ফোন কোথা থেকে কিনবেন ...!? অন- লাইন নাকি দোকান থেকে !!
আমরা প্রত্যেকেই মাঝে মধ্যে সিদ্ধান্ত নিতে পারিনা যে আমাদের অথবা আমাদের প্রিয়জনের কাঙ্খিত ফোন টি কোথা থেকে কিনব !! কারন- একদিকে অন- লাইন এ হরেক রকম অফার এর হাতছানি আর অন্যধারে অজানা ভয় !! তাইতো পাছে কিছু ভুল্ভাল জিনিস বা খারাপ জিনিস পাঠিয়ে দেয় !
যারা নিয়মিত অন- লাইন এ কেনাকাটা করেন , তাদের কাছে ব্যাপারটা খুব ই সহজ । অন- লাইন এ কেনাকাটাই বিন্দুমাত্র আসুবিধা হওয়ার কারন তো নেই ই উল্টো লাভের ভাগ টাই বোধহয় বেশি।
চলুন আগে দেখে নেওয়া যাক কি কি সুবিধা আপনি পেতে পারেন অন- লাইন কিনলে-------
১। আপনি সবার আগে যা পাবেন তা হল প্রচুর অফার । বর্তমান দিনে শুধুমাত্র একটা নয় অনেক অন- লাইন কেনাকাটার সাইট আছে যাদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা চলে কে বেশি ছাড় দিতে পারে।
২। আছে বিনা সুদে ই এম আই এর সুযোগ।
৩। আপনার জন্য থাকছে আপনার পুরানো ফোন পালটে নতুন ফোন নেওয়ার সুবিধা।
৪। বিভিন্ন ব্যাঙ্ক এর কার্ড এর কেনাকাটার ওপর থাকে ১০-১৫% ক্যাশ ব্যাক এর মতো আকর্ষণীও অফার।
৫। ফ্রি হোম ডেলিভারি তো অবশ্যই পাবেন।
৬। সাথে পাবেন ১০-১২ দিনের রিটার্ন বা রিপ্লেস এর সুযোগ , যা আপনি কক্ষনো পাবেন না দোকান থেকে কিনলে।
দোকান থেকে কেনার ৫ দিন পর গিয়ে বলুন তো দেখি ফোন রিটার্ন বা পালটে অন্য ফোন দিতে !! আপনাকে সার্ভিস সেন্টার এর ঠিকানা ধরিয়ে দেবে নিশ্চিত ।
--------------------------------------------------------------------------------------------------------------------------
পড়ুন - স্মার্ট ফোন কিনতে গেলে নুন্যতম এই ফিচারস গুলি আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন, তাহলে আর ঠকতে হবে না !
--------------------------------------------------------------------------------------------------------------------------
পড়ুন - স্মার্ট ফোন কিনতে গেলে নুন্যতম এই ফিচারস গুলি আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন, তাহলে আর ঠকতে হবে না !
![]() |
জেনে রাখুন স্মার্ট ফোন কিনতে গেলে মিনিমাম কি কি ফিচারস দেখে নেবেন আপনি |
--------------------------------------------------------------------------------------------------------------------------
৭। যদি কোন কারনে প্রোডাক্ট আপনি ফেরত পাঠাতে চান , তাহলে সেই ফেরত পাঠানোর ক্যুরিয়ার চার্জ বহন করে সংশ্লিষ্ট অন- লাইন মার্কেট প্লেস।
সবমিলে প্রায় সাশ্রয় হতে পারে ১০০০-৩০০০/- টাকার মতো , যেটা কিন্তু খুব একটা কম নয়। আর এই সুবিধা গুলোর একটাও পাওয়া যাবে না দোকান থেকে কিনলে ভেবে দেখুন।
এবার দেখা যাক অন- লাইন কেনাকাটার ঝামেলা- ঝঞ্ঝট ঃ
