Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 8 December 2018

২০১৯ সালের ১লা এপ্রিলের পর গাড়ি কিনলে প্রতিটি গাড়িতে বাধ্যতামূলক ভাবে থাকছে HSRP ! এটা কি জানুন বিস্তারিত

HSRP ! এবার প্রতিটি গাড়িতেই বাধ্যতামূলক ভাবে থাকবে ১লা এপ্রিল ২০১৯ সালের পর


আপনি কি নতুন গাড়ি কিনছেন  বা কিনেছেন ! তাহলে আপনাদের জেনে নেওয়া প্রয়োজন , সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পরিবহন দপ্তর মোটর ভেহিকেল রুল ১৯৮৯ এর সংশোধন করেছে সম্প্রতি এবং সেই সংশোধন অনুযায়ী এবার থেকে নতুন গাড়ি কিনলে সেই সব প্রতিটি গাড়িতেই লাগান থাকবে HSRP এবং এই মর্মে জারী হয়েছে বিজ্ঞপ্তিও । 

এ সম্পর্কিত একটি তথ্য  গত ৬ই ডিসেম্বর প্রথম প্রকাশ্যে আনে ভারতের প্রেস ইনফর্মেশন বুর‍্য(PIB)। তাতে জানানো হয়েছে যে প্রতিটি গাড়ি যেগুলি ১লা এপ্রিল ২০১৯ সালের পর কেনা হবে তাতে বাধ্যতামূলক ভাবে লাগান থাকবে HSRP !

কিন্তু জনসাধারণের মনে বিভ্রান্তি অনেক ! তাদের প্রশ্ন  কি এই  HSRP !? কিভাবে লাগাতে হবে এটি ! এই এর কাজই বা কি !?

তবে ঘাবড়াবার কিছু নেই । কারন -  এ ব্যাপারে ডিজিটাল বার্তা খবর নিয়ে জানতে পেরেছে যে , এই HSRP  আর কিছুই না এর ফুল নাম হল - (HIGH-SECURITY REGISTRATION PLATE ) আর এটি ক্রেতাকে আলাদা ভাবে লাগাতেও হবে না । প্রতিটি গাড়ি উৎপাদনকারী সংস্থা'কে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার,  তারাই এবার এই এই  HSRP ( HIGH-SECURITY REGISTRATION PLATE ) সহ গাড়ি বাজারে আনবে ১লা এপ্রিল ২০১৯ এর পর। অর্থাৎ, আপনি যদি ১লা এপ্রিল ২০১৯ এর পর গাড়ি কেনেন তাহলে আপনার গাড়িতে আগের থেকেই লাগান থাকবে এই HSRP । 


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 


তবে গাড়ি ডিলার দের সাথে যোগাযোগ করলে আপনার পুরানো গাড়িতেও এটি লাগাতে কোন বাধা নেই ।

এবার দেখা যাক এর কাজ কি ? - কেন্দ্রীয় পরিবহন দপ্তর থেকে জানানো হচ্ছে যে , বর্তমানে গাড়ি চুরির প্রবনতা বৃদ্ধি পাচ্ছে দ্রুত! আর একবার চুরি হয়ে গেলে সেই গাড়ি উদ্ধার করা খুব ই মুশকিল হয়ে পড়ছে ! কারন- সেই গাড়ি গুলি বিভিন্ন গোপন গ্যারেজ এ পরিবর্তন করে অনান্য রাজ্যে প্রেরন করা হয় ,তাই সেগুলি ট্র্যাক করা  পুলিসের দুঃসাধ্য হয়ে ওঠে ।
তাই, মোটর ভেহিকেল রুল ১৯৮৯ এর কিছু সংশোধন করে এই নতুন নিয়মে প্রতিটি গাড়িতে HSRP ( HIGH-SECURITY REGISTRATION PLATE ) বসানো বাধ্যতামূলক করা হয়েছে , যাতে গাড়ি গুলি ট্র্যাক করা আরও কিছুটা সহজ হবে এবং চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া গাড়ি ট্রেস করতেও সুবিধা হবে ।

প্রসঙ্গত , জানিয়ে রাখি ইতিপূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর থেকে জনগনের সুবিধার জন্য - কি সেগুলি !? দেখুন নিচে ->

১। পরিবহন দপ্তর থেকে আনা হয়েছে  M-PARIBAHAN APP  যেখানে আপনি আপনার গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য স্টোর করে রাখতে পারেন অনলাইন । তাতে সুবিধা অনেক - যেমন কোথাও যদি গাড়ির কাগজপত্র নিয়ে যেতে ভুলে যান তাহলে সেই অ্যাপ এই আপনাকে সাহাজ্য করবে অর্থাৎ, আর কাগজপত্র বয়ে নিতে যেতে হবে না আপনাকে !
এই খবরের বিস্তারির জানতে নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন - 



আপনাদের অনুরোধে এখানে সেই কপি দেওয়া হল - নিচে দেখুন 

২।  আরও পড়ুন গাড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর ঃ আপনি জানেন কি এখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য দালাল ধরার প্রয়োজন হয়না । আপনি নিজেও বাড়ীতে বসেই অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন । - জেনে নিন বিস্তারিত এখানে ---->







এটাই সেই HSRP সংক্রান্ত নোটিস যা  PIB থেকে প্রকাশ করা হয় ৬ই ডিসেম্বর ২০১৮ 




এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
৩।  ট্রাফিক আইন সম্পর্কিত এই তথ্যগুলি আপনি  জানতেন কি !? যদিও এগুলি আমরা আমাদের ফেসবুক পেজ ডিজিটাল বার্তা তে আগেই এগুলি প্রকাশ করেছিলাম .........যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন ও অন্যদের মধ্যে শেয়ার করে নিন ......



No comments:

Post a Comment