দেখেনিন এক নজরে ঠিক কি বললেন স্যাট'এর বিচারপতিরা শুনানিতে
দীর্ঘ টালবাহানার পর আজ স্টেট ট্রাইব্যুনালে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার রায়দান ,কারন- ইতিপূর্বে স্যাট'এর বিচারপতিরা জানিয়ে দিয়েছিলেন যে ১৯ই ডিসেম্বর এর মধ্যে হাইকোর্ট থেকে যদি সময় চেয়ে রাজ্য সরকার কোন নির্দেশ আনতে পারে তাহলে ভালো ,নচেৎ স্যাট এর বিচারপতিরা ১৯ তারিখ জানিয়ে দেবেন নিজেদের মতামত।
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
প্রসঙ্গত , রাজ্য সরকারী কর্মীরা অনান্ন্য রাজ্যের তুলনায় বা কেন্দ্রের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম পান মহার্ঘ ভাতা এবং পিছিয়ে আছেন পে-কমিশনের নিরিখেও। যা নিয়ে হয়েছে মামলা হাই কোর্টে। হাই কোর্ট থেকে মামলা পাঠানো হয়েছে রাজ্যের ট্রাইব্যুনালে , সেখান থেকে আবার রাজ্য রিভিউ পিটিশন করেন হাই কোর্টে , যার শুনানি হওয়ার কথা ছিল গত ১০ই ডিসেম্বর কিন্তু সেদিন রাজ্যের জমা দেওয়া রিভিউ পিটিশন ত্রুটি পূর্ণ থাকায় বিচারপতিরা গ্রহন করেন নি এবং পুনরায় জমা দেওয়ার নিদান দিয়েছিলেন।
আসুন দেখাযাক এক কথায় আজ স্যাট'এর বিচারপতিরা কি বললেন -
"হাইকোর্টের কোন ভিউ ব্যাতিত স্যাট কোন সিদ্ধান্ত নিতে পারে না । পরবর্তী তারিখ - ২৪/০১/২০১৯"
অর্থাৎ, রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের শুনানি হাইকোর্টে না হওয়া পর্যন্ত স্যাট কোন রায় দিতে পারেন না। কারন- ইতিমধ্যে রাজ্য সরকার হাইকোর্টে একটি রিভিউ পিটিশন জমা দিয়েছেন এবং কোর্ট তা গ্রহন করেছে ।
তাই, সেই রিভিউ পিটিশনটির নিষ্পত্তি হওয়া প্রয়োজন আগে এবং সেখানে কোর্ট কি বলছে তা দেখেই স্যাট কিছু রায় দিতে পারবেন।
রাজ্য সরকারের কর্মীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন আজকের শুনানির ব্যাপারে এবং তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে । কারন- স্যাট আগে রাজ্যকে বলেছিলেন যে ১৯ই ডিসেম্বর এর মধ্যে রিভিউ পিটিশন সংক্রান্ত হাইকোর্টের মতামত জমা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে আজ পর্যন্ত কোন ভিউ আনতে পারেনি । তাই স্বাভাবিক ভাবেই আশাবাদী ছিলেন রাজ্য সরকারী কর্মচারীরা যে আজ হয়ত পরিবর্ত তারিখের পরিবর্তে কিছু একটা ফয়সালা শোনাবেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।
তবে দিনের শেষে , - রায়দান নয় ...বিচারপতিরা দিলেন পরিবর্ত তারিখের নিদান। কার্যতই হতাশ কর্মীরা।
শুধুমাত্র মামলাটির আজকের শুনানির মূলকথা জানানো হল ।
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
No comments:
Post a Comment