Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 7 October 2018

আপনার প্যান কার্ড নাম্বার কিভাবে বরাদ্দ হয় জানেন কি আপনি !!? - জেনে রাখুন কাজে লাগতে পারে

আপনার প্যান কার্ড নাম্বার কিভাবে বরাদ্দ হয় জানেন কি আপনি !!

জেনে রাখুন কাজে লাগতে পারে 



SAMPLE OF A PAN CARD NUMBER 

প্যান কার্ড । কথাটা মোটেই অপরিচিত নয় । আর বিশেষ করে চাকুরীজীবী হলে তো কথায় নেই। তবে বর্তমানে টাকা উপার্জনকারী প্রায় প্রত্যেকের কাছেই আছে প্যান কার্ড। এটি অনেক সময় আইডেন্টিটি প্রুফ হিসেবেও কাজে  লাগে । যাইহোক, আজ আমরা জানব এই প্যান কার্ড নাম্বার কিভাবে বরাদ্দ করা হয়ে থাকে । অথবা একটা প্যান কার্ড দেখে আমরা কি কি জিনিস জানতে পারব কোন ব্যক্তির সম্পর্কে !! আদৌ কি প্যান কার্ড দেখে কিছু বোঝা যায় !!? 

আসুন জেনে নিই -
প্রথমেই জেনে রাখা ভালো প্যান কার্ড একটি ১০ সংখ্যার  আলফা-নিউমেরিক নাম্বার । এটি ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থকে ইস্যু করা হয়। ভারতবর্ষে বর্তমানে প্রায় ৩০-৩৫ কোটি প্যান কার্ড হোল্ডার আছেন।
এই প্যান কার্ড প্রত্যেকটি একে অপরের থেকে আলাদা হবে।

এবার দেখি ওই ১০ সংখ্যা কিভাবে এক এক জনকে দেওয়া হয় বা ওই সঙ্খ্যাগুলির কি তাৎপর্য !!

১. ১০ টি সংখ্যার মধ্যে প্রথম ৩টি ডিজিট হবে A-Z  এর মধ্যে । এক্ষেত্রে রেন্ডম সিলেকশনের মাধ্যমে এই তিনটি অ্যালফাবেট নির্ধারিত হয়।

২. তারপর চতুর্থ অ্যালফাবেট দেখে বোঝা যাবে যে, - ওই প্যান কার্ড রেজিস্ট্রেশন কি রকম !? অর্থাৎ, কোন ব্যক্তিগত প্যান  কার্ড নাকি কোম্পানি প্যান কার্ড , নাকি কোন ট্রাস্ট এর রেজিসট্রেশন ইত্যাদি। 


একটা উদাহরন নেওয়া যাক - ধরুন আপনি ব্যাক্তিগত ভাবে প্যান কার্ড করালেন মানে ওই চতুর্থ স্থানে P বসবে । সেরকম যদি - কোম্পানি হয় তাহলে C বসবে , ট্রাস্ট হলে T বসবে , ফার্ম হলে F  বসবে এইভাবে ।
যেমন -  AYQ D1629M এই প্যান নাম্বারটিতে চতুর্থ স্থানে আছে P অর্থাৎ, এটা দেখে বোঝা যাবে যে এটা কোন ফার্ম, বা কোম্পানি নয় ......... - এটা একজনার  ব্যাক্তিগত প্যান কার্ড।

P - PERSON; F- FARM ; C- COMPANY;  T- TRUST; A - ASSOCIATION OF PERSON ; 
H - HUF( Hindu Undivided Family)

৩। আর পঞ্চম অ্যালফাবেট হবে আপনার পদবি অনুযায়ী অর্থাৎ আপনার পদবি যদি দে/দত্ত/দাস হয় তাহলে ওই পঞ্চম স্থানে D বসবে। যেমন - AYQ1629M  এই প্যান কার্ড টিতে পঞ্চম স্থানে আছে D ।অর্থাৎ, এটা দেখে বোঝা যায় যে - এটা যার প্যান কার্ড ওনার পদবি D দিয়ে হবে নিশ্চিত। হয় দত্ত, নাহয় দাস নতুবা দে ইত্যাদি।

আর যদি প্যান কার্ড টি ব্যাক্তিগত প্যান কার্ড না হয় , তাহলে এই পঞ্চম অক্ষর টা হবে যার নামে প্যান কার্ড টি ইস্যু হয়েছে ওনার নামের  প্রথম অক্ষর।
--------------------------------------------------------------------------------------------------------------------------

যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

----------------------------------------------------------------------------------------------------------------------
৪। তারপর আবার ৪টি ডিজিট রেন্ডম ভাবে বসবে ০০০১-৯৯৯৯ পর্যন্ত। যেমন- AYQPD 1629

৫। সবশেষে আসবে একটা অ্যালফাবেট পুনরায়। এটাকে চেক ডিজিট বলা হয়ে থাকে । যেমন-  AYQPD1629 M 

অর্থাৎ, কারো প্যান কার্ড দেখে আপনি সেই বেক্তি সম্পর্কে কয়েকটা  জিনিস জেনে নিতে পারবেন । এবার আপনার প্যান কার্ড দেখে মিলিয়ে দেখুন তো উপরের লেখাটা মিলছে কিনা !! কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যয় ।

তথ্যটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন 

======================================================================

KNOW YOUR GST BILL BY 10 SIMPLE POINTS 
একইরকম ভাবে আমরা GST নাম্বার দেখেও একজন ব্যাবসায়ী সম্পর্কে অনেক কিছু তথ্য জেনে নিতে পারব আগে থেকেই । আর যদি জানা থাকে যে, GST  নাম্বার কিভাবে বরাদ্দ হয় তাহলে আমাদের আর কেও সহজে ঠকাতেও পারবেনা । এমনকি আমরা এটাও জেনে যেতে পারব যে ওই ব্যাবসায়ী সরকারকে ঠিকমত আপনার ট্যাক্সের টাকা জমা দেয় কিনা !! এ বিষয়ে - আগে আমাদের এই সাইটেই আলোচনা করা হয়েছিল। যদি চান তো- পড়ে ফেলতে পারেন - আপনাকে ব্যাবসায়ীরা ঠকাচ্ছে নাতো !!? 
========================================================================
Advertisement- অ্যামাজন এর সাথে ব্যাবসা করতে চাইলে যোগাযোগ করুন 


No comments:

Post a Comment