"গ্রেট ইন্ডিয়ান সেল" এর পর এবার ৯ই ফেব্রুয়ারী আসছে 'গ্রেট ইন্ডিয়ান শাদি' - জানুন বিস্তারিত
অ্যামাজন এর সৌজন্যে 'গ্রেট ইন্ডিয়ান সেল' কথাটা এখন বোধহয় আট থকে আশি সবার মুখেই ভাসে ! কিন্তু এমন একটা ইভেন্ট হতে চলেছে তা বোধহয় কল্পনাতেও ভাবেন নি আপনি বা আপনারা ! হ্যাঁ, 'গ্রেট ইন্ডিয়ান সেল' এর পর এবার ৯ই ফেব্রুয়ারী শুরু হচ্ছে - 'গ্রেট ইন্ডিয়ান শাদি' !! সময় - দুপুর ১২ঃ৪৯ মিনিটে ! কি আপনি কি শুনে অবাক হলেন নাকি !?
অবাক হবেন না, ঠিক এমনটাই হতে চলেছে ৯ই ফেব্রুয়ারী ১২ ঃ ৪৯ মিনিটে , যার নাম - "গ্রেট ইন্ডিয়ান শাদি" । তবে একটা ব্যাতিক্রম এক্ষেত্রে উদ্যক্তা কিন্তু অ্যামাজন নয়! তাহলে কে বা কারা ? কি এই ইভেন্ট ! নানান প্রশ্ন মনের মধ্যে তাইতো ? আসুন দেখে নেওয়া যাক আসল ঘটনা কি !?
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |

আর কার্ড অনুযায়ী বিয়ে হবে - ৯ই ফেব্রুয়ারী , কার্ডের উল্লিখিত সময় - ১২ঃ৪৯ মিনিট।
সাথে দেওয়া হল সেই ভাইরাল হওয়া বিয়ের কার্ড।
এই অভিনব বিয়ের কার্ডটি সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন !
No comments:
Post a Comment