Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 17 January 2019

সারমেয় কাণ্ড ! - দুই নার্সিং পড়ুয়ার পাশাপাশি ,হাসপাতাল কর্তৃপক্ষ কি নিজেদের দায় এড়াতে পারে ! উঠে এল নতুন তথ্য - জানুন বিস্তারিত

সারমেয় কাণ্ড ! - দুই নার্সিং পড়ুয়ার পাশাপাশি ,হাসপাতাল কর্তৃপক্ষ  কি নিজেদের দায় এড়াতে পারে ! 


গত ২-৩ দিন যাবত রাজ্য জুড়ে চলছে সারমেয় কাণ্ডের কাটা ছেড়া । বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা চলছে সারমেয় নিধন কান্ড । আর এই সুযোগে  কিছু হুজুগে ফেসবুকিয়ান তাদের মতামত দেওয়ার নামে ডাক্তার ও নার্সদের তুলোধোনা করতে শুরু করেছেন ! কিন্তু, আসল কয়েকটি প্রসঙ্গ এড়িয়ে !

নিঃসন্দেহে , দুই ছাত্রী যে কাজ করেছে তা অতন্ত্য নিন্দনীয় এ বিষয়ে কোন সংশয়ের অবকাশ নেই। পশু প্রেমিরা এর প্রতিবাদ করেছেন যথার্থ । শুধু পশু প্রেমি কেন , যে কোন শুভ বুদ্ধি সম্পন্ন ব্যাক্তি এই ঘটনার নিন্দা না জানিয়ে থাকতে পারে না । নিন্দার ঝড় সর্বত্র !

তবে এরই মাঝখানে কিছু ফেসবুকিয়ান যে ভাবে দুই ছাত্রির ভুল কাজের জন্য সমস্ত ডাক্তার এবং নার্সদের তুলোধোনা করছেন তাও কিন্তু নিন্দা জানানর যোগ্য ।

আসলে দেখা যাচ্ছে ঘটনার হুজুগে যারা মেতেছেন ওনারা  না পশু প্রেমি আর না প্রকৃত শুভাকাঙ্ক্ষী ! কারন- যে কোন ঘটনার নেপথ্যে আরও একটা ঘটনা থাকে যা ভালো ভাবে পর্যালোচনা করলে আগামিদিনে সেইরূপ অনান্য ঘটনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং দোষীদেরও শাস্তি বিধানের ক্ষেত্রেও সেই নেপথ্যের ঘটনা বিচার করে দেখা প্রয়োজন।

কয়জন রোগীর পরিবার এই অবস্থা মেনে নেবেন জানান !
আগেই বলা হয়েছে যে , যে ঘটনা ঘটনা ঘটেছে তা অতন্ত্য নিন্দনীয়।  কিন্তু হাসপাতাল  কর্তৃপক্ষ কি নিজেরাও এই ঘটনার জন্য বিন্দু মাত্র দায়ী নয় ! কারন - বিভিন্ন খবরে প্রকাশ হাসপাতাল চত্বর পুরো সারমেয় তে ভর্তি হয়ে পড়েছিল ! এমনকি বেশ কয়েকজন পড়ুয়া তথা রোগীর পরিজনদেরও কামড় দিয়েছিল ( সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় ! খবর অনুযায়ী প্রায় ৩৫-৪৫ জন ) !
শুধু কামড় দেওয়া কেন সারমেয়র দলের পরিধি ছড়িয়েছিল বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে !

এখন আসল ঘটনা হল - এই বিষয়গুলি কিন্তু নার্সিং পড়ুয়ারা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনে এবং তা ব্যাবস্থা গ্রহনের জন্য দেওয়া হয়েছিল ডেপুটেসনও  ! বলাই বাহুল্য ফলাফল কিছু পাওয়া যাইনি ।

কিন্তু, আজ যে দ্রুততার সাথে মিডিয়া থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ তথা পৌরসভা থেকে শুরু করে সাধারন মানুষ , ফেসবুকিয়ান থেকে শুরু করে পশু প্রেমি সংস্থা , যে দ্রুততার সাথে  আমি আপনি থেকে শুরু করে পাড়ার কেল্টু বিষ্টু ডাক্তার ও নার্সদের আক্রমনে নেমেছি তথা দোষীদের শাস্তিদানের মহান ব্রত নিয়েছি তার কিছুটা যদি হাসপাতাল চত্বর  সারমেয় মুক্তিকরনে কাজে লাগাতাম তাহলে আজ আর এই দিন হয়ত দেখতে হত না ।

