Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 13 January 2019

আজ ১৫ই জানুয়ারী দেশজুড়ে পালিত হচ্ছে "সেনা দিবস " , জানেন কি কেন এই সেনা দিবস পালন করা হয় !! - জেনে নিন

প্রতি বছর ১৫ই জানুয়ারী পালন করা হয় ভারতীয় সেনা দিবস ...কারন জানেন কি ?



আজ অর্থাৎ ১৫ই জানুয়ারী সারা দেশ জুড়ে অত্যন্ত গর্বের সাথে ও উৎসাহের সাথে  পালিত হচ্ছে ভারতীয়  সেনা দিবস । এটা আমরা হয়ত প্রত্যেকেই জানি । কিন্তু, এটাও সমান সত্যি যে আমাদের মধ্যে অধিকাংশয় জানি না যে এই দিনটির বিশেষ গুরুত্ব বা তাৎপর্য কি !? যেটা কখনই কাম্য নয়।

তার চেয়ে বরং চলুন দেখে নেওয়া যাক ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ তথ্যটি । আসলে আমরা সকলেই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট। কিন্তু, স্বাধীন হওয়ার সাথে সাথেই সব কিছু তৎক্ষণাৎ হাতবদল হয়ে যায়নি ! তাই, দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতীয় সেনার দ্বায়িত্বে ছিলেন সেই ব্রিটিশ সাহেবরাই। এরপর ধীরে ধীরে এক এক করে প্রতিটি ক্ষেত্রের দ্বায়িত্ব গ্রহন করতে থাকেন ভারতিয়রা।
ভারতের প্রথম কমান্ডার ইন চিফ - কে এম কারিয়াপ্পা 

ঠিক এভাবেই ১৯৪৯ সালের ১৫ই জানুয়ারী দিনটিতে আসে সেই সন্ধিক্ষন যখন শেষ ব্রিটিশ কমান্ডার-ইন-চিফ অফ ইন্ডিয়া, স্যার জেনেরাল ফ্রান্সিস বুচার এর কাছ থেকে ভারতের প্রথম কমান্ডার-ইন-চিফ কে.এম.কারিয়াপ্পা ভারতীয় সেনার দ্বায়িত্বভার গ্রহন করেন ।
অর্থাৎ ১৯৪৯ সালের এই দিনটি থেকেই  পাকাপাকি ভাবে ভারতীয় সেনার দ্বায়িত্ব একজন ভারতীয়র হাঁতে ন্যাস্ত হয়। তাই, এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে ও উৎসাহের সাথে পালন করেন ভারতীয় সেনা তথা সমগ্র দেশবাসি।

1 comment:

  1. Great post. I very proud to read the information related to Army Day. Army Day is celebrated on January 15 in recognition of the day when Lieutenant General KM Cariappa took over as the first Indian Commander-in-Chief of the Army in 1949 from General Sir Francis Butcher, the last British Commander-in-Chief of India. With over 11 lakh active personnel on its rolls, Indian Army is the third-biggest army in the world.

    ReplyDelete