GST নাম্বার থাকা সত্ত্বেও কিছু ব্যাবসায়ী কিন্তু আপনাকে GST বিল দিতে পারে না !!
অবাক লাগলেও এটাই সত্যি
![]() |
GST জানুন - ঠকা থেকে শত হাত দূরে থাকুন |
সাধারন মানুষের জন্য ট্যাক্স সেই রাজ রাজাদের সময়কাল থেকেই লাগু হয়ে এসেছে । কারন- রাজ্য চালাতে গেলে তা একান্তই প্রয়োজন। কিন্তু সেই ট্যাক্স কখন বেশী অথবা কখন কম !! যাই হোক আমরা সবাই জানি ২০১৮ , ১লা এপ্রিল থেকে চালু হয়েছে - 'এক দেশ এক ট্যাক্স' । অর্থাৎ, GST !! তার আগে ছিল VAT । যা ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। একই জিনিসের ওপর কোন রাজ্য নিত ৫% তো অন্য রাজ্য নিত ১০% ।
যাই হোক, দীর্ঘদিন ভারতের ট্যাক্স সিস্টেম এর কোনোরূপ পরিবর্তন না হওয়াই বিভিন্ন জটিলতার সৃষ্টি করেছিল। তাছাড়া, ব্যাবসায়িদের ট্যাক্স ফাঁকি, সারা দেশে একই ট্যাক্স হার নির্ধারণ ইত্যাদি বিভিন্ন কারনে চালু করা হয়েছিল GST ।
বর্তমানে আপনি কোন জিনিস কিনলে তার ওপর আপনাকে GST কর দিতে হয়। এখানে অবশ্য বলে রাখা ভালো GST বলে কোন ট্যাক্স হয়না ! ওটা শুধু একটা ট্যাক্স সিস্টেম, এর নাম - GOODS & SERVICES TAX !! আসলে আপনার কাছ থেকে নেওয়া হবে হয় CGST/SGST / আর নাহয় IGST !! আপনাকে কোন ব্যাবসায়ি যদি বিলের ওপর GST লিখে দিয়ে থাকে তাহলে নিশ্চিত জানুন আপনাকে ঠকান হচ্ছে।
এই CGST/IGST বা IGST - এগুলো কি !? বা কখন আপনার কোন ট্যাক্স কাটবে তা আমরা প্রকাশ করেছিলাম আগেই - যদি না দেখে থাকেন তাহলে পুনরায় সেই আর্টিকেল টি পড়তে পারেন এখানে - CGST নাকি IGST না SGST !! - কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য !!?
সরকারের তরফ থেকে অনেক প্রচার করা স্বত্তেও সাধারন মানুষের মধ্যে এখনও GST সম্পর্কে সেভাবে সচেতনতা গড়ে ওঠেনি। ফলস্বরুপ , এক শ্রেণির আসাধু ব্যাবসায়ি GST ট্যাক্স এর নামে জিনিসপত্রের বেশী দাম ধার্য করছে। যা কখনই কাম্য নয়।
আবার কখন দেখা যাচ্ছে যে , GST বিলের নামে আপনাকে ডুপ্লিকেট বিল ধরাচ্ছে !! আর আপনার ট্যাক্স এর টাকা সরকারের ঘরে জমা করার পরিবর্তে নিজেদের পকেট ভর্তি করে চলেছে !!
কিন্তু এর প্রতিকার কি !!? অথবা এটা নিরসনের উপায়ই বা কি !! - এসব প্রশ্নের সহজ উত্তর - সচেতনতা। হ্যাঁ, একমাত্র সচেতনতাই এই আসাধু ব্যাবসায়িদের কার্যকলাপ আটকাতে পারে।
![]() |
PICTURE COLLECTED FROM - INTERNET |
আর , এটাও কোন জটিল ব্যাপার নয়। আপনি চাইলেই যেকোনো বিল আসল GST কিনা তা নিমেষেই জানতে পারবেন, এক ঝলক দেখলেই। কিভাবে বুঝবেন দোকানদারের দেওয়া বিল - আসল GST বিল কিনা !!? - এই টপিক আগেই আলোচনা করা হয়েছিল। চাইলে আরও একবার এখানে ক্লিক চোখ বুলিয়ে নিতে পারেন।
========================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন আমরা বেছে নেবো।
অথবা প্রশ্ন পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
FACEBOOK PAGE- CLICK |
NOW IT'S MORE EASY TO CONNECT![]() |
DIGITAL BARTA WHATSAPP |
========================================================================
এবার, দেখা যাক কোন ব্যাবসায়ি আপনাকে আসল GST বিল দিতে বাধ্য । আর কোন ব্যাবসায়ি তাদের GST নাম্বার থাকা সত্বেও আপনাকে GST বিল দিতে পারবে না !! অর্থাৎ, GST নাম্বার থাকলেও সরকার তাদের GST বিল দেওয়ার ছাড়পত্র দেয়নি !!
