Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 24 November 2018

এবার ভোট দিলে পেতে পারেন স্মার্ট ফোন, টিভি, গাড়ি উপহার

এবার ভোট দিলে পেতে পারেন স্মার্ট ফোন, টিভি, গাড়ি উপহার 



অবাক হবেন না ! কারন - অবাক হলেও সত্যি। আর এটা কোন বিদেশের ঘটনা নয়! খোদ আমাদের ভারতবর্ষেই হতে চলেছে এমনটা।
সমীক্ষায় দেখা গেছে , বিভিন্ন কারনে ভোট দাতাদের ইচ্ছে ক্রমশ কমছে ভোট দানে। তাই, বর্তমানে সারা বছর জুড়েই দেখা যাই ইলেকশান কমিশন বিভিন্ন ভাবে প্রচার চালাতে থাকে সম্ভাব্য ভোট দাতাদের ভোট দানে আগ্রহি করার জন্য। এমনকি বছরের একটা দিন ২১ জানুয়ারী পালন করা হয়ে থাকে জাতীয় ভোটার দিবস হিসেবে!!
কিন্তু, তবু এক শ্রেণির ভোটারদের খুব সহজে ভোট মুখি করা যাচ্ছে না। তাই, এবার কর্পোরেট ধাঁচে পুরো দুস্তর গিফট এর ঘোষণা করা হল !! হ্যাঁ, ভোট দিলেই পেয়ে যেতে পারেন - নতুন গাড়ি বা স্মার্ট ফোন বা টিভি ইত্যাদি গিফট । এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে ।
_________________________________________________________________________________
এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
________________________________________________________________________________________________________
এই অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের তেলেঙ্গানা জেলা প্রশাসন। তেলাঙ্গানার কালেক্টর ডি কৃষ্ণা ভাস্কর জানিয়েছেন ম্যাক্সিমাম ভোটার যাতে ভোট দেয় তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন। এছাড়াও , বিভিন্ন NGO  দের সহায়তাই ভোটারদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়েছে।
প্রসঙ্গত, তেলেঙ্গানার ভোট হবে আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখে।

No comments:

Post a Comment