Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 25 November 2018

আজকের নজরুল মঞ্চে নিরব থেকে ঠিক কি বোঝাতে চাইলেন শিক্ষামন্ত্রী

আজকের নজরুল মঞ্চে নিরব থেকে ঠিক কি বোঝাতে চাইলেন শিক্ষামন্ত্রী 



আজ ২৫শে নভেম্বর কোলকাতার নজরুল মঞ্চে ছিল পশ্চিমবঙ্গের তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম সম্মেলন। এই সম্মেলন অনুষ্ঠিত হয় দুপুর ১২ টা নাগাদ। যথারীতি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী সাথে ছিলেন আরও অনান্য ব্যাক্তিবর্গ । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃনমূল শিক্ষক সংগঠনের নেতা আশোক রুদ্র মহাশয়। আর ছিলেন প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত শিক্ষক নেতারা। 

এবার প্রথমে দেখে নেওয়া যাক, এই সভার গুরুত্ব কেন ছিল !!? 

আমরা এতদিনে প্রত্যেকেই জানি যে , পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকেরা উপযুক্ত যোগ্যতা মান থাকা সত্বেও নির্ধারিত হারে বেতন বা ভাতা তারা পাচ্ছেন না । হিসেব করলে অঙ্কটা দাড়ায় প্রায় ১০-১২ হাজার টাকার কাছাকাছি...... তাই , এই বেতন বৈষম্য দূর করতে মাত্র কয়েক মাস আগে থেকে UUPTWA  নামে একটি অরাজনৈতিক সংগঠন আন্দোলন করতে শুরু করেন।

প্রথম দিকে সরকার সেরকম গুরুত্ব না দিলেও গত ২৯-৩০ তারিখের UUPTWA  এর আন্দোলনের পর সরকার নড়ে বসতে বাধ্য হয়।
সেই পরিপ্রেক্ষিতেই সরকারের নিজেদের সংগঠন চাঙ্গা করার প্রয়োজন হয়ে পড়ে। তাই , তড়িঘড়ি নিজেদের দলের সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী।

তাই, সারা রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা আজ এই সম্মেলনের দিকে তাকিয়ে ছিলেন । একটাই আশা যে শিক্ষামন্ত্রী যদি আজ শিক্ষকদের বেতন বঞ্চনার বাপ্যারে কিছু বলেন । 

যদিও ডিজিটাল বার্তার পক্ষ থেকে গতকালকেই জানানো হয়েছিল যে , আজকের সভা থেকে UUPTWA  এর যে PRT  স্কেল দাবী ,সেই দাবীর ব্যাপারে কিছু ঘোষণার আশা প্রায় ক্ষীণ !!

 আর আজ শিক্ষামন্ত্রী  প্রাধানত শিক্ষকদের পাশে থাকার বার্তাই দিলেন তবে শিক্ষকদের কবে থেকে যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে সে ব্যাপারে কিছুই বলেননি ! মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজকর্ম তুলে ধরেন । সাথে তিনি জানান , তৃনমূল সরকার ক্ষমতাই আশার পর থেকে স্কুল শিক্ষার অনেক উন্নতি হয়েছে এবং এও জনান যে , সেই সব উন্নয়ন মুলক কাজকর্ম জনসাধারনের সামনে তুলে ধরতে হবে শিক্ষিতদের। সাথে বিরোধীদের উদ্দেসেও তিনি বলেন যে , শিক্ষকদের যেন বিপথে চালিত না করেন!

আর শিক্ষকদের উদ্দ্যেসে তিনি বলেন -  শিক্ষকদের পাশে সরকার সর্বদা । কিন্তু , কাজে ফাঁকি দিয়ে আন্দোলন করলে কড়া ব্যাবস্থা নিতে সরকার পিছপা হবে না ।
________________________________________________________________________________
এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
_________________________________________________________________________________

তবে আজ সারা রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা খুব আশা নিয়ে আজকের সম্মেলনের দিকে তাকিয়ে ছিলেন এমনকি সম্মেলনে উপস্থিত তৃনমূল পন্থি কিছু শিক্ষক ও সেই আশা নিয়েই উপস্থিত হয়েছিলেন আজকের নজরুল মঞ্চে!
তবে সে বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কিছু না বলাই সবাই আশাহত। 
এবার দেখার UUPTWA কোন পথে হাটে অর্থাৎ, ইতিমধ্যেই তারা কোলকাতার বুকে বড়সড় কয়েকটি সভা সমাবেশ করেছেন কয়েক মাসের মধ্যেই। তাহলে এবার কোন পথে আন্দোলন চালিত হয় সেটা দেখার।

এ বাপ্যারে আমরা শীঘ্রই যোগাযোগ করছি সংগঠনের সভাপতি পৃথা বিশ্বাস এর সাথে 

আপডেট দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এ।
আপডেট থাকার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ - 

____________________________________________________________________________-
এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

No comments:

Post a Comment