রাজ্যে তখন আপনার দেওয়া ট্যাক্সের একটা অংশ চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে CGST মাধ্যমে।
![]() |
GST জানুন আর ঠকা থেকে দূরে থাকুন |
২। SGST - এর পুরো নাম হল STATE GOODS & SERVICES TAX - এর দ্বারা বোঝা যায় যে, যখন আপনি SGST দিচ্ছেন তখন আপনার টাকা রাজ্য সরকারের ঘরে যাচ্ছে।
৩। IGST - অর্থাৎ INTEGRATED GOODS & SERVICES TAX এক্ষেত্রে যখন আপনি আপনার নিজের রাজ্যের বাইরে কেনাকাটা করেন বা করবেন যেমন ধরুন - অনলাইন কেনাকাটা । সেক্ষেত্রে কোন বাইরের রাজ্যের জিনিস আপনি কিনলেন তখন আপনার জন্য প্রযোজ্য হবে IGST ।
এবার , নিয়ম অনুযায়ী যদি আপনি আপনার রাজ্যের মধ্যেই কেনাকাটা করেন তাহলে আপনাকে CGST এবং SGST দুটোই দিতে হবে।
আর রাজ্যের বাইরে কিনলে শুধুমাত্র IGST । কিন্তু প্রশ্ন হল তাহলে আপনি কি ভাবছেন যে নিজের রাজ্যে কেনাকাটায় আপনাকে ডবল ট্যাক্স দিতে হচ্ছে !! তা কিন্তু একেবারেই না। একটা উদাহরন দেওয়া যাক -
ধরুন আপনি আপনার নিজের রাজ্যের মধ্যেই কোথাও কেনাকাটা করলেন একটা শাড়ি । যার দাম ৫০০ টাকা ( GST TAX বাদে ) । শাড়িতে TAX রেট ৫% । এখন নিয়ম অনুযায়ী দোকানদার আপনার বিল বানাবে এরকম ভাবে -
শাড়ি - ৫০০/-
CGST - ২.৫% = ১২.৫/-
SGST - ২.৫ % = ১২.৫
-------------------------------------------------
মোট = ৫২৫/-
অর্থাৎ, দুই ধরনের ট্যাক্স লাগলেও আপনাকে কোন বাড়তি ট্যাক্স দিতে হবে না । ট্যাক্সের যে রেট তা দুই ভাগ হয়ে যাবে ।
এবার ধরুন ওই একই শাড়ি আপনি একই দামে অনলাইনে অন্য কোন রাজ্য থেকে কিনলেন তাহলে আপনার বিল কেমন হত দেখে নেওয়া যাক -
শাড়ি - ৫০০/-
IGST - ৫% = ২৫/-
----------------------------------------
মোট= ৫২৫/-
অর্থাৎ, যেহেতু আপনি বাইরের কোন রাজ্য থেকে কিনলেন তাই আপনার জন্য প্রযোজ্য হল - IGST । কিন্তু ভালভাবে লক্ষ্য করে দেখুন দুই ক্ষেত্রেই আপনার দেওয়া ট্যাক্সের পরিমান কিন্তু একই।
![]() |
GST জানুন- ঠকা থেকে দূরে থাকুন |
তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।
প্রসঙ্গত, দোকানদার আপনাকে সঠিক GST বিল দিচ্ছে নাকি আপনাকে ঠকাচ্ছে !! - তা সহজেই সেই GST বিল দেখলেই বোঝা যাবে । কারন- আসল GST বিল দিতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিতে হয় । যা উল্লেখ অবশ্যই থাকতে হবে সেই বিলে। এ নিয়ে পড়ে দেখতে পারেন - আপনি যে ট্যাক্স সরকারকে দেন তা কি সরকারের ঘরে পৌছায় ! নাকি দোকানদারের পকেট ভর্তি করে !! কিভাবে যাচায় করবেন আপনাকে যে বিল দেওয়া হল তা সঠিক GST বিল নাকি নিছক ভাঁওতাবাজি !!
এবার , বাকি রইল UGST - যার নাম থেকেই এবার আপনারাই বলুন কমেন্টে এই ট্যাক্স কোথাকার জন্য প্রযোজ্য !!? - আশা রাখছি সঠিক উত্তর পাবো।
======================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন আমরা বেছে নেবো।
অথবা প্রশ্ন পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
FACEBOOK PAGE- CLICK |
NOW IT'S MORE EASY TO CONNECT![]() |
DIGITAL BARTA WHATSAPP |
![]() |
Advertisement |
No comments:
Post a Comment