১। মনের মধ্যে বৃথা উদ্বেগ । যেমন- ফোন যদি না পায় হাতে, যদি টাকা কেও মেরে নেয়, যদি কেও উলটো পাল্টা জিনিস পাঠিয়ে ঠকাই ইত্যাদি ।
মনে রাখুন ওপরের ভাবনাগুলো ভাবা যতটা সহজে ভাবা হয় , জিনিসগুলো কিন্তু অতটা সহজ নয়। হয় আপনি জিনিস পাবেন নাহয় আপনি অবশ্যই আপনার পরিশ্রমের টাকা ফেরত পাবেন। কেও আপনার টাকা শুধু শুধু মেরে দিতে একদম ই পারবেনা।
২। যদি আপনি ভাবছেন ইলেকট্রনিক্স এর জিনিস একটু নিজে হাতে ছুয়ে নেড়ে দেখায় ভালো !! তাহলেও কিছুটা ভুল ভাবা হচ্ছে বৈকি। কারন- স্মার্ট ফোন এর এত ফিচারস আছে যে দোকানে দাড়িয়ে ১০-২০ মিনিট এর মধ্যে সব যাচাই করা কখনই সম্ভব নয়।
আর দোকানদার নিশ্চয়ই আপনার জন্য ৩ ঘণ্টা অপেক্ষা করবেনা। তাইনা।
_________________________________________________________________________________
পড়ুন - ১০ হাজার টাকার নিছের বেস্ট ১০ টি ফোন । ফোন তো অনেক দামের আছে কিন্তু ২০১৮ সালের ১০ হাজার টাকার নিছের বেস্ট ১০ টি ফোন কি কি দেখে নিন কাজে লাগবে।
--------------------------------------------------------------------------------------------------------------------------
পড়ুন - ১০ হাজার টাকার নিছের বেস্ট ১০ টি ফোন । ফোন তো অনেক দামের আছে কিন্তু ২০১৮ সালের ১০ হাজার টাকার নিছের বেস্ট ১০ টি ফোন কি কি দেখে নিন কাজে লাগবে।
![]() |
দেখে নিন -২০১৮ সালের বেস্ট ১০ টি ফোন ১০ হাজার টাকার নিচে |
৩। ভুল জিনিস পাঠালে বা খারাপ প্রোডাক্ট পাঠালে রিটার্ন এর ঝামেলা !! দেখুন খারাপ প্রোডাক্ট দোকান থেকেও আপনি পেতে পারেন আর দ্বিতীয়ত অন- লাইন এ খারাপ পাঠালে আপনার হাতে সুযোগ থাকে ১০-১২ দিন সেটা রিপ্লেস করার বা টাকা ফেরত নেওয়ার। কিন্তু দোকানে এসবের কোন সুযোগ থাকবেনা। সেক্ষেত্রে আপনাকে অবধারিত সার্ভিস সেন্টার ছুটতে হবেই।
৪। যদি রিটার্ন পাঠাতেই হয় ......তবু তো সেটাও একটা ঝামেলা অন- লাইন কেনার !! - একদমই না। কারন- মনে রাখবেন অন- লাইন সাইট গুলো ব্যাবসা করছে এই পয়েন্ট টার ওপর ভিত্তি করেই। রিটার্ন এ বিন্দুমাত্র ঝামেলা নেই। সব ই আপনার হাতের মুঠোই বন্দি এখন । শুধুমাত্র ফোনের কয়েকটা বাটন টিপুন .........। ব্যাস । কাজ সেস। আপনার বাড়ি থেকেই নিয়ে যাবে যেটা আপনি ফেরত করতে ছান।
এটা কি খুব জটিল কাজ মনে হচ্ছে...!!?
তবে এখনো সব জাইগা"তে বাড়ি থেকে ফেরত নিয়ে যাওয়ার সুবিধা হয়ত নেই, সেক্ষেত্রে আপনাকে নিজে হয় ডাক এর মাধ্যমে নাহয় প্রাইভেট ক্যুরিয়ার এর সাহাজ্জে পাঠাতে পারেন। সেখানেও আপনাকে পাঠানোর খরচা দেবে সংশ্লিষ্ট অন- লাইন সার্ভিস সাইট।
এখানে শুধু তুলে ধরা হল অন- লাইন কেনাকাটার সুবিধা ও আসুবিধার কথা। এরপর আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলুন আপনি কোন পথে হাটতে ছান। কোন পথে আপনি বেশি সচ্ছন্দ।
আপনাদের কমেন্ট জানান আপনারা কি ভাবেন এ ব্যাপারে ??
No comments:
Post a Comment