Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 7 October 2018

GST NUMBER !! - এটা দেখে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন - জেনে নিন বিস্তারিত

GST NUMBER !!  -  এটা  দেখে কি কি গুরুত্বপূর্ণ  তথ্য  আপনি জানতে পারবেন

একটা GST  বিল / নাম্বার দেখে জানা যায় নানান তথ্য - জানেন কি আপনি !?

আমাদের প্রত্যেকের কাছেই নানান ধরনের ধরনের পরিচয়পত্র থাকে । কখন তা  প্যান কার্ড নামে জানি কখন বা ভোটার কার্ড অথবা আধার কার্ড। যে নামেই জানি না কেনো ,প্রত্যেক কার্ড মানেই তার নিজস্ব একটা ইউনিক নাম্বার থাকে যা একে অপরের থেকে আলাদা। ঠিক সেরকমই GST  নাম্বার হল গোটা ভারতবর্ষের ব্যাবসায়ীদের ইউনিক পরিচয়পত্র, যা প্রতিটি ব্যাবসায়ীকে  আলাদাভাবে চিনতে সাহায্য করে।


বাকি সব পরিচয়পত্রের মতো এই GST  নাম্বারও কতগুলি সংখ্যা ও আলফাবেট দিয়ে হয় আর প্রতিটি GST  নাম্বার হবে ১৫ ডিজিট অর্থাৎ GST  হল ১৫ ডিজিটের একটি আলফা-নিউমেরিক সংখ্যা। এই সংখ্যা দিয়েই আমরা সারা ভারতবর্ষের প্রতিটি ব্যাবসায়ীকে আলাদাকরে চিহ্নত করতে পারি। 

এই ১৫ ডিজিটের বিশেষ সংখ্যাটি ব্যাবসা করার ছাড়পত্র বলা যায়। যাইহোক, আসুন দেখা যাক এই বিশেষ নাম্বারটি দেখে সাধারন মানুষ অর্থাৎ আমি, আপনি কি কিছু বুঝতে পারব!!?

প্রথমে একটা GST নাম্বার দেখুন কেমন হয় -  19AYQPD7629R1ZT 


ওপরের GST  নাম্বার দেখে যা যা আমরা বুঝতে পারি টা পয়েন্ট আকারে নিচে দেওয়া হল- 


১। প্রতিটি GST  নাম্বার হবে ১৫ সংখ্যার
২। GST নাম্বার কিন্তু হবে আলফা-নিউমেরিক অর্থাৎ সংখ্যা ও আলফাবেট নিয়ে গঠিত।


৩। GST  নাম্বারটি ভালভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন ১৫ সংখ্যার নাম্বারের মধ্যে প্রথম দুটি সংখ্যা হবে নাম্বার। এটা কিন্তু প্রতিটি GST  নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সংখ্যা দেখে কিন্তু বোঝা যাবে ব্যাবসায়ী কোন রাজ্যে ব্যাবসা করেন । অর্থাৎ , প্রতিটি রাজ্যের জন্য GST  নাম্বারের প্রথম দুটি সংখ্যা কিন্তু আলাদা আলাদা। যেমন - পশ্চিমবঙ্গের কোন ব্যাবসায়ী হলে তার GST নাম্বার শুরু হবে ১৯ দিয়ে।কারন - ওই ১৯ সংখ্যাটা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বরাদ্দ।
উপরের উদাহরন দেখুন 19AYQPD7629M1ZT  -  স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রথম দুটি সংখ্যা ১৯ অর্থাৎ পশ্চিমবঙ্গের কোড ।

সেভাবেই  ১৫  হল মিজোরাম  রাজ্যের কোড, ১৭ হল মেঘালায়  রাজ্যের কোড, দিল্লির কোড হল ০৭ ইত্যাদ............।

এবার, বাকি রইল পরের ১৩ টি সংখ্যা । আসুন দেখা যাক।

৪। তাহলে GST  নাম্বারের প্রথম দুটি সংখ্যার গুরুত্ব বুঝলাম । এবার, বাকি ১৩ টি সংখ্যার মধ্যে শেষের ৩টি সংখ্যা বাদে মাঝখানের ১০টি সংখ্যা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন !! ওটা কি!!? যেমন- 19AYQPD7629R1ZT এই GST নাম্বারের ক্ষেত্রে মাঝের ১০ টি ডিজিট হল - AYQPD7629M ; যা দেখে সহজেই বোঝা যাচ্ছে যে ওটা একটা প্যান কার্ড নাম্বার।
হ্যাঁ, যিনি ব্যাবসায়ী ওনার প্যান কার্ড নাম্বার ওটা। 
এবার আসি , শেষের ৩টি সংখ্যা দেখে আমরা কি বুঝতে পারি!! 
Advertisement 

প্রসঙ্গত, প্যান কার্ড নাম্বারেরও বিশেষ তাৎপর্য আছে। অর্থাৎ - প্যান কার্ড দেখেও আপনি কিন্তু  কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস কারো সম্পর্কে জেনে যেতেই পারেন ! যেমন ধরুন- প্যান কার্ড দেখে আপনি জানতে পারবেন ব্যাক্তিটির ব্যাবসা কি রকম অর্থাৎ - একক বা যৌথ নাকি কোম্পানি নাকি হিন্দু  অভিন্ন পারিবারিক ব্যাবসা , ব্যাবসায়ীর পদবি ইত্যাদি
সেগুলি আলাদা ভাবে আগে আলোচনা করা হয়েছিল - এখানে চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন - প্যান কার্ড থেকে  কি কি জানা যেতে পারে !!

