Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 24 November 2018

শিক্ষক আন্দোলনের গতকাল আর আগামীকাল :

শিক্ষক আন্দোলনের গতকাল আর আগামীকাল ....
আজ মাঝের ২৪ ঘণ্টা 

মাঝখানে ব্যবধান 24 ঘন্টা!! তারপরেই শিক্ষক মহল মনে করছেন সরকারের মনোভাব অনেকটাই পরিষ্কার হয়ে যাবে...


গতকাল UUPTWA এর ব্যানারে রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা কলকাতায় ধিক্কার মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছিলেন আর আগামীকাল অর্থাৎ 25 নভেম্বর শিক্ষামন্ত্রী বসবেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন এর সাথে....

যদিও আলোচ্য বিষয় কি তা পরিষ্কার ভাবে জানা যায়নি.. তবে সেখানে উপস্থিত থাকবেন প্রতিটি জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের জেলার নেতৃত্ব..
তবে এই আলোচনা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক দিয়ে....কারণ -

এক দিকে UUPTWA এর ক্রমবর্ধমানতা..
আর অন্য দিকে দলের ভেতরেও মৃদু স্বর ভেসে আসছে  যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতনের দাবীতে ।

কোলকাতা সুবোধ মল্লিক স্কয়ার থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল 
এমনিতেও সরকারের তরফে  প্রাথমিক শিক্ষকদের কাজ বলতে কিছুই হয়নি ! বিভিন্ন জেলাতে দূরবর্তী অঞ্চলের শিক্ষকেরা বাড়ি থেকে প্রায় ৮০-১২০ কিমি দূরে ,১০-১২ বছর ধরে কাজ করে গেলেও আজ পর্যন্ত না সরকার না সরকারী সঙ্ঘটন !! কেও উচ্চবাচ্য কিছুই করেনি ।
অথচ, মাঝে মধ্যে নিয়ম বহির্ভূত ভাবে ১-২ বছর কাজ করেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই কেও কেও নিজের পছন্দ মত স্থানে বদলি হচ্ছেন !!

কেবলমাত্র একটি কাজ সরকারী সঙ্ঘটন ঠিক সময় নিয়ম মেনে করে থাকে তা হল- মেম্বেরদের কাছ থেকে বাৎসরিক চাঁদা আদায় !!
ধীরে ধীরে দেওয়ালে পিঠ থেকতে শুরু করেছিল আর তারই বহিপ্রকাশ UUPTWA  এর প্লাটফর্ম।

তাই, একপ্রকার নিজেদের শিক্ষক সংগঠন  কে ঝালিয়ে নেওয়ার জন্যই এই ২৫ তারিখের আয়োজন বলে মত রাজনৈতিক বিশ্লেষণকারীদের । আর , সামনে ভোট ! তাই, সরকার এবং বিরোধী উভয় পক্ষই চাই এই বিপুল পরিমান প্রাথমিক শিক্ষকদের নিজেদের পাশে পেতে। তাই, বিরোধী নেতারাও যেমন পাত্তা দিতে বাধ্য হচ্ছেন UUPTWA কে ঠিক তেমনি সরকারও আর অবহেলা করতে পারছেনা ।

তবে ঘনিষ্ঠ মহলের মতে , UUPTWA  এর যা দাবী তা ন্যায্য দাবী হলেও ,সরকারের পক্ষে এখন তা কার্যকর করার সম্ভবনা খুব ক্ষীণ , কারন- এমনিতেই সামনের বছরেই দিতে হবে পে-কমিশন ! আর টালবাহানা করে ফেলে রাখা যাবে না ।
অন্যদিকে UUPTWA  নিজেদের ন্যায্য দাবী আদায়ে মোক্ষম সময়ে যে ভাবে আন্দোলনের ধার দিন দিন যেভাবে বাড়িয়ে চলেছে তাতে সরকার পক্ষ বেকায়দায় !! প্রথমদিকে কিছুটা হালকা ভাবে নিলেও এবার দলীয় আলোচনায় উঠে আসছে UUPTWA  প্রসঙ্গ।


সরকারের  সমস্যা বেড়েছে মূলত ২ টি কারনে
- এক, বাইরে স্বীকার না করলেও ওনারা জানেন যে শিক্ষকদের দাবিদাওয়া ন্যায্য আর দুই, এটা শিক্ষকদের সংগঠন, তাই মনভোলানো কথায় ভুলিয়ে রাখাটা কিছুটা রিস্ক হতে পারে সামনের ভোটে ! কারন- সরকার এমনিতেই চাই যাতে প্রাথমিক শিক্ষকেরা সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যাতে সাধারন মানুষের মধ্যে তুলে ধরেন।
তাই, UUPTWA  এখন গলায় আটকে, না ফেলতে পারছেন না গিলতে পারছেন। 
তাই ,আগামিকাল ২৫ নভেম্বরের সভা থেকে কিছুটা ড্যামেজ কন্ট্রোল বা একটা শেষ চেষ্টা করা হবে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেওয়ার মাধ্যমে।
২৫ নভেম্বরের নজ্রুল মঞ্চ থেকে পরিস্থিতি  কিছুটা বাগে আনার চেষ্টা করা হবে মাত্র। সেখানে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেওয়া হবে। আর , আশ্বাস দেওয়া হবে - শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে সরকার ভাবছে ! যদি কিছু কাজ হয় । এবং জেলার নেতৃত্বরাও জেলার শিক্ষকদের গিয়ে বলতে পারবেন যে সরকার ভাবছে শিক্ষকদের কথা - আপনারা পাশে থাকুন !!

সম্বরধনা দেওয়া হচ্ছে ২৯-৩৯ অক্টোবর এ গ্রেপ্তার হওয়া শিক্ষকদের 

যাইহোক, নজ্রুল মঞ্চ থেকে সরাসরি আপডেট পেতে চোখ রাখুন - www.digitalbarta.in  অথবা , লাইক করুন আপনাদের ফেসবুক পেজ - DIGITAL BARTA
_________________________________________________________________________________

কালকের শিক্ষামন্ত্রী'র সাথে বৈঠকের তৎক্ষণাৎ আপডেট পেতে সঙ্গে থাকুন আর লাইক করুন আমাদের Digital Barta​ 💐 ফেসবুক পেজ........


এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
_________________________________________________________________________________
READ : HEART BREAKING TRUTH OF SENTINEL TRIBE IN NORTH ANDAMAN ISLAND
______________________________________________________________________________

No comments:

Post a Comment