Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 28 January 2019

"গ্রেট ইন্ডিয়ান সেল" এর পর এবার ৯ই ফেব্রুয়ারী আসছে গ্রেট ইন্ডিয়ান শাদি - জানুন বিস্তারিত ! আপনি তৈরি তো !?

"গ্রেট ইন্ডিয়ান সেল" এর পর এবার ৯ই ফেব্রুয়ারী আসছে  'গ্রেট ইন্ডিয়ান শাদি' - জানুন বিস্তারিত  


অ্যামাজন এর সৌজন্যে 'গ্রেট ইন্ডিয়ান সেল' কথাটা এখন বোধহয় আট থকে আশি সবার মুখেই ভাসে ! কিন্তু এমন একটা ইভেন্ট হতে চলেছে তা বোধহয় কল্পনাতেও ভাবেন নি আপনি বা আপনারা  ! হ্যাঁ, 'গ্রেট ইন্ডিয়ান সেল' এর পর এবার ৯ই ফেব্রুয়ারী শুরু হচ্ছে -  'গ্রেট ইন্ডিয়ান শাদি' !! সময় - দুপুর ১২ঃ৪৯ মিনিটে ! কি আপনি কি শুনে অবাক হলেন নাকি !?

অবাক হবেন না, ঠিক এমনটাই হতে চলেছে ৯ই ফেব্রুয়ারী ১২ ঃ ৪৯ মিনিটে , যার নাম - "গ্রেট ইন্ডিয়ান শাদি" তবে একটা ব্যাতিক্রম এক্ষেত্রে উদ্যক্তা কিন্তু অ্যামাজন নয়! তাহলে কে বা কারা ? কি এই ইভেন্ট ! নানান প্রশ্ন মনের মধ্যে তাইতো ? আসুন দেখে নেওয়া যাক আসল ঘটনা কি !?

প্রথমেই বলে দেওয়া ভালো যে, এটি অ্যামাজন এর কোন উদ্যোগ নয় । এক্ষেত্রে উদ্যক্তা হল অ্যামাজন এর একজন সেলার বা বিক্রেতা ।

আসুন এবার আসল কথায় আশাযাক । অ্যামাজন'এর মুম্বাই এর একজন  সেলার বা বিক্রেতার যার নাম - প্রেম মুনত । তিনি তিনি তার বিয়ের কার্ড এক্কেবারে হুবুহু অ্যামাজন এর গ্রেট ইন্ডিয়ান সেল এর আদলে ছাপিয়েছেন এবং নাম দিয়েছেন - "গ্রেট ইন্ডিয়ান শাদি" । যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
আর কার্ড অনুযায়ী বিয়ে হবে - ৯ই ফেব্রুয়ারী , কার্ডের উল্লিখিত সময় - ১২ঃ৪৯ মিনিট।
সাথে দেওয়া হল সেই ভাইরাল হওয়া বিয়ের কার্ড।

  এই অভিনব বিয়ের কার্ডটি সবার মধ্যে  শেয়ার করতে ভুলবেন না যেন !






No comments:

Post a Comment