পুরুলিয়া জেলার স্কুলগুলিতে শুরু হয়েছে ব্যাপক হারে পুলিশ সহ ইন্সপেকশন - উঠছে প্রশ্ন শিক্ষক মহলে
শিক্ষাঙ্গনে পুলিশ কেন ??
পুরুলিয়া জেলার স্কুল্গুলিতে শুরু হয়েছে ব্যাপক হারে ইন্সপেকশন । বিশেষ করে নভেম্বরের শেষ থেকে শুরু হয়েছে এবং তা বিভিন্ন চক্রে ও ব্লকে চলছে ।
এ ব্যাপারে যদিও পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক একটি বিজ্ঞপ্তি বের হয় গত ১০/১২/২০১৮ তারিখে তাতে বলা ছিল যে , ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ম্যাসিভ ইন্সপেকশন হবে জেলার প্রাথমিক স্কুল গুলিতে এবং নোটিস অনুযায়ী জেলার সমস্ত ইন্সপেক্টিং অফিসারদের বলা হয়েছে যে - মিড ডে মিল , সি সি ই রিপোর্ট ইত্যাদি দেখতে এছাড়াও দেখার পরামর্শ দেওয়া হয়েছিল যে স্কুল্গুলি ঠিকমত সময়ে খোলা বা বন্ধ হচ্ছে সে ব্যাপারটিও।
কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে যে , গত নভেম্বর মাস থেকেই জেলার বিভিন্ন প্রান্তের স্কুল্গুলিতে তথা আইসিডিএস সেন্টার গুলিতেও পুলিশ সহ ব্যাপক হারে ইন্সপেকশন চলছিল ! জেলার বিভিন্ন ব্লকের স্কুল এবং তার সাথে কিছু কিছু আইসিডিএস সেন্টার ভিসিট করছেন বিডিও বা এসডিও স্যাররা , তবে সাথে নিয়ে যাচ্ছেন প্রচুর পরিমান পুলিশ ! বা অনেক সময় সাথে থাকছেন পুলিসের বড় বড় আধিকারিকেরাও !
বাদ যায়নি জুনিয়র বা হাই স্কুল গুলিও । স্কুলে ঢুকে সেখানে পুরমাত্রায় মিড ডে মিল যাচায়, রান্না ঘর দেখা বা চাল স্টোরেজ জায়গা পরিস্কার পরিছন্ন আছে কিনা দেখা ইত্যাদি।
যেমন - ঝালদা ব্লক, পাড়া , কাশিপুর, মানবাজার , আড়সা, রাঘুনাথপুর ইত্যাদি ব্লক গুলিতে গত নভেম্বর মাসে পুলিশ সহ ইন্সপেকশন হয় ।
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
কিন্তু, প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক মহলে ! শিক্ষকদের বক্তব্য - আধিকারিকেরা পরিদর্শন করতেই পারেন স্কুল, তাতে কোন আপত্তি নেই , ওনারা চাইলে ১০০ বার আসুন । কিন্তু যে ভাবে পুলিশ সহ ইন্সপেকশন শুরু করেছেন আধিকারিকেরা তা কতটা গ্রহন যোগ্য তাতে ভাবার অবকাশ রয়েছে !!
কারন- এমনিতেই শুধু আমাদের রাজ্য নয়, প্রায় পুরো ভারতবর্ষেই শিক্ষাঙ্গনে পুলিশ অতি সহজে ঢোকে না বললেই চলে ! আমাদের রাজ্যও তার ব্যাতিক্রম না । আমাদের এখানেও সেই রেওয়াওজ আছে । মাঝে মধ্যে কিছু চরম পরিস্থিতি ছাড়া পুলিশ শিক্ষাঙ্গনে কি হচ্ছে বা না হচ্ছে তা নিয়ে নাক গলায় না, যতক্ষণ পর্যন্ত না নাক গলানোর পরিস্থিতি আসে !!
তাই, আধিকারিকেরা কেন শুধু শুধু পুলিশ নিয়ে ভিসিট করছেন তা বোধগম্য হচ্ছে না !! স্কুলের পরিবেশে পুলিশ নিয়ে প্রবেশ কখনই বাঞ্ছনীয় নয় ।

তাই, আধিকারিকেরা কেন শুধু শুধু পুলিশ নিয়ে ভিসিট করছেন তা বোধগম্য হচ্ছে না !! স্কুলের পরিবেশে পুলিশ নিয়ে প্রবেশ কখনই বাঞ্ছনীয় নয় ।
তবে , এই পুলিস সহ ভিশিট নিয়ে বিশেষ বিতর্ক না থাকলেও , কানাঘুষো শুরু হয়েছে একটি অরাজনৈতিক সংগঠন কে কেন্দ্র করে । কারন- পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষকেরা সেই আরাজনইতিক সংঘটন'টির ( ইউ ইউ পি টি ডাব্লু এ ) শক্ত হাত বলা যায় ।
আর এই আরাজনইতিক সংগঠনটি বর্তমানে রাজ্য সরকারের মাথা ব্যাথার একটি কারন ! সারা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে এসে শুরু করেছেন নিজেদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতনের জন্য আন্দোলন । সেই আন্দোলনে পুরুলিয়া জেলার শিক্ষকদেরও বেশ বড় ভুমিকা আছে প্রথম থেকেই ।
তাই কারো কারো মতে শিক্ষকদের চাপে রাখাই এর আসল উদ্দেশ্য ।
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
যা খুশি করুক এই সময় একটু ওদের সাথে থেকে ওদের বাঁশেই তেল লাগাইতে হবে ।
ReplyDeleteশুধু সময় এর অপেক্ষা ।
যা খুশি করুক এই সময় একটু ওদের সাথে থেকে ওদের বাঁশেই তেল লাগাইতে হবে ।
ReplyDeleteশুধু সময় এর অপেক্ষা ।