কনকনে ঠান্ডা চলবে কলকাতায়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
কনকনে ঠান্ডাতেই ইংরেজি নববর্ষকে বরণ করবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার ছিল মরসুমের শীতলতম দিন। এ দিন কলকাতায় পারদ নেমেছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেশ খানিকটা নামতে পারে। কলকাতায় দু’-এক দিনের মধ্যে ১০ ডিগ্রির নীচে পারদ নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। আর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শৈত্যপ্রবাহ চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
গত কয়েক বছরের শীতের ইনিংস খুব একটা লম্বা ছিল না। কনকনে ঠান্ডাও বেশি দিন স্থায়ী হয়নি। মেরেকেটে সপ্তাহ খানেকের একটু বেশি। কলকাতায় গত শীতে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়া 'তে ৭ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। বাঁকুড়ায় ৮.৯। বীরভূমের শ্রীনিকেতনে এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭, বর্ধমানে ৭.৮, দিঘায় ৮.৯, পানাগড়ে ৭.৫, কলাইকুণ্ডায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭। ব্যারাকপুরে ৭.১। ডায়মন্ডহারবারে ৯.৭ ডিগ্রি। বহরমপুরে ৮.৪।
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।
ঝলমলে রোদ এবং পাহাড়ে তুষারপাতের কারণে দক্ষিণের জেলাগুলিতে উত্তুরে বাতাস অবাধে ঢুকছে। আর এর জেরেই নামছে তাপমাত্রা।
প্রসঙ্গত, এবার এই শীতের দাপট পুরো দেশ জুড়েই! যেমন - গত 28 বছরের পুরোনো রেকর্ড ভেঙে নজির গড়েছে শ্রীনগর... সেখানের তাপমাত্রা নেমেছে মাইনাস 7.7 ডিগ্রি'তে..!!
⚠️তাই, আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে, সামনের কয়েকটা দিন কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা খুবই কম... বা নেই বললেই চলে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে জারী করা হয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা...
No comments:
Post a Comment