সাবধান !! এবার WHATSAPP এ এই ভুল করলে হতে পারে ৭ বছরের জেল সাথে বিপুল অঙ্কের জরিমানা !!
আপনি কি WHATSAPP করেন !!? যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই নতুন আইনটি। কারন- যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হতে পারে আপনার ৭ বছরের জেল সাথে বিপুল অঙ্কের জরিমানা !! তাই, ভুল করার আগে জেনে নিন নিয়ম টি।
সাবধান এবার আর নিস্তার নেই... ভুল করলেই হতে পারে 7 বছরের জেল না হয় হতে পারে বিপুল পরিমাণে জরিমানা...!! জেনে নিন ভুল করার আগে... 😲
সোশ্যাল মিডিয়ার কি গুরুত্ব তা আমরা বর্তমান দিনে প্রতিনিয়ত হাতে নাতে টের পাচ্ছি... কখন ভালো তো কখনো খারাপ...!!
আবারও এই সোস্যাল সাইট গুলির দাপটে মুহূর্তে এক প্রান্ত থেকে চলে আসছে আর এক প্রান্তে যেকোনো খবর, ভিডিও, ছবি ইত্যাদি.... 👍
এ সবই ভালো যতক্ষণ আমরা ভালো ভাবে সেগুলো ব্যবহার করব...
বর্তমানে দেখা যাচ্ছে.. প্রিন্ট মিডিয়ার চেয়েও এই ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব বেশী, কারণ - আজকে কি হল বাংলা জুড়ে বা বিশ্ব জুড়ে তা আগে আমরা পেতাম পরের দিন খবরের কাগজে!!
আর এখন!! মেরি কম বিশ্ব চ্যাম্পিয়ন হল আর অমনি মুহূর্তের মধ্যে আপনার Whatsapp এ ছবি সহ পুরো তথ্য চলে এলো... আরো 5 মিনিট পর হয়তো মেরি কমের ফাইট করার ভিডিও ফুটেজ ও চলে আসবে... 👍
কিন্তু, ঠিক এভাবেই খারাপ কাজ ও খুব দ্রুততার সঙ্গে সম্পাদন হচ্ছে, এইসব সোস্যাল সাইট গুলির সুবাদে... কখনো দাঙ্গার ভুয়ো ছবি তো কোথাও মিথ্যে রাজনৈতিক প্রচার!! এসবেরও লিস্ট শেষ হবে না....
আর এই ভালো ও খারাপ এই দুইয়ের মধ্যে একটা রেখা টানার উদ্দেশ্যে এই নতুন আইন তৈরি করা হয়েছে... এখন শুধু অপেক্ষা সই এর.. 👍
N. B. - পৃথিবীর সব দেশের থেকে বর্তমানে ভারতের Whatsapp ব্যবহারকারীর সংখ্যা বেশী.. তাই, অপরাধ প্রবনতাও বেশী..
তথ্য বলছে গত বছর সোস্যাল সাইটের শিকার ভারতের প্রায় 7-12 জন!
এবং এও মনে রাখা প্রয়োজন Whatsapp কর্তৃপক্ষ শুধুমাত্র ভারতের জন্যই নিয়োগ করেছে একজন Country Head, যা অন্যান্য কোনো দেশে নেই....... হাঁ, অভিজিৎ বোস WhatsApp ইন্ডিয়ার country Head হিসেবে নিযুক্ত হয়েছেন শুধুমাত্র এই ভুয়ো খবর ও অশ্লীল খবর চিহ্নিত করার কাজে... 👍
তাই, সব দিক দিয়েই শক্ত হাতে মোকাবিলা করার পরিকল্পনা নিয়েছে সরকার...
এবার থেকে যদি কোনো অশ্লীল ভিডিও বিশেষত শিশুদের যৌন ভিডিও শেয়ার করেন আপনি তাহলে আপনার জরিমানা ও 7 বছরের জেল হতে পারে..!!
এর পর প্রশ্ন : যদি আপনাকে কেউ পাঠায়!!? তাহলে কি করণীয়..??
- আপনাকে জানাতে হবে কর্তৃপক্ষকে, না হলে হবে আপনার জরিমানা
প্রসঙ্গত বলে রাখি এই আইন টি এখনও কার্যকরী হয়নি... এটি প্রস্তাবিত খসড়া.... পুরো আইন টি কার্যকর হলে দেওয়া হবে পুরো তথ্য সমেত ডিটেইলস.... 👍
সম্পূর্ণ আইন টির আপডেট ফেসবুকে পেতে লাইক করুন আপনাদের পেজ Digital Barta 💐 আর সঙ্গে থাকুন... 👍
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
No comments:
Post a Comment