পশু প্রেমিরা এদের যদি যথাযথ ব্যাবস্থা করেন তাহলে সকলের উপকার 

আমি , আপনি বাদ'ই দিন ! কিন্তু , হাসপাতাল প্রশাসন কেন কোন ব্যাবস্থা নেইনি ! - এই প্রশ্ন কয়জনা তুলেছেন !? ঘটনা ঘটার পর পৌরসভা অতি  দ্রুততার সাথে ২ দিনের মধ্যে কুকুর গুলির নির্বীজ করনের ফাইল পাস করে ফেলল ! কিন্তু , কেন এর আগে তাদের তরফ থেকে কোন স্বতপ্রনদিত কোন উদ্যোগ নেওয়া হয়নি !- এই প্রশ্ন কেন উঠবে না !?
আর পশু প্রেমি সংস্থা ! জানতে চাই , ওনাদের কাছে - " হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে যখন কুকুর গুলি রোগীর বিছানার তলায় আশ্রয় নেয় , মাঝে মধ্যে কামড় বসায় আর সেই সুবাদে হাসপাতাল কর্তৃপক্ষ তথা ডাক্তার নার্সরা  সাধারন জনগনের হাঁতে মার খান তখন সেই পশু প্রেমিরা কোন গ্রহে  থাকেন জানতে ভীষণ ইচ্ছে করে !

রাত্রি বেলায় গাড়ি চাপা পড়ে যখন নিরিহ সারমেয় দের প্রান যায় তখন কোথায় থাকে পশু প্রেমিদের প্রতিবাদ ! প্রতিবাদ না করুন ,যদি প্রকৃতই  পশু প্রেমি হন তাহলে প্রত্যেক পশু প্রেমি এসে একটি করে সারমেয় নিজের বাড়ীতে নিয়ে গিয়ে লালন পালন করলে তথা দত্তক নিলে তো সমস্যা আগেই মিটে যায় !

এমনকি গাড়ি চাপা , শীতের রাত্রিতে ঠাণ্ডার দাপটে মৃত্যুর হাত থেকেও বাঁচানো সম্ভব হবে অনেক নিরিহ পশু'কে । কিন্তু দুর্ভাগ্যর বিষয় সেই রকম কোন সদর্থক ভুমিকা পশু প্রেমিদের কাছ থেকে আজ পর্যন্ত দেখতে পেলাম না ( ফেসবুক ছাড়া ) ।

যাই হোক, তাহলে কি বলব যে , যারা নিরীহ কুকুর ছানাদের পিটিয়ে হত্যা করেছে তারা ঠিক !? - না , তা কখনই না । তারা অবশ্যই দোষী। কিন্তু , শুধুমাত্র দোষী দোষী করে চিৎকার না তুলে , ঘটনার সূত্রপাত এবং আগামী দিনের রূপরেখা নির্মাণও সমান জরুরি যাতে এইরুপ ঘটনার পুনারাবৃত্তি  না ঘটে ।

আর ওই দুই পড়ুয়ার সাথে সাথে  হাসপাতাল কর্তৃপক্ষ'কেও প্রশ্ন করা হোক কেন তারা অভিযোগ জানানো সত্বেও ব্যাবস্থা গ্রহন করেন নি ! পৌরসভা কেন ঘটনার আগে কোনোরূপ কোন উদ্যোগ দেখাই নি ! পশু প্রেমি সংস্থা গুলি কেন চুপ করে বসে থাকে যখন সারমেয়র দল ওয়ার্ডে ওয়ার্ডে নির্বিচার বিচরন করে ! আমি , আপনি তথা সাধারন মানুষ কেন ছি ছি করে রব তুলি যখন আমাদের রোগীদের বিছানার তলায় কুকুর গুলি আশ্রয় নেয় !?

দোষীদের শাস্তির দাবীর সাথে সাথে এই প্রস্নগুলি কি আসে না ! নাকি সমস্যা সমাধানে এই প্রস্নগুলি জরুরি নয় !

অর্থাৎ , শুধুমাত্র শাস্তি দাও , শাস্তি দাও বলে কয়েকদিন চিৎকার করলেই কি আসল সমস্যার সমাধান হবে না । প্রকৃতই যদি সমস্যার সমাধান আমরা চাই তাহলে এই কয়েকটি প্রশ্ন অবশ্যই সকলকেই করা উচিৎ সবার মঙ্গলের জন্য ।

বি দ্র ঃ ছবি গুলি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে ।

No comments:

Post a Comment