স্মার্ট ফোনের সাথে এবার পাল্লা দিয়ে বাজারে এল স্মার্ট জুতো !
ADAPT BB , BRAND - NIKE , INTEGRATED WITH WIFI , POWER BUTTON , CHARGING CAPASITY, SIZE MODIFICATION TECHNIQUE Etc.
এবারে বাজারে এল স্মার্ট জুতো ! যা কিনা নিজের থেকেই আপনার পায়ের সাইজ অনুযায়ী পরিবর্তিত হতে পারে । নিজের থেকেই বাঁধতে পারে নিজের লেস! সঙ্গে আছে পাওয়ার বাটন যা দিয়ে ম্যানুয়ালি ও আডজাস্ট করা যেতে পারে । আসুন দেখে নেওয়া যাক আর কি কি ফিচারস আছে এই জুতোর মধ্যে, এর দাম কত এবং কতই বা দাম । নিচে দেখুন -
এই জুতো বাজারে নিয়ে এসেছে "নাইক" এবং এর ব্রান্ড নাম - আডাপ্ট বিবি ( Adapt BB )। এটিই প্রথম সেলফ লেন্সিং স্মার্ট জুতো বলে সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে । অর্থাৎ, এটি নিজে নিজেই জুতোর লেস বেঁধে ফেলতে পারে।
এটি মুলত স্পোর্টস সু । কারন - খেলোয়াড়রা যখন মাঠের মধ্যে ছোটাছুটি করেন তখন তাদের পায়ের মাপ সর্বদা পরিবর্তন হতে থাকে সামান্য হলেও। যেমন - বাস্কেট বল খেলায় । তাই, এই স্পোর্টস সু আপাতত বাস্কেট বল খেলোয়াড় দের কথা ভেবেই তৈরি করা হয়েছে ।
এটি স্মার্ট ফোন অ্যাপ এর সাহাজ্যেও চালানো যাবে । আর সাথে থাকছে এর মধ্যে ম্যানুয়াল বাটন যার সাহাজ্যেও এটি এডজাস্ট করা যাবে। সংস্থার মতে আপনি যখনই পায়ে দেবেন এই Adapt BB সু ,তখনি জুতোর মধ্যে থাকা ট্রেন্ড গিয়ার প্রয়োজন মত নিজেদের সাজিয়ে নেবে কোথায় কতটা প্রেসার দিতে হবে । এছাড়াও - আপনি যখন মাঠের মধ্যে নিজের প্রয়োজনে ঝাপাঝাপি করবেন তখন আপনার চাহিদা মত নিজের থেকেই এই স্মার্ট জুতো টাইট ও আলগা হবে !
আর এত সব কিছু করবে এই জুতো তার জন্য রয়েছে স্মার্ট জুতোর চারজিং এর ব্যাবস্থাও । একবার চার্জ দিলে ১৪ দিন পর্যন্ত তা স্থায়ী হনে এমনটাই দাবী । সাথে থাকছে ওয়াই ফাই ! আর কি চাই ! আর এত সবের দাম কত !!?
সংস্থার তরফে জানানো হয়েছে এর দাম পরবে প্রায় $3500/- অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ২,৪০,০০০/- ( দুই লক্ষ চল্লিস হাজার টাকার মত )
No comments:
Post a Comment