Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 12 November 2018

এবার ধেয়ে আসছে সাইক্লোন "গাজা" !! চরম সতর্কতা জারী করা হল ১৩ টি জেলাকে

এবার ধেয়ে আসছে সাইক্লোন  "গাজা" !! চরম সতর্কতা জারী করা হল ১৩ টি জেলায় 

বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রি আর বি উদয়কুমার রবিবার জানান যে, এবার ভারতের বুকে ধেয়ে আসতে  চলেছে সাইক্লোন "গাজা" !! 

তিনি আরও জানান যে যদিও সমস্ত দপ্তরকে নোটিস জারী করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি সমস্ত রকম বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে দপ্তর।

সাইক্লোন টি মূলত বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিম দিক দিয়ে সৃষ্টি হয়ে ধেয়ে আসছে। আর এর প্রভাব পড়তে চলেছে তামিলনাড়ু তে। তামিলনাড়ুর মধ্যে প্রাধানত HIGH-ALERT   জারী করা করা হয়েছে চেন্নাই ও কাঞ্চিপুরম এ।

যাবতীয় খবর এবার আপডেট পেতে লাইক করুন আমাদের ডিজিটাল বার্তা ফেসবুক পেজ 
FACEBOOK PAGE- CLICK

CLICK & UPDATE ALWAYS



বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। ১৩ টি জেলাকে চিহ্নিত করে সেই সব জেলার প্রশাসন কে সবরকম ভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

--------------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment