শিক্ষা দপ্তর থেকে আপনার ছোট্ট শিশুর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা !! পড়ান যাবে না সব বিষয় !!
দেওয়া যাবে না বাড়ীর কাজ অর্থাৎ হোম ওয়ার্ক
আপনি কি আপনার ছোট্ট শিশুকে কম্পিউটার সেখান !! বা জেনারেল নলেজ !! অথবা অন্য কিছু !! তাহলে জেনে রাখুন এবার থেকে কিন্তু ছোট্ট শিশু অর্থাৎ যারা প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাদের শুধুমাত্র ভাষা শিক্ষা এবং গনিত ছাড়া আর কোন কিছু শেখানো যাবে না ! এমনটাই এবার নির্দেশ জারী হয়েছে।
নির্দেশ আগেই জারী করা হয়েছিল কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে গত অক্টোবর মাসেই যার মেমো নাম্বার D.D NO. 1-4/2018-IS-3
নির্দেশ আগেই জারী করা হয়েছিল কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে গত অক্টোবর মাসেই যার মেমো নাম্বার D.D NO. 1-4/2018-IS-3
কিন্তু সেই নির্দেশ সব রাজ্যের জন্য প্রযোজ্য ছিল না । নির্দেশ ছিল শুধুমাত্র ভারতের লাক্ষাদ্বীপ এর জন্য। তবে এখন সেটা সমস্ত রাজ্যেই প্রযোজ্য হতে চলেছে । আর সেই অর্ডার অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাচ্চাদের কেবলমাত্র ভাষা আর গনিত শেখাতে পারবে স্কুল গুলি , এছাড়া আর কোন কিছু শেখানো যাবে না।
এছাড়াও, নির্দেশে পরিস্কার বলা হয়েছে - " প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের বাড়ীর কাজ অর্থাৎ হোম ওয়ার্ক ও দেওয়া যাবে না। "
_________________________________________________________________________________
READ : ৬০ বছর ধরে মানুষের সাথে বিছিন্ন এক উপজাতির কথা । জানলে অবাক হবেন !! আজ পর্যন্ত কোন অন্য জাতির মানুষকে তারা তাদের কাছে ঘেষতে দেইনি !! এমনকি ভারত সরকার তাদের বসতির ৫ কিমির মধ্যে সাধারনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে !!
_________________________________________________________________________________
READ : ৬০ বছর ধরে মানুষের সাথে বিছিন্ন এক উপজাতির কথা । জানলে অবাক হবেন !! আজ পর্যন্ত কোন অন্য জাতির মানুষকে তারা তাদের কাছে ঘেষতে দেইনি !! এমনকি ভারত সরকার তাদের বসতির ৫ কিমির মধ্যে সাধারনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে !!
_________________________________________________________________________________
আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য বলা হয়েছে ভাষা শিক্ষা , গনিত ও সাথে পরিবেশ শেখানো যাবে। অন্য আর কোন বিষয় রাখা যাবে না।
এ বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে জানান যে , "সেই নির্দেশ কেন্দ্র থেকে জারী করা হয়েছে ছোট্ট শিশুদের কথা ভেবে ,তবে তা এখনই সব রাজ্যে প্রযোজ্য নয় । আর তাছাড়া পশ্চিমবঙ্গের সরকারী স্কুল গুলিতে অনেক আগে থেকেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের বইয়ের বোঝা কমিয়ে দেওয়া হয়েছে এবং একটি বই করা হয়েছে ।"
এই অর্ডার অনুযায়ী বেঁধে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজনও । অর্থাৎ, ছাত্রছাত্রিদের যাতে প্রচুর বই খাতা নিয়ে স্কুলে না আসতে হয় । আসুন দেখে নেওয়া যাক শ্রেণী অনুযায়ী সরকারের বেঁধে দেওয়া স্কুল ব্যাগের ওজন কত -
- প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী - ১.৫ কেজি
- তৃতীয়, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণী - ২-৩ কেজি
- ষষ্ঠ ও সপ্তম শ্রেণী - ৪ কেজি
- অষ্টম ও নবম শ্রেণী - ৪.৫ কেজি
- দশম শ্রেণী - ৫ কেজি
বিদ্র ঃ এই নির্দেশিকা কেবলমাত্র সরকারী স্কুলের জন্য ।
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
No comments:
Post a Comment