- প্রথমত বলে রাখি GST বিল প্রতিটি ব্যাবসায়ী আপনাকে দিতে বাধ্য এবং তা GST বিলের নিয়ম অনুযায়ী হতে হবে। এই GST বিল আপনার অনেক কাজেই লাগতে পারে অর্থাৎ, এই বিলের সাহাজ্যে আপনি ওই দোকানদার সম্পর্কে অনেক কিছু তথ্য জেনে যেতে পারবেন । এমনকি ওই দোকানদার আপনাকে আসল বিল দিলো কিনা ! আপনার কাছ থেকে নেওয়া ট্যাক্স এর টাকা সরকারের ঘরে ঠিকঠাক জমা দেয় কিনা ! ওই দোকানদারের আর কোন ব্যাবসা ওই রাজ্যে আছে কিনা ! দোকানদারের প্যান কার্ড নাম্বার ! বিলের ধরন - অর্থাৎ হোলসেল বিল নাকি খুচরো ক্রেতাকে দেওয়া বিল ! দোকানদার একক ভাবে ব্যাবসা করেন নাকি শেয়ার, বা কোম্পানি ইত্যাদি, এমনকি দোকানদারেরে পদবি কি !! এত সব আপনি জানতে পারবেন দোকানদারের দেওয়া GST বিল দেখে !!
অবাক হলেও সত্যি। কিন্তু সচেতনতার অভাবে আমরা সে সব বুঝতেই পারিনা । যদিও , GST বিল দেখে কি কি জানা যাবে !- এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছিল। এখনও এই সাইটে সেই লেখাটি আছে। যদি কোন কারনে আর্টিকেল টা মিস করে গেছেন তাহলে এখানে ক্লিক করে চোখ বুলিয়ে নিতে পারেন - GST বিল দেখে কিভাবে দোকানদারের সম্পর্কে কি কি জানা যায় !!?
![]() |
GST জানুন আর ঠকা থেকে দূরে থাকুন |
তারা হলেন , কম্পসিট ডিলার । অর্থাৎ, GST আইন অনুযায়ী, ব্যাবসায়িদের দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হল - রেগুলার আর একটা কম্পসিট ।
যদিও , দুই স্কিমের ব্যাবসায়ীদের'ই বৈধ GST নাম্বার আছে কিন্তু তবু, যারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন ওনারা ক্রেতাকে GST বিল দিতে পারেন না এবং ক্রেতার কাছ থেকে আলাদা ভাবে কোন GST ট্যাক্স ও নিতে পারেন না। এ বিষয়ে আরও বিষদ জানতে চাইলে আমাদের ই-মেল করুন অথবা কমেন্ট করে জানান।
এবার , তাহলে প্রশ্ন হল - সাধারন ক্রেতা কিভাবে বুঝবেন যে কোন ব্যাবসায়ি রেগুলার GST এর আওতাই আর কোন ব্যাবসায়ি কম্পোজিশন স্কিমের আওতাই !! তাইতো !!?
এক্কেবারে , ঘাবড়াবেন না । কারন - সরকার সব ব্যাবস্থায় করে রেখেছেন । আসলে যে সমস্ত ব্যাবসায়ি GST কম্পোজিশন স্কিম এর আওতাই আছেন তাদের জন্য নিয়ম হল -
1. বাধ্যতামুলক ভাবে ওনারা দোকানের সামনে পরিস্কার বড় বড় ভাবে লিখে রাখবেন যে ওনারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন। এবং
2. ওনারা যে বিল দেবেন তাতেও লেখা থাকবে যে ওনারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন। তাই বুঝতেই পারছেন এ নিয়ে বিশেষ কোন আসুবিধে হওয়ার কথা নেই ।
![]() |
picture collected from- internet |
আর তাছাড়া আমাদের অ্যাপ এর মাধ্যমে যে কোন GST নাম্বার সাবমিট করলেই এক মুহূর্তেই বুঝে যাবেন কোন ব্যাবসায়ি কি রকম। বা ব্যাবসায়িদের খুঁটিনাটি !! - অ্যাপ টি পেতে চাইলে আমাদের মেল পাঠান।
তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।
No comments:
Post a Comment