Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 23 November 2018

" রেগে যেও না কারো ওপর , যদি আমি মারা যায় " - পৃথিবীর সবচেয়ে বিছিন্ন ভু ভাগে যাওয়ার চেষ্টায় সেন্টিনেল উপজাতির হাতে মৃত !!

উত্তর আন্দামানের এক বিচ্ছিন্ন ভু-ভাগ যেখানে সাধারনের প্রবেশ নিষেধ !! 
থাকেন কেবল সেন্টিনেল উপজাতির গুটিকয়েক আদিম প্রকিতির মানুষজন - জানলে আশ্চর্য হবেন 


এ এক আশ্চর্য গল্পকথার মত বাস্তব । আমরা যখন GLOBALIZATION  এর যুগে ওরা
তখন  GLOBAL ISOLATION  এর পথে । আমরা যখন যখন পুরো পৃথিবী পকেটে নিয়ে ঘুরছি ওরা তখন আন্দামানের অগভীর জঙ্গলে সম্পূর্ণ বিছিন্ন , যোগাযোগ বিহীন এক আদিম জীবন যাপনে মত্ত !!

জানলে আরও অবাক হবেন এই আন্দামানের এই সেন্টিনেল দ্বীপের ৫ কিলোমিটার এর মধ্যে কেও আসতে পাবেন না !! যদি আসার চেষ্টা করেন তাহলে সেটা অপরাধ বলে গন্য হবে !!

আমরা যখন ওদের কাছে আনতে চেয়েছি ওরা তখন আমাদের দূরে রাখতে চেয়েছে ! এমনি এক আদিম উপজাতি , আন্দামানের গভীর জঙ্গলে বসবাস করে চলেছে প্রায় ৫৫ হাজার বছর ধরে । কিন্তু , আজ পর্যন্ত আমরা অর্থাৎ বাকি পৃথিবী বাসী প্রায় কিছুই জানতে পারলাম না তাদের সম্পর্কে ।

এমনকি তাদের সংখ্যাটাও সঠিক ভাবে বলতে পারিনা ! ২০১১ সালের সেন্সাস অনুযায়ী তাদের সংখ্যা হবে আনুমানিক ৫০-৫০০ জন । অনেকের মতে সংখ্যাটা ২০ হবে তার মধ্যে মাত্র ৩ জন মহিলা ।
তবে এই সংখ্যা কমে আসছে বিভিন্ন কারনে এবং ধীরে ধীরে তারা বিলুপ্তির পথে !

এই দ্বীপের ৫ কিমির মধ্যে প্রবেশ নিষিদ্ধ সরকারিভাবে 
এদের বলা হয় সেন্টিনেল উপাজাতি আর এদের বাসস্থান উত্তর সেন্টিনেল দ্বীপে। তাই ,এদের বলা হয় সেন্টিনেলিস ।
এই উপজাতির মানুসেরা এখন শিকার নির্ভর অর্থাৎ,জঙ্গলের মধ্যে  শিকার করেই তাদের দিন চলে।

ভারত সরকার বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যারথ হয় ! তাই, এখন আর কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করা হয় না । তারা নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে চাই বাকি পৃথিবী থেকে।

তাই, অন্য  কেও যদি তাদের এলাকাতে ঢুকে পড়ে তাহলে তাদের তারা মেরে ফেলে !! প্রসঙ্গত ঃ সদ্য এক আমেরিকান ট্যুরিস্ট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে গিয়ে প্রান হারান তাদের হাতে ।
মৃত আমেরিকান ট্যুরিস্ট  জন চাউ সদ্য প্রান হারান 

এমন কি যখন সুনামি হয়েছিল তখন ভারত সরকার থেকে তাদের কথা ভেবে সেখানে হেলিকপ্টার করে খাবার- জল ইত্যাদি পাঠিয়েছিলো সাহাজ্য হিসেবে । কিন্তু, সেগুলি সেই সেন্টিনেল উপজাতির লোকেরা গ্রহন করেন নি ! উল্টে সেই হেলিকপ্টার টিকে আক্রমন করার চেষ্টা করা হয়েছিল !!

তাই, শেষমেশ ভারত সরকার তাদের সাথে যোগাযোগ করার সব চেষ্টা থেকে বিরত হয় এবং তারা যেভাবে থাকতে চাই সেভাবেই তারা যাতে থাকতে পারে সেই জন্য আইন করে সেই দ্বীপে যাওয়া সম্পূর্ণ ভাবে নিসিদ্ধ ঘোষণা করা হয় !



১৮০০ সালে ব্রিটিশ অফিসার ইন চার্জ অফ আন্দামান , M.V.PORTMAN  সেখানে গিয়েছিলেন ওই উপজাতিদের সাথে যোগাযোগ তৈরি করতে কিন্তু বিফল হন । তবে তিনি সেখান থেকে দুটি সেন্টিনেল বাচ্চাকে নিয়ে এসেছিলেন পোর্ট ব্লেয়ার এ , বৈজ্ঞানিক অনুসন্ধান চালানোর জন্য। তবে, বাচ্চা গুলিকে কিছু গিফট সমেত ফিরিয়ে দিয়ে আসেন পরে ।


তাই, দীর্ঘদিন ধরে বর্তমান মানুষ সেখানে সেখানে 'পা' ফেলতে পারেন নি। সেই কারনেই, অনেকের কাছে এই উত্তর সেন্টিনেল দ্বীপ এক বিশেষ আকর্ষণের। আর সেই আকর্ষণে যারা যারা গিয়েছেন সেখানে তাদের বেশিরভাগেরই পরিনতি হয়েছে ভয়ঙ্কর !!

বিদ্র ঃ সদ্দ্য এই সেন্টিনেল দ্বীপের উপজাতিরা একজন আমেরিকান ট্যুরিস্ট কে মেরে ফেলে । আমেরিকান ট্যুরিস্ট যাওয়ার এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ইনি লোকাল কয়েকজন মৎস্য জীবীর সহায়তায় ১৬ই নভেম্বর প্রথমবার সেখানে যান। কিন্তু, সেন্টিনেল উপজাতিরা তাকে দেখা মাত্র দূর থেকেই তির ছোড়েন । তিরটি তার সাথে থাকা একটি বইয়ে লাগলে তিনি সেদিন সাঁতরে ফিরে আসেন । এরপর.........

এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

পরের দিন আবারো চেষ্টা করেন সেখানে যাওয়ার ।সাথে নেন সেখানকার সেন্টিনেল উপজাতিদের জন্য কিছু উপহার ও ফুটবল । আর যাওয়ার আগে চিঠি লিখে যান বাড়ীতে -
" আমি নিজেই যাচ্ছি সেখানে , যদি আমি মারা যায় কারো ওপর রাগ কর না ! আমি সেখানকার মানুষদের ভাগবান যীশুর সাথে পরিচয় করাব। আমাকে তোমরা বোকা ভেবো না । "

No comments:

Post a Comment