৫। GST  নাম্বারের সবচেয়ে শেষে যে ৩টি সংখ্যা থাকে ,যেমন - AYQPD7629M1ZT  , এই GST  নাম্বারের ক্ষেত্রে শেষের ৩ টি ডিজিট হল -  1ZT । এক্ষেত্রে , ১৩ তম সংখ্যাটি গুরুত্বপূর্ণ। কারন এই সংখ্যাটি দেখে আপনি বুঝতে পারবেন যে , ওই দোকান মালিক এই রাজ্যে আর অন্য কোন ব্যাবসা করেন কিনা !! 
কিভাবে বুঝবেন ?? এক্কেবারে সোজা, যদি ওই ১৩তম সংখ্যাটি ১ থাকে তার মানে দোকান মালিক ১ টাই ব্যাবসার জন্য রেজিস্ট্রেশন নিয়েছেন।
SAMPLE GST NUMBER - EXPLANATION 

যেমন - আমরা যে উদাহরন দেখছিলাম  AYQPD7629M1ZT , এক্ষেত্রে দেখুন ১৩ তম স্থানে আছে ১ অর্থাৎ, ওই ব্যাবসায়ীর ওই রাজ্যে ১ টি মাত্র ব্যাবসার জন্য রেজিস্ট্রেশান নেওয়া আছে।
সেরকম ওই ১৩ তম সংখ্যাটা যদি ২ থাকে - তার অর্থ ওই মালিকের আরও অন্য ব্যাবসা আছে ওই রাজ্যে। একইরকম ভাবে সেটা ৪/৫/৬/৭............৩৫ পর্যন্ত হতেও পারে।
আশাকরি বঝাগেলো ।

এবার লাস্ট ২ টো ডিজিট বাকি রইল। আসুন সেগুলিও দেখা যাক।

৬। ১৪ নাম্বার সংখ্যাটি যেকোনো ব্যাবসায়ীর ক্ষেত্রেই এখন Z  হবে । অর্থাৎ, ওই সংখ্যার এখন বিশেষ তাৎপর্য কিছু নেই। সবার GST  নাম্বারের ১৪ তম সংখ্যাটি Z  হবেই। AYQPD7629M1ZT

৭। GST  নাম্বারের সর্বশেষ সংখ্যাটি একটি আলফাবেট ( A-Z ) হবে  বা সংখ্যা  (১-৯) হবে  এবং এটাকে চেক ডিজিট বলা হয়ে থাকে। অর্থাৎ, যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে ওই ডিজিট দেখেই ঠিক হবে। তাই চেক ডিজিট বলে। যেমন-  AYQPD7629M1ZT ,   
এক্ষেত্রে , হল চেক ডিজিট ।


তাহলে এবার আপনারা নিশ্চয় একটা GST  নাম্বার দেখে সহজেই বুঝতে পারবেন যে , সেটা কোন রাজ্যে নথিভুক্ত আর জানা যাবে যার নামে GST  নাম্বার আছে ওনার প্যান কার্ড নাম্বার সাথে জানা যাবে সেই মালিকের আর কতগুলি ব্যাবসা নথিভুক্ত আছে ওই রাজ্যে। 
এছাড়াও, আপনি জানতে পারবেন ওই ব্যাবসায়ী সঠিক সময়ে আপনার কাছ থেকে নেওয়া ট্যাক্স সরকারকে জমা করেন কিনা। 


তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।

আবার আপনি যদি প্যান কার্ড নাম্বার কিভাবে দেওয়া হয় জেনে থাকেন তাহলে আরও কিছু তথ্য আপনি জেনে যেতে পারবেন ওই ব্যাবসায়ী সম্পর্কে । যেমন- জানতে পারবেন ওনার ব্যাবসাটা একক  নাকি যৌথ , কোম্পানি  নাকি ফার্ম , ট্রাস্ট নাকি অভিন্ন হিন্দু সম্পত্তি !!
এছাড়াও জানতে পারবেন -  ব্যাবসায়ীটির পদবিইচ্ছে হলে পড়ে দেখতে পারেন- কিভাবে আপনার প্যান কার্ড নাম্বার বরাদ্দ হয় ।
======================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

========================================================================

No comments:

Post a Comment