অবশেষে আজ স্যাট'এ রাজ্য সরকারী কর্মীরা পাবেন কি তাদের ন্যায্য পাওনা !
হবে কি আজ রায়দান ! নাকি আলাদা ডেটের পাবেন নিদান !
দীর্ঘ টালবাহানার পর আজ স্টেট ট্রাইব্যুনালে কি হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীরা তাদের দিরঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার রায়দান নাকি কর্মীরা পুনরায় পাবেন অন্য তারিখের নিদান ! এখন সেদিকে তাকিয়ে রাজ্যের কয়েক লক্ষ সরকারী কর্মচারী।
প্রসঙ্গত , রাজ্য সরকারী কর্মীরা অনান্ন্য রাজ্যের তুলনায় বা কেন্দ্রের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম পান মহার্ঘ ভাতা এবং পিছিয়ে আছেন পে-কমিশনের নিরিখেও। যা নিয়ে হয়েছে মামলা হাই কোর্টে। হাই কোর্ট থেকে মামলা পাঠানো হয়েছে রাজ্যের ট্রাইব্যুনালে , সেখান থেকে আবার রাজ্য রিভিউ পিটিশন করেন হাই কোর্টে , যার শুনানি হওয়ার কথা ছিল গত ১০ই ডিসেম্বর কিন্তু সেদিন রাজ্যের জমা দেওয়া রিভিউ পিটিশন ত্রুটি পূর্ণ থাকায় বিচারপতিরা গ্রহন করেন নি এবং পুনরায় জমা দেওয়ার নিদান দিয়েছিলেন।
অন্যদিকে রাজ্য ট্রাইব্যুনাল রাজ্যকে জানিয়ে দিয়েছিল - ১৯ ই ডিসেম্বর এর মধ্যে যদি হাই কোর্ট যদি রিভিউ পিটিশনের কিছু নির্দেশ দেয় ভালো ,নচেৎ ট্রাইব্যুনাল ১৯ই ডিসেম্বর নিজেদের রায় দিয়ে দেবেন ।
তাই, আজ ১৯ই ডিসেম্বর সবাই তাকিয়ে আছেন এই মামলাটির দিকে। আশা থাকলেও একের পর এক যেভাবে ডেট পড়েছে বিভিন্ন কারনে তাতে অনেকে আবার খুব আশাবাদী হতে পারছেন না ,যতক্ষণ না রায় পাচ্ছেন !
![]() |
তবে রায়দান হোক বা অন্য তারিখের নিদান আমরা সেই তথ্য সরাসরি আপনাদের জানাতে হাজির থাকব সেখানে। তাই, সরাসরি কোর্ট থেকে আপডেট পেতে চোখ রাখুন ডিজিটাল বার্তা অথবা লাইক করে সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজ Digital Barta .
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
No comments:
Post